Dhaka শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

একদিনে সর্বোচ্চ ১৩৯ জন বহিষ্কার, অনুপস্থিত ৩৫ হাজার ৮৬৫ জন

নিজস্ব প্রতিবেদক : 

সারাদেশে চলমান এসএসসি ও সমমান পরীক্ষার চতুর্থ দিনে রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন। এদিন শিক্ষার্থী অনুপস্থিতির সংখ্যাও ছিল চলতি বছরের সর্বোচ্চ। ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, কারিগরি ও মাদরাসা শিক্ষাবোর্ড মিলিয়ে একদিন মোট অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৫ হাজার ৮৬৫ জন। একই দিন এসব শিক্ষাবোর্ডে মোট বহিষ্কার হয়েছেন ১৩০ পরীক্ষার্থী।

রোববার (৭ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৯টি সাধারণ শিক্ষাবোর্ডের অধীনে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই সময়ে অন্য দুই বোর্ডে (কারিগরি ও মাদরাসা) ভিন্ন বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে চতুর্থ দিনের পরীক্ষায় কোনো পরীক্ষক বহিষ্কৃত হননি।

আন্তঃশিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে ছিল ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায়। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৯টি বোর্ডের অধীনের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ঢাকা বোর্ডের ৪ হাজার ৮৫০ জন, রাজশাহী বোর্ডের ১ হাজার ৮২৮ জন, কুমিল্লা বোর্ডে ২ হাজার ৩৪২ জন, যশোর বোর্ডের ২ হাজার ২৯ জন, চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ৯৫৮ জন, সিলেট বোর্ডে ১ হাজার ১৫০ জন, বরিশাল বোর্ডে ১ হাজার ১৯৩ জন, দিনাজপুর বোর্ডে ২ হাজার ১৪৪ জন এবং ময়মনসিংহ বোর্ডে ২ হাজার ১১২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

এছাড়া বহিষ্কার হয়েছে ৯৪ জন। তাদের মধ্যে ঢাকা বোর্ডে ১৭, চট্টগ্রামে ২, বরিশালে ১৬, সিলেটে এক, দিনাজপুরে ১২, কুমিল্লায় ১৪ ও ময়মনসিংহ বোর্ডে ৩২ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হন। আজকে কোনো পরীক্ষক বহিষ্কার হননি।

এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডে আজ অনুপস্থিত ছিল ১৩ হাজার ৮৭০ জন, বহিষ্কার হয়েছে ২৭ পরীক্ষার্থী। অনুপস্থিতির হার ৪ দশমিক ৮৪ শতাংশ। কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষায় ৩ হাজার ৩৮৯ জন অনুপস্থিত ও বহিষ্কার ৯ জন। অনুপস্থিতির হার ২ দশমিক ৮৫ শতাংশ।

গত ৩০ এপ্রিল শুরু হওয়া চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড ও কারিগরি-মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে প্রথম দিনে অনুপস্থিত ছিলেন ৩১ হাজার ৪৪৭ পরীক্ষার্থী। অসাধুপন্থা অবলম্বন করায় বহিষ্কার হন ২০ শিক্ষার্থী। দ্বিতীয় দিনে অনুপস্থিত ৩২ হাজার ৩৫৬ জন এবং বহিষ্কার হন ৩৮ জন শিক্ষার্থী। তৃতীয় দিন চার পরীক্ষকসহ ৬৫ জন বহিষ্কার ও অনুপস্থিত ছিলেন ১৮ হাজার ১৮১ জন পরীক্ষার্থী।

এ বছর সব শিক্ষাবোর্ড মিলিয়ে ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছেন। এরমধ্যে ছাত্র সংখ্যা ১০ লাখ ২১ হাজার ১৯৭ এবং ছাত্রী ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন। মোট শিক্ষাপ্রতিষ্ঠান ২৯ হাজার ৭৯৮টি। এরমধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে কেন্দ্র ২ হাজার ২৪৪টি, শিক্ষাপ্রতিষ্ঠান ১৭ হাজার ৭৮৬টি।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

