সাতক্ষীরা জেলা প্রতিনিধি :
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের মির্জাপুর বাজার সংলগ্ন এলাকায় অ্যাম্বুলেন্স ও তেলবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা ও নবজাতকসহ তিনজন নিহত হয়েছেন।
বুধবার (১০ মে) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পাটকেলঘাটা থানা পুলিশের ওসি (তদন্ত) বিশ্বজিত কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- সাতক্ষীরার আশাশুনি উপজেলার খলিষানী গ্রামের আতাউল ইসলামের স্ত্রী তানজিলা খাতুন (৪০) ও তার এক দিন বয়সী শিশুকন্যা। অপর নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
নিহতের স্বামী আলাউল ইসলাম জানান, বাড়িতে সন্তান জন্মদানের পর বাচ্চা অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। এসময় মির্জাপুর নামক স্থানে তাদের বহনকারী অ্যাম্বুলেন্সটি দুর্ঘটনার কবলে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে মির্জাপুর শ্মশান এলাকায় অ্যাম্বুলেন্স ও তেলবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সে থাকা নবজাতক ও তার মাসহ তিনজন নিহত হন। এ ঘটনায় অ্যাম্বুলেন্সের চালকসহ অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
পাটকেলঘাটা থানা পুলিশের ওসি (তদন্ত) বিশ্বজিত কুমার বলেন, দুর্ঘটনার কবলে পড়া অ্যাম্বুলেন্স ও তেলবাহী ট্রাকটিকে থানায় নেওয়া হয়েছে। এছাড়া নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আর আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সাতক্ষীরা জেলা প্রতিনিধি 
























