আন্তর্জাতিক ডেস্ক :
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের আদালতের বাইরে থেকে সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই দলের প্রধান ইমরান খানকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। এদিন হাজিরা দিতে আদালতে এসেছিলেন তিনি।
মঙ্গলবার (৯ মে) ইসলামাবাদ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
আল-কাদির ট্রাস্ট মামলার শুনানিতে অংশ নেওয়ার সময় ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে পিটিআই চেয়ারম্যানকে হেফাজতে নিয়েছে পাক রেঞ্জার্স। তিনি তার বিরুদ্ধে নথিভুক্ত একাধিক এফআইআরে জামিন চাওয়ার জন্য আদালতে গিয়েছিলেন।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের সদস্য ফাওয়াদ চৌধুরী এক টুইট বার্তায় তার গ্রেফতারের খবরটি জানিয়েছেন।
পিটিআই নেতা মুসারারাত চিমা টুইটারে এক ভিডিও বার্তায় বলেছেন, ‘তারা এই মুহূর্তে ইমরান খানের ওপর নির্যাতন করছে….তারা ইমরান সাহেবকে মারধর করছে। তারা খান সাহেবের সঙ্গে কিছু একটা করছে।’
Rangers abducted PTI Chairman Imran Khan, these are the visuals. Pakistan’s brave people must come out and defend their country. pic.twitter.com/hJwG42hsE4
— PTI (@PTIofficial) May 9, 2023
পিটিআইয়ের কর্মকর্তারা ইমরান খানের আইনজীবীর একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা গেছে, ওই আইনজীবী আহত হয়েছেন এবং তার চিকিৎসা চলছে।
পিটিআই’র সহ-সভাপতি ফাওয়াদ চৌধুরী টুইটারে বলেছেন, ইসলামাবাদ হাইকোর্ট রেঞ্জার্সের দখলে। সেখানে আইনজীবীরা নির্যাতনের শিকার হচ্ছেন। ইমরান খানের গাড়ি ঘেরাও করা হয়েছে।
পিটিআই নেতা আজহার মাশওয়ানি অভিযোগ করেছেন, ইমরানকে রেঞ্জার্সরা আদালতের ভেতর থেকে ‘অপহরণ’ করেছে।
এর প্রতিবাদে দলটি তাৎক্ষণিকভাবে দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে বলে জানিয়েছেন তিনি।
পিটিআই নেতা মুসাররাত চিমা টুইটারে এক ভিডিওবার্তায় বলেছেন, তারা (রেঞ্জার্স) এখন ইমরান খানকে নির্যাতন করছে তারা খান সাহেবকে মারছে। ওরা খান সাহেবের সঙ্গে কিছু করেছে।
পিটিআই’র অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, বিপুল সংখ্যক রেঞ্জার্স সদস্য ইমরান খানকে ধাক্কাতে ধাক্কাতে দ্রুত গাড়িতে তুলছে। আরেকটি ভিডিওতে তার আইনজীবীকে রক্তাক্ত অবস্থায় দেখা গেছে।
দলটি বলেছে, দেশকে রক্ষায় পাকিস্তানের জনগণকে এখনই বেরিয়ে আসতে হবে।
এদিকে, ইসলামাবাদ পুলিশ জানিয়েছে, রাজধানীতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। কাউকে নির্যাতন করা হয়নি বলেও দাবি করেছে পুলিশ।