Dhaka শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ছবি পোস্ট করে অশ্লীল আক্রমণের শিকার শ্রাবন্তী

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:২৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩
  • ১৯৪ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং এখন যেন নিত্যদিনের স্বাভাবিক ঘটনা। ব্যাপারটা যদি ঘটে টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে তাহলে তো আরও বেশি স্বাভাবিক মনে হবে অনেকের কাছে! কেননা, এই অভিনেত্রী নেটমাধ্যমে সব সময়েই ট্রোলের শিকার হন। আবারও হলেন, তবে এবার আক্রমণের ভাষাগুলো ছিল বেশ অশ্লীল ও আপত্তিকর।

কখনো কখনো ‘নোংরা’ আক্রমণ করতেও ছাড়েন না নেটিজেনরা। কয়েক দিন আগে ইনস্টাগ্রাম ও ফেসবুকে নিজের একটি ছবি শেয়ার করেছেন। এ ছবিতে ক্যাজুয়াল পোশাকে ধরা দিয়েছেন শ্রাবন্তী।

শেয়ার করা নতুন ছবিতে ক্যাজুয়াল পোশাকে ধরা দিয়েছেন শ্রাবন্তী। ক্যাপশনে লেখেন, ‘বাকি জীবনকে আমি সেরা হিসেবে বেছে নিতে চাই।’ নো মেকআপ লুকে, কালো রোদ চশমায় অভিনেত্রীর লাস্যময়ী লুক নজর কেড়েছে সকলের। সবকিছু ঠিকই ছিল। কিন্তু তার বসার ভঙ্গিমাকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। ‘অশ্লীল’ শব্দ ব্যবহার করে মন্তব্য করছেন নেটিজেনরা।

ছবি দেখে নেটিজেনদের অনেকে জানতে চেয়েছেন, ‘শ্রাবন্তী শোচকর্মে বসেছেন কিনা!’ আরেকজনের কথায়, ‘পাহাড়ে শৌচকর্ম করতে কে যায়!’ আরেকজন ঠাট্টা করে লেখেন, ‘কমোডমুখী সমাজকে বাংলায় ফিরিয়ে আনার চেষ্টার জন্য ধন্যবাদ আপনাকে। ’ এছাড়াও অসংখ্য নোংরা মন্তব্য রয়েছে যা প্রকাশের অযোগ্য।

বহুবার কটাক্ষের মুখে পড়লেও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে লুকোচুরি পছন্দ করেন না শ্রাবন্তী চট্টোপাধ্যায়। প্রেম থেকে বিবাহ, দাম্পত্য থেকে বিচ্ছেদ পুরোটাই তার ওপেন সিক্রেট। তাই বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ে না শ্রাবন্তীর।

মূলত, এসব বিষয় নিয়ে মোটেও চিন্তিত নন শ্রাবন্তী। এর আগে কিন্তু টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে আলাপকালে এই অভিনেত্রী বলেছিলেন, এক সময় এসব বিষয় মানসিকভাবে প্রভাব ফেলত, আমার পরিবার বিরক্ত হতো। কিন্তু তারা এখন এসব পড়ে আর হাসে। মিডিয়া আমাকে নিয়ে চটকদার শিরোনামে খবর প্রকাশ করলেও আমি এসব নিয়ে মোটেও আগ্রহী নই।

কাজের সূত্রে এই মুহূর্তে লন্ডনে রয়েছেন অভিনেত্রী। এসকে মুভিজ প্রযোজিত এবং অংশুমান প্রত্যুষ পরিচালিত নতুন ছবি ‘বাবুসোনা’-এর শুটিং করছেন সেখানে। অ্যাকশন কমেডি ধাঁচের ছবিটিতে শ্রাবন্তীর বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে জিতু কমলকে। একটি শিশুর অপহরণের ঘটনাকে কেন্দ্র করে এগিয়ে যাবে ছবির গল্প।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে নামতে ভোটারদের প্রতি আহ্বান সিইসির