ভারতের জন্য পাকিস্তানের আকাশ ব্যবহারে নিষেধাজ্ঞা আরও বাড়ল 

একদিনে সর্বোচ্চ ১৩৯ জন বহিষ্কার, অনুপস্থিত ৩৫ হাজার ৮৬৫ জন

প্রকাশের সময় : ০৭:৩১:৩৯ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

সারাদেশে চলমান এসএসসি ও সমমান পরীক্ষার চতুর্থ দিনে রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন। এদিন শিক্ষার্থী অনুপস্থিতির সংখ্যাও ছিল চলতি বছরের সর্বোচ্চ। ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, কারিগরি ও মাদরাসা শিক্ষাবোর্ড মিলিয়ে একদিন মোট অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৫ হাজার ৮৬৫ জন। একই দিন এসব শিক্ষাবোর্ডে মোট বহিষ্কার হয়েছেন ১৩০ পরীক্ষার্থী।

রোববার (৭ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৯টি সাধারণ শিক্ষাবোর্ডের অধীনে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই সময়ে অন্য দুই বোর্ডে (কারিগরি ও মাদরাসা) ভিন্ন বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে চতুর্থ দিনের পরীক্ষায় কোনো পরীক্ষক বহিষ্কৃত হননি।

আন্তঃশিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে ছিল ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায়। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৯টি বোর্ডের অধীনের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ঢাকা বোর্ডের ৪ হাজার ৮৫০ জন, রাজশাহী বোর্ডের ১ হাজার ৮২৮ জন, কুমিল্লা বোর্ডে ২ হাজার ৩৪২ জন, যশোর বোর্ডের ২ হাজার ২৯ জন, চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ৯৫৮ জন, সিলেট বোর্ডে ১ হাজার ১৫০ জন, বরিশাল বোর্ডে ১ হাজার ১৯৩ জন, দিনাজপুর বোর্ডে ২ হাজার ১৪৪ জন এবং ময়মনসিংহ বোর্ডে ২ হাজার ১১২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

এছাড়া বহিষ্কার হয়েছে ৯৪ জন। তাদের মধ্যে ঢাকা বোর্ডে ১৭, চট্টগ্রামে ২, বরিশালে ১৬, সিলেটে এক, দিনাজপুরে ১২, কুমিল্লায় ১৪ ও ময়মনসিংহ বোর্ডে ৩২ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হন। আজকে কোনো পরীক্ষক বহিষ্কার হননি।

এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডে আজ অনুপস্থিত ছিল ১৩ হাজার ৮৭০ জন, বহিষ্কার হয়েছে ২৭ পরীক্ষার্থী। অনুপস্থিতির হার ৪ দশমিক ৮৪ শতাংশ। কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষায় ৩ হাজার ৩৮৯ জন অনুপস্থিত ও বহিষ্কার ৯ জন। অনুপস্থিতির হার ২ দশমিক ৮৫ শতাংশ।

গত ৩০ এপ্রিল শুরু হওয়া চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড ও কারিগরি-মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে প্রথম দিনে অনুপস্থিত ছিলেন ৩১ হাজার ৪৪৭ পরীক্ষার্থী। অসাধুপন্থা অবলম্বন করায় বহিষ্কার হন ২০ শিক্ষার্থী। দ্বিতীয় দিনে অনুপস্থিত ৩২ হাজার ৩৫৬ জন এবং বহিষ্কার হন ৩৮ জন শিক্ষার্থী। তৃতীয় দিন চার পরীক্ষকসহ ৬৫ জন বহিষ্কার ও অনুপস্থিত ছিলেন ১৮ হাজার ১৮১ জন পরীক্ষার্থী।

এ বছর সব শিক্ষাবোর্ড মিলিয়ে ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছেন। এরমধ্যে ছাত্র সংখ্যা ১০ লাখ ২১ হাজার ১৯৭ এবং ছাত্রী ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন। মোট শিক্ষাপ্রতিষ্ঠান ২৯ হাজার ৭৯৮টি। এরমধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে কেন্দ্র ২ হাজার ২৪৪টি, শিক্ষাপ্রতিষ্ঠান ১৭ হাজার ৭৮৬টি।