রাঙ্গামাটি জেলা প্রতিনিধি :
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং সেতুতে ট্রাক চলার সময় পাটাতন ভেঙে খাদে পড়ে গেছে। এতে কেউ হতাহত হয়নি। তবে এ ঘটনার পর বাঘাইছড়ি উপজেলার সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
সোমবার (৮ মে) সকালে ৮টায় সীমান্ত সড়কের জন্য নিয়ে আসা পাথর বোঝাই একটি ট্রাক সেতুতে উঠার পরপরই পাটাতন ভেঙে গাড়ির চাকা নিচে পড়ে যায়। এতে সেতুর দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে বহুমানুষ দুর্ভোগে পড়েন।
খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বিষয়টি জানিয়েছেন।
জানা যায়, পুরাতন সেতুর মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ২০১৬ সালের ১১ জানুয়ারি নতুন সেতুর কাজ শুরু করে সড়ক ও জনপদ বিভাগ। ২০১৯ সালের জানুয়ারিতে কাজ বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও দীর্ঘ ৭ বছরেও শেষ হয়নি সেতুর কাজ। তাই ঝুঁকিপূর্ণ জেনেও বাধ্য হয়ে যানচলাচল করতে হয় পুরাতন সেতু দিয়ে।
খাগড়াছড়ি সড়ক বিভাগ জানায়, ১১ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে সড়ক ও জনপদ বিভাগ ২০১৬ সালের ১১ জানুয়ারি এই সেতু তৈরির কাজ শুরু করে। ২০১৯ সালের ১ জানুয়ারি কাজ শেষ করার কথা ছিল। কুমিল্লা জেলার ঠিকাদারি প্রতিষ্ঠান রানা বিল্ডার্স সেতুটি নির্মাণ করছে। নির্মাণাধীন অবস্থায় এর আগেও একবার এই সেতুর গার্ডারটি ভেঙে পড়ে।
স্থানীয়রা জানায়, কাচালং সেতুর উপর ট্রাকটি ওঠার পরপরই পাটাতন ভেঙে যায়। ফলে উপজেলার সঙ্গে দূরপাল্লার সব ধরনের গাড়ি চলাচল বন্ধ রয়েছে। সেতু নির্মাণে নিন্মমানের সামগ্রী ব্যবহার করায় এর আগেও দুইবার গার্ডার ভেঙে পড়েছিল। সেতু ভেঙে পড়ার সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন বাঘাইছড়ি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম।
তিনি জানান, উপজেলার সঙ্গে সারা দেশের যোগাযোগের জন্য কাচালং সেতুটি গুরুত্বপূর্ণ। সেতুর পাটাতন ভেঙে যাওয়ার দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। দ্রুত পুরাতন সেতুটি চালু এবং সেতু সেতুর কাজ শেষ করার দাবি জানাচ্ছি।
নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, সোমবার (৮ মে) সকালে খবর পাওয়ার পরপরই আমাদের সকল ইউনিটকে কাজে নেমেছে। অল্প সময়ের মধ্যে সেতু মেরামতের কাজ শুরু করা হবে। এ ছাড়া নতুন সেতুর কাজ শেষ হয়েছে। তবে সংযোগ সড়কের কাজ কিছু বাকী রয়েছে সেটিও চলমান রয়েছে।