আন্তর্জাতিক ডেস্ক :
করোনা মহামারিকে কেন্দ্র করে বিশ্বব্যাপী যে স্বাস্থ্যবিষয়ক জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল তা তুলে নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। প্রায় তিন বছর পর এই ঘোষণা দেওয়া হলো। মহামারি শেষ হওয়ার জন্য এটিকে একটি বড় পদক্ষেপ বলছে সংস্থাটি।
শুক্রবার (৫ মে) সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস নিজে এই ঘোষণা দিয়েছেন। এতে জানানো হয়, এখন আর স্বাস্থ্যবিষয়ক জরুরি অবস্থা দীর্ঘ করার প্রয়োজন নেই।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনা মহামারির কারণে ৬ দশমিক ৯ মিলিয়নেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। শুধু তাই নয়, বিশ্ব অর্থনীতিকে ব্যাহত করেছে এটি। তবে এখন আর স্বাস্থ্য জরুরি অবস্থার প্রয়োজন নেই।
শুক্রবার (৫ মে) সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মূল কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ড. তেদ্রোস আধানম গেব্রিয়েসুস বলেন, বড় আশা নিয়ে আজ আমি করোনা মহামারি সংক্রান্ত বৈশ্বিক স্বাস্থ্যগত জরুরি অবস্থার অবসান ঘোষণা করছি। কোভিড-১৯ আর বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা নয়। জরুরি কমিটি ১৫তম বারের মতো বৈঠক করেছে। তারা আমাকে সুপারিশ করেছে বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থার অবসান ঘটানোর ঘোষণা দিতে। আমি সেই পরামর্শটি গ্রহণ করেছি। প্রত্যাশা করছি, আমাদের সামনের দিনগুলো সুন্দর ও নিরাপদ হবে।
এর আগে বৃহস্পতিবার (৪ মে) বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি জরুরি কমিটি বৈঠক করে। এই কমিটি জনস্বাস্থ্য বিষয়ক জরুরি অবস্থা তুলে নেওয়ার সুপারিশ করে। এর পরিপ্রেক্ষিতে এই ঘোষণা দিলো ডব্লিউএইচও।
উল্লেখ্য, ২০২০ সালের ৩০ জানুয়ারি ডব্লিউএইচও’র জরুরি কমিটি ঘোষণা দিয়েছিল স্বাস্থ্যজনিত সর্বোচ্চ ঝুঁকি হলো কোভিড। এই ঘোষণার ফলে স্বাস্থ্যের হুমকিতে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণে সহযোগিতা করে। এতে করে চিকিৎসা ও টিকা নিয়ে বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতাও বৃদ্ধি পায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এই জরুরি অবস্থা প্রত্যাহার গত কয়েক বছরে এই খাতে অগ্রগতির ইঙ্গিত তুলে ধরছে। কিন্তু কোভিড-১৯ সমাজে থেকে যাবে। যদিও এটি এখন আর জরুরি পরিস্থিতি সৃষ্টি করছে না।
সংস্থাটির তথ্য অনুসারে, ২০২১ সালের জানুয়ারিতে কোভিডে প্রতি সপ্তাহে ১ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ২০২৩ সালের ২৪ এপ্রিল এসে প্রতি সপ্তাহে মৃত্যু কমে হয়েছে সাড়ে তিন হাজার।
ডব্লিউএইচও মহামারির শুরু বা সমাপ্তির ঘোষণা দেয় না। যদিও ২০২০ সালের মার্চ মাস থেকে শব্দটির ব্যবহার করে সংস্থাটি।
গত বছর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন মহামারির অবসান হয়েছে। বিশ্বের অনেক দেশ কোভিড নিয়ে নিজেদের জরুরি অবস্থা প্রত্যাহার করেছে।