ছবি পোস্ট করে অশ্লীল আক্রমণের শিকার শ্রাবন্তী

প্রকাশের সময় : ০৬:২৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩

বিনোদন ডেস্ক : 

সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং এখন যেন নিত্যদিনের স্বাভাবিক ঘটনা। ব্যাপারটা যদি ঘটে টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে তাহলে তো আরও বেশি স্বাভাবিক মনে হবে অনেকের কাছে! কেননা, এই অভিনেত্রী নেটমাধ্যমে সব সময়েই ট্রোলের শিকার হন। আবারও হলেন, তবে এবার আক্রমণের ভাষাগুলো ছিল বেশ অশ্লীল ও আপত্তিকর।

কখনো কখনো ‘নোংরা’ আক্রমণ করতেও ছাড়েন না নেটিজেনরা। কয়েক দিন আগে ইনস্টাগ্রাম ও ফেসবুকে নিজের একটি ছবি শেয়ার করেছেন। এ ছবিতে ক্যাজুয়াল পোশাকে ধরা দিয়েছেন শ্রাবন্তী।

শেয়ার করা নতুন ছবিতে ক্যাজুয়াল পোশাকে ধরা দিয়েছেন শ্রাবন্তী। ক্যাপশনে লেখেন, ‘বাকি জীবনকে আমি সেরা হিসেবে বেছে নিতে চাই।’ নো মেকআপ লুকে, কালো রোদ চশমায় অভিনেত্রীর লাস্যময়ী লুক নজর কেড়েছে সকলের। সবকিছু ঠিকই ছিল। কিন্তু তার বসার ভঙ্গিমাকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। ‘অশ্লীল’ শব্দ ব্যবহার করে মন্তব্য করছেন নেটিজেনরা।

ছবি দেখে নেটিজেনদের অনেকে জানতে চেয়েছেন, ‘শ্রাবন্তী শোচকর্মে বসেছেন কিনা!’ আরেকজনের কথায়, ‘পাহাড়ে শৌচকর্ম করতে কে যায়!’ আরেকজন ঠাট্টা করে লেখেন, ‘কমোডমুখী সমাজকে বাংলায় ফিরিয়ে আনার চেষ্টার জন্য ধন্যবাদ আপনাকে। ’ এছাড়াও অসংখ্য নোংরা মন্তব্য রয়েছে যা প্রকাশের অযোগ্য।

বহুবার কটাক্ষের মুখে পড়লেও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে লুকোচুরি পছন্দ করেন না শ্রাবন্তী চট্টোপাধ্যায়। প্রেম থেকে বিবাহ, দাম্পত্য থেকে বিচ্ছেদ পুরোটাই তার ওপেন সিক্রেট। তাই বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ে না শ্রাবন্তীর।

মূলত, এসব বিষয় নিয়ে মোটেও চিন্তিত নন শ্রাবন্তী। এর আগে কিন্তু টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে আলাপকালে এই অভিনেত্রী বলেছিলেন, এক সময় এসব বিষয় মানসিকভাবে প্রভাব ফেলত, আমার পরিবার বিরক্ত হতো। কিন্তু তারা এখন এসব পড়ে আর হাসে। মিডিয়া আমাকে নিয়ে চটকদার শিরোনামে খবর প্রকাশ করলেও আমি এসব নিয়ে মোটেও আগ্রহী নই।

কাজের সূত্রে এই মুহূর্তে লন্ডনে রয়েছেন অভিনেত্রী। এসকে মুভিজ প্রযোজিত এবং অংশুমান প্রত্যুষ পরিচালিত নতুন ছবি ‘বাবুসোনা’-এর শুটিং করছেন সেখানে। অ্যাকশন কমেডি ধাঁচের ছবিটিতে শ্রাবন্তীর বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে জিতু কমলকে। একটি শিশুর অপহরণের ঘটনাকে কেন্দ্র করে এগিয়ে যাবে ছবির গল্প।