Dhaka বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কারিগরি ত্রুটির কারণে নেপালগামী ফ্লাইট ভারতে অবতরণ

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকা থেকে ছেড়ে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৭১ ফ্লাইটটি কারিগরি ত্রুটির কারণে ভারতে জরুরি অবতরণ করেছে। ত্রুটি মেরামত শেষে ফ্লাইটটি নেপাল হয়ে ঢাকায় ফিরেছে। এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

জানা গেছে, বিমানের নেপালগামী বিজি ৩৭১ ফ্লাইটটি সকাল সাড়ে ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়। প্রায় আধা ঘণ্টা পরে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ভারতের জয় প্রকাশ নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

ফ্লাইটটি স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে নেপালে পৌঁছানোর কথা ছিল। ফ্লাইটে ৭১ জন যাত্রী ছিলেন। এদিকে একই উড়োজাহাজে নেপালের স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে নেপাল থেকে ঢাকাগামী যাত্রীদের নেওয়ার কথা ছিল। ফ্লাইটটির যান্ত্রিক ত্রুটির কারণে সেই যাত্রীরা নেপালের বিমানবন্দরে অপেক্ষা করেন। যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে ফ্লাইটটি নেপালে পৌঁছায় স্থানীয় সময় সন্ধ্যা ৫ টা ৪৮ মিনিটে। পরবর্তীতে সেখান থেকে ৯১ জন যাত্রী নিয়ে ঢাকায় ফিরে আসে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি ভারতে জরুরি অবতরণ করেছিল। ত্রুটি মেরামত শেষে যাত্রী পরিবহন করছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নাশকতা মামলায় সাবেক এমপি কবিরুল কারাগারে

কারিগরি ত্রুটির কারণে নেপালগামী ফ্লাইট ভারতে অবতরণ

প্রকাশের সময় : ০৮:৫৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকা থেকে ছেড়ে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৭১ ফ্লাইটটি কারিগরি ত্রুটির কারণে ভারতে জরুরি অবতরণ করেছে। ত্রুটি মেরামত শেষে ফ্লাইটটি নেপাল হয়ে ঢাকায় ফিরেছে। এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

জানা গেছে, বিমানের নেপালগামী বিজি ৩৭১ ফ্লাইটটি সকাল সাড়ে ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়। প্রায় আধা ঘণ্টা পরে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ভারতের জয় প্রকাশ নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

ফ্লাইটটি স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে নেপালে পৌঁছানোর কথা ছিল। ফ্লাইটে ৭১ জন যাত্রী ছিলেন। এদিকে একই উড়োজাহাজে নেপালের স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে নেপাল থেকে ঢাকাগামী যাত্রীদের নেওয়ার কথা ছিল। ফ্লাইটটির যান্ত্রিক ত্রুটির কারণে সেই যাত্রীরা নেপালের বিমানবন্দরে অপেক্ষা করেন। যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে ফ্লাইটটি নেপালে পৌঁছায় স্থানীয় সময় সন্ধ্যা ৫ টা ৪৮ মিনিটে। পরবর্তীতে সেখান থেকে ৯১ জন যাত্রী নিয়ে ঢাকায় ফিরে আসে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি ভারতে জরুরি অবতরণ করেছিল। ত্রুটি মেরামত শেষে যাত্রী পরিবহন করছে।