Dhaka শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মা হলেন গওহর খান

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:৫১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩
  • ১৯৫ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

বিয়ের দুই বছর পর মা হলেন বলিউড অভিনেত্রী গওহর খান। মা হয়েছেন বিগ বস তারকা গওহর খান। বুধবার (১০ মে) মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন তিনি।

বৃহস্পতিবার (১১ মে) রাতে সামাজিক মাধ্যমে এ খবর অভিনেত্রী নিজেই জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে এ খবর জানিয়েছেন গওহর খান। এটি গওহর খান ও জায়েদ দরবার দম্পতির প্রথম সন্তান।

তিনি লিখেছেন, আসসালামু ওয়ালাইকুম! আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের অফুরান খুশির ঠিকানা এই পৃথিবীর আলো দেখেছে ১০ মে। আমরা বুঝতে পারছি আসল খুশির অর্থটা কী হয়। পুত্রসন্তানের বাবা-মা হলাম। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এতটা ভালবাসার জন্য। ইতি— কৃতজ্ঞ এবং সদা হাসতে থাকা বাবা-মা, জায়েদ ও গওহর।

গওহরের মা হওয়ার খবরে তাকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন বলিউডের একাধিক তারকা। আনুশকা শর্মা লেখেন, ‘অভিনন্দন। ’ সমীরা রেড্ডি লেখেন, ‘শুভেচ্ছা। ’ দিয়া মির্জা লেখেন, ‘অনেক অনেক অভিনন্দন। ’ কিশ্বর মার্চেন্ট লেখেন, ‘মাশাআল্লাহ! তোমাদের অনেক অভিনন্দন জানাই। ’

গত ডিসেম্বরে মা-বাবা হতে চলার সুখবর ভাগ করে নেন গওহর খান ও জায়েদ দরবার। গওহরের বেবি শাওয়ারের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন গৌতম রোড়ে,পঙ্খুরি অবস্থি, মাহি ভিজ, প্রীতি সিমনস, রঘু-রাজীবরা। দ্বিতীয় বিবাহবার্ষিকীর ঠিক আগে একটি ভিডিওবার্তা শেয়ার করে গওহর জানিয়েছিলেন, অ্যাডভেঞ্চার চলতে থাকবে। আমরা দুই থেকে তিন হচ্ছি।

করোনা সঙ্কটের সময়ে জায়েদ দরবারের সঙ্গে সম্পর্কে জড়ান গওহর খান। মুখে মাস্ক পরে শপে জিনিসপত্র কিনতে গিয়েছিলেন গওহর খান, আর সেখানে তাকে দেখে প্রেমে পড়েন জায়েদ। বয়সে জায়েদের চেয়ে ৯ বছরের বড় গওহর। কিন্তু বয়সের এই ব্যবধান বাধা হয়নি এ জুটির প্রেম কাহিনিতে।

করোনার কারণে লকডাউন দেওয়া হয়েছিল ভারতে। এ বিধিনিষেধ শিথিল হতেই নভেম্বর মাসে বাগদান পর্ব সারেন জায়েদ ও গওহর। একই বছরের ২৫ ডিসেম্বর বিয়ে করেন তারা।

ইন্ডাস্ট্রিতে প্রায় দুই দশক পার করছেন গওহর খান। টেলিভিশন থেকে শুরু করে বড় পর্দা, ওটিটি— সব মাধ্যমেই তার অবাধ বিচরণ।

এক সময় এ অভিনেত্রীর লাভ লাইফ নিয়েও কম চর্চা হয়নি। পরিচালক সাজিদ খানের সঙ্গে সম্পর্কে ছিলেন গওহর, পরবর্তীতে অভিনেতা কুশল ট্যান্ডনের সঙ্গে গওহরের প্রেমের গল্প কারো অজানা নয়। তবে সেই প্রেম পরিণয় পায়নি। সর্বশেষ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জায়েদ দরবারকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেন গওহর খান।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে নামতে ভোটারদের প্রতি আহ্বান সিইসির

