নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীর শিবপুর উপজেলায় শীতলক্ষ্যায় গোসলে নেমে নিখোঁজের ২০ ঘণ্টা পর দুই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শুক্রবার (৫ মে) সকাল ১০টার দিকে শীতলক্ষ্যা নদীর দুই তীর এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামের ইকবাল হোসেনের মেয়ে ইমা আক্তার (১৫) ও পলাশ উপজেলার চরপলাশ এলাকার আব্দুর রহিমের মেয়ে ইয়াসমিন আক্তার (১৫)।
এর আগে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শিবপুরের লাখপুরে শীতলক্ষ্যা নদীতে তারা গোসলে নামে।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) ফিরোজ তালুকদার ও পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাদেকুল বারী মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার (৪ মে) দুপুর ১টার দিকে ইমা, ইয়াছমিন ও চাচাতো বোন সাদিয়াকে নিয়ে লাখপুর খেয়া ঘাটের পাশে শীতলক্ষ্যায় গোসলে নামে। তারা তিনজনই আত্মীয় হয়। গোসল শেষে সাদিয়া ঘাটে উঠলেও ইয়াছমিন ও ইমা নদীর স্রোতে পানিতে তলিয়ে যায়। তারা কেউ সাঁতার জানত না। সাদিয়া বাড়িতে গিয়ে পানিতে ডুবে যাওয়ার বিষয়টি জানালে পরিবারের লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়।
খবর পেয়ে বেলা আড়াইটার দিকে নিখোঁজ দুই শিক্ষার্থীকে উদ্ধারে যায় পলাশ উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। এ সময় তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। পরে টঙ্গী থেকে ডুবুরি দল ঘটনাস্থলে যাওয়ার পর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে আবারও উদ্ধার কাজ শুরু করেন তারা। প্রথম দিন সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চলা অভিযানে তাদের খোঁজ করতে পারেনি ফায়ার সার্ভিস ও ডুবুরি দল। পরদিন শুক্রবার (৫ মে) সকালে আবারও তারা উদ্ধার অভিযান শুরু করে। সকাল সাড়ে ৯টায় ইয়াসমিন ও বেলা ১১টায় ইমার মরদেহ উদ্ধার করা হয়।
পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার সাদেকুল বারি বলেন, দুজন স্কুলছাত্রীরই মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা এখনো ঘটনাস্থলে কাজ করছি। পরিবারের সদস্যরা ঘটনাস্থলেই আছে। মরদেহগুলো তাদের কাছে হস্তান্তর করবো।