Dhaka মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে ভাঙা সেতু ২০ হাজার মানুষের চলাচলের একমাত্র পথ

নিজস্ব প্রতিবেদক : 

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সরখাল-পাটওয়ারী বাজার সড়কের বালিথুবা রাস্তার মাথায় নির্মিত সেতুটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। তিন দশক আগে নির্মিত এ সেতু তিন ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষের চলাচলের একমাত্র পথ।

জানা যায়, ফরিদগঞ্জের সরখাল-পাটওয়ারী বাজার সড়কের বালিথুবা রাস্তার মাথায় প্রায় ৩০ বছর আগে সেতুটি নির্মাণ করে ফরিদগঞ্জ এলজিইডি। স্লাবের মাঝখানে গর্ত হওয়ায় সেতুটি দিয়ে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন পথচারীরা। প্রায় দুই মাস আগে একজন অটোরিকশা চালক পারাপারের সময় গর্তে পড়ে গাড়ি ভেঙে যায় এবং অটোরিকশাতে থাকা যাত্রীরা আহত হন।

স্থানীয়রা জানান, বিকল্প রাস্তা না থাকায় সেতুটি দিয়ে উপজেলার তিনটি ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষ যাতায়াত করেন। এছাড়াও ঝুঁকি নিয়ে পারাপার করছে ছোট-বড় প্রায় পাঁচ শতাধিক যানবাহন।

বালিথুবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী জানান, পড়ে যাওয়ার ভয় থাকেলেও প্রতিদিন এই সেতু পার হয়ে স্কুলে যেতে হয়।

স্থানীয় বালিথুবা ও পাটওয়ারী বাজার ব্যবসায়ীরা জানান, ব্রিজটা প্রায় এক বছরেরও বেশি সময় ধরে ভেঙ্গে এভাবেই পড়ে আছে। স্থানীয় চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না।

বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম হারুন অর-রশিদ বলেন, এ বিষয়ে উপজেলা পরিষদের মাসিক মিটিংয়ে কয়েকবার উপস্থাপন করেছি এবং উপজেলার নির্বাহী অফিসার গুরুত্বের সঙ্গে দেখার জন্য উপজেলা ইঞ্জিনিয়ারকে নির্দেশ দিয়েছেন।

ফরিদগঞ্জ উপজেলা প্রকৌশলী আবরার আহমেদ জানান, সেতুটি আমরা পরিদর্শন করেছি এবং অচিরেই সংস্কার করা হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংস্কার না হওয়ায় খানাখন্দে চলাচলে অনুপযোগী, দুর্ভোগ শিক্ষক-শিক্ষার্থীদের

ফরিদগঞ্জে ভাঙা সেতু ২০ হাজার মানুষের চলাচলের একমাত্র পথ

প্রকাশের সময় : ০৪:০৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সরখাল-পাটওয়ারী বাজার সড়কের বালিথুবা রাস্তার মাথায় নির্মিত সেতুটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। তিন দশক আগে নির্মিত এ সেতু তিন ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষের চলাচলের একমাত্র পথ।

জানা যায়, ফরিদগঞ্জের সরখাল-পাটওয়ারী বাজার সড়কের বালিথুবা রাস্তার মাথায় প্রায় ৩০ বছর আগে সেতুটি নির্মাণ করে ফরিদগঞ্জ এলজিইডি। স্লাবের মাঝখানে গর্ত হওয়ায় সেতুটি দিয়ে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন পথচারীরা। প্রায় দুই মাস আগে একজন অটোরিকশা চালক পারাপারের সময় গর্তে পড়ে গাড়ি ভেঙে যায় এবং অটোরিকশাতে থাকা যাত্রীরা আহত হন।

স্থানীয়রা জানান, বিকল্প রাস্তা না থাকায় সেতুটি দিয়ে উপজেলার তিনটি ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষ যাতায়াত করেন। এছাড়াও ঝুঁকি নিয়ে পারাপার করছে ছোট-বড় প্রায় পাঁচ শতাধিক যানবাহন।

বালিথুবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী জানান, পড়ে যাওয়ার ভয় থাকেলেও প্রতিদিন এই সেতু পার হয়ে স্কুলে যেতে হয়।

স্থানীয় বালিথুবা ও পাটওয়ারী বাজার ব্যবসায়ীরা জানান, ব্রিজটা প্রায় এক বছরেরও বেশি সময় ধরে ভেঙ্গে এভাবেই পড়ে আছে। স্থানীয় চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না।

বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম হারুন অর-রশিদ বলেন, এ বিষয়ে উপজেলা পরিষদের মাসিক মিটিংয়ে কয়েকবার উপস্থাপন করেছি এবং উপজেলার নির্বাহী অফিসার গুরুত্বের সঙ্গে দেখার জন্য উপজেলা ইঞ্জিনিয়ারকে নির্দেশ দিয়েছেন।

ফরিদগঞ্জ উপজেলা প্রকৌশলী আবরার আহমেদ জানান, সেতুটি আমরা পরিদর্শন করেছি এবং অচিরেই সংস্কার করা হবে।