মা হলেন গওহর খান

প্রকাশের সময় : ০২:৫১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩

বিনোদন ডেস্ক : 

বিয়ের দুই বছর পর মা হলেন বলিউড অভিনেত্রী গওহর খান। মা হয়েছেন বিগ বস তারকা গওহর খান। বুধবার (১০ মে) মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন তিনি।

বৃহস্পতিবার (১১ মে) রাতে সামাজিক মাধ্যমে এ খবর অভিনেত্রী নিজেই জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে এ খবর জানিয়েছেন গওহর খান। এটি গওহর খান ও জায়েদ দরবার দম্পতির প্রথম সন্তান।

তিনি লিখেছেন, আসসালামু ওয়ালাইকুম! আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের অফুরান খুশির ঠিকানা এই পৃথিবীর আলো দেখেছে ১০ মে। আমরা বুঝতে পারছি আসল খুশির অর্থটা কী হয়। পুত্রসন্তানের বাবা-মা হলাম। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এতটা ভালবাসার জন্য। ইতি— কৃতজ্ঞ এবং সদা হাসতে থাকা বাবা-মা, জায়েদ ও গওহর।

গওহরের মা হওয়ার খবরে তাকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন বলিউডের একাধিক তারকা। আনুশকা শর্মা লেখেন, ‘অভিনন্দন। ’ সমীরা রেড্ডি লেখেন, ‘শুভেচ্ছা। ’ দিয়া মির্জা লেখেন, ‘অনেক অনেক অভিনন্দন। ’ কিশ্বর মার্চেন্ট লেখেন, ‘মাশাআল্লাহ! তোমাদের অনেক অভিনন্দন জানাই। ’

গত ডিসেম্বরে মা-বাবা হতে চলার সুখবর ভাগ করে নেন গওহর খান ও জায়েদ দরবার। গওহরের বেবি শাওয়ারের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন গৌতম রোড়ে,পঙ্খুরি অবস্থি, মাহি ভিজ, প্রীতি সিমনস, রঘু-রাজীবরা। দ্বিতীয় বিবাহবার্ষিকীর ঠিক আগে একটি ভিডিওবার্তা শেয়ার করে গওহর জানিয়েছিলেন, অ্যাডভেঞ্চার চলতে থাকবে। আমরা দুই থেকে তিন হচ্ছি।

করোনা সঙ্কটের সময়ে জায়েদ দরবারের সঙ্গে সম্পর্কে জড়ান গওহর খান। মুখে মাস্ক পরে শপে জিনিসপত্র কিনতে গিয়েছিলেন গওহর খান, আর সেখানে তাকে দেখে প্রেমে পড়েন জায়েদ। বয়সে জায়েদের চেয়ে ৯ বছরের বড় গওহর। কিন্তু বয়সের এই ব্যবধান বাধা হয়নি এ জুটির প্রেম কাহিনিতে।

করোনার কারণে লকডাউন দেওয়া হয়েছিল ভারতে। এ বিধিনিষেধ শিথিল হতেই নভেম্বর মাসে বাগদান পর্ব সারেন জায়েদ ও গওহর। একই বছরের ২৫ ডিসেম্বর বিয়ে করেন তারা।

ইন্ডাস্ট্রিতে প্রায় দুই দশক পার করছেন গওহর খান। টেলিভিশন থেকে শুরু করে বড় পর্দা, ওটিটি— সব মাধ্যমেই তার অবাধ বিচরণ।

এক সময় এ অভিনেত্রীর লাভ লাইফ নিয়েও কম চর্চা হয়নি। পরিচালক সাজিদ খানের সঙ্গে সম্পর্কে ছিলেন গওহর, পরবর্তীতে অভিনেতা কুশল ট্যান্ডনের সঙ্গে গওহরের প্রেমের গল্প কারো অজানা নয়। তবে সেই প্রেম পরিণয় পায়নি। সর্বশেষ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জায়েদ দরবারকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেন গওহর খান।