বিনোদন ডেস্ক :
চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক অস্ট্রেলিয়া প্রবাসী রহমত উল্লাহর করা ১০০ কোটি টাকার মানহানি মামলায় জবাব দাখিলের জন্য সমন জারি করেছেন আদালত।
মঙ্গলবার (৯ মে) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতের সেরেস্তাদার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ৩০ এপ্রিল ঢাকার ১ম যুগ্ম জেলা জজ মাসুদুল হকের আদালতে আইনজীবীর মাধ্যমে মামলা দায়ের করেন প্রযোজক রহমত উল্লাহ। এ মামলায় সম্প্রতি বাদী কোর্ট ফি দাখিল করলে আদালত সোমবার (৮ মে) বিবাদী শাকিব খানকে আগামী ১৫ মে’র মধ্যে জবাব দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন।
রহমত উল্ল্যাহর আইনজীবী মোহাম্মদ তবারক হোসেন বলেন, এর আগে আমরা মামলার আবেদন করেছি। আদালত আমাদের কোর্ট ফি দাখিল করতে বলেছিল, আমরা তা দাখিল করেছি। এরপর আদালত শাকিব খানের বিরুদ্ধে সমন জারি করেছে।
এর আগে, (রোববার) ৩০ এপ্রিল ঢাকার ১ম যুগ্ম জেলা জজ মাসুদুল হকের আদালতে আইনজীবীর মাধ্যমে এ মামলা করেন প্রযোজক রহমত উল্লাহ। মামলায় মানহানির অভিযোগ এনে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেন তিনি।
গত ১৩ এপ্রিল মানহানির অভিযোগ তুলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালতে বাদী হয়ে মামলা করেন রহমত উল্লাহ। বাদীর জবানবন্দি গ্রহণের পর পিবিআইকে তদন্তের জন্য নির্দেশ দেন আদালত।
এর আগে সংবাদমাধ্যমে দেয়া বিভিন্ন বক্তব্যে প্রযোজক রহমত উল্লাহকে বাটপার-প্রতারক ও আপত্তিকর মন্তব্য করেন শাকিব খান। সেই প্রেক্ষিতে রহমত উল্লাহর পক্ষে তার আইনজীবী লিগ্যাল নোটিশ পাঠান চিত্রনায়ককে।