Dhaka রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়াকে সরিয়ে টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে ভারত

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:২৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩
  • ২০৪ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

কদিন পরই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া। ফাইনালের মঞ্চে মুখোমুখি হওয়ার আগেই এবার অবশ্য সুখবর পেলো ভারত। আইসিসি হালনাগাদকৃত টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে এসেছে ভারত। সেটিও আবার অস্ট্রেলিয়াকে টপকে।

মঙ্গলবার (০২ মে) হালনাগাদকৃত বাৎসরিক টেস্ট র‌্যাংকিং প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

বার্ষিক র‌্যাঙ্কিংয়ের আগে অস্ট্রেলিয়া ১২২ পয়েন্ট নিয়ে চূড়ায় ছিল। ৩ পয়েন্ট কম নিয়ে অবস্থান করছিল ভারত। নতুন র‌্যাঙ্কিংয়ে ২০২০ সালের মে থেকে ২০২২ সালের মে পর্যন্ত হওয়া সিরিজের পারফরম্যান্সের ৫০ শতাংশ এবং পরের সিরিজগুলোর ১০০ শতাংশ বিবেচনায় নিয়ে নতুন র‌্যাঙ্কিং নির্ধারণ করা হয়েছে। তাতে অস্ট্রেলিয়ার রেটিং কমে দাঁড়িয়েছে ১১৬। ভারত ১২১ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে।

এদিকে, অস্ট্রেলিয়ার ঘাড়েই নিঃশ্বাস ফেলছে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড। ১১৪ রেটিং পয়েন্ট নিয়ে র‌্যাংকিংয়ের তিন নম্বরে আছে ইংলিশরা।

নতুন প্রকাশিত র‌্যাংকিংয়ে এরপরেই আছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ। নতুন র‌্যাংকিংয়ে ৪৫ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ রয়েছে নবম স্থানে। আর দশম স্থানে রয়েছে জিম্বাবুয়ে।

আগামী ৭ জুন ইংল্যান্ডের ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। তার আগেই র‌্যাংকিংয়ের শীর্ষে ওঠাটা ভারতের আত্মবিশ্বাস বাড়িয়েই দিবে বলা যায়।

আইসিসির সর্বশেষ ক্রমতালিকা অনুযায়ী, শুধু টেস্ট ফরম্যাটই নয় ভারত টি-টোয়েন্টি ফরম্যাটেও এক নম্বর টিম। তাদের রেটিং পয়েন্ট বেড়েছে দুটি। ভারত ২৬৭ রেটিং নিয়ে শীর্ষে, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ২৫৯ রেটিং নিয়ে অবস্থান করছে দুইয়ে।

নিউ জিল্যান্ডের অবশ্য উন্নতি হয়েছে সংক্ষিপ্ততম ফরম্যাটটিতে। পাঁচ নম্বর থেকে দুই ধাপ এগিয়ে তারা তিনে অবস্থান করছে। দুইয়ে থাকা ইংল্যান্ডের চেয়ে রেটিংয়েও বেশি দূরে নেই তারা। ২৫৬ রেটিং নিয়ে তারা ইংলিশদের পর অবস্থান করছে। কিউইরা এগিয়ে যাওয়ায় চার আর পাঁচে অবস্থান করছে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা। ছয়ে অবস্থান অস্ট্রেলিয়ার। তার পর অবস্থান করছে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান। নবম স্থানে থাকা বাংলাদেশের রেটিং ২২২।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জোর করে চাপিয়ে দেয়া শিক্ষা সম্ভাবনা নষ্ট করে দেয় : হাসনাত আব্দুল্লাহ

অস্ট্রেলিয়াকে সরিয়ে টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে ভারত

প্রকাশের সময় : ১১:২৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

কদিন পরই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া। ফাইনালের মঞ্চে মুখোমুখি হওয়ার আগেই এবার অবশ্য সুখবর পেলো ভারত। আইসিসি হালনাগাদকৃত টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে এসেছে ভারত। সেটিও আবার অস্ট্রেলিয়াকে টপকে।

মঙ্গলবার (০২ মে) হালনাগাদকৃত বাৎসরিক টেস্ট র‌্যাংকিং প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

বার্ষিক র‌্যাঙ্কিংয়ের আগে অস্ট্রেলিয়া ১২২ পয়েন্ট নিয়ে চূড়ায় ছিল। ৩ পয়েন্ট কম নিয়ে অবস্থান করছিল ভারত। নতুন র‌্যাঙ্কিংয়ে ২০২০ সালের মে থেকে ২০২২ সালের মে পর্যন্ত হওয়া সিরিজের পারফরম্যান্সের ৫০ শতাংশ এবং পরের সিরিজগুলোর ১০০ শতাংশ বিবেচনায় নিয়ে নতুন র‌্যাঙ্কিং নির্ধারণ করা হয়েছে। তাতে অস্ট্রেলিয়ার রেটিং কমে দাঁড়িয়েছে ১১৬। ভারত ১২১ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে।

এদিকে, অস্ট্রেলিয়ার ঘাড়েই নিঃশ্বাস ফেলছে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড। ১১৪ রেটিং পয়েন্ট নিয়ে র‌্যাংকিংয়ের তিন নম্বরে আছে ইংলিশরা।

নতুন প্রকাশিত র‌্যাংকিংয়ে এরপরেই আছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ। নতুন র‌্যাংকিংয়ে ৪৫ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ রয়েছে নবম স্থানে। আর দশম স্থানে রয়েছে জিম্বাবুয়ে।

আগামী ৭ জুন ইংল্যান্ডের ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। তার আগেই র‌্যাংকিংয়ের শীর্ষে ওঠাটা ভারতের আত্মবিশ্বাস বাড়িয়েই দিবে বলা যায়।

আইসিসির সর্বশেষ ক্রমতালিকা অনুযায়ী, শুধু টেস্ট ফরম্যাটই নয় ভারত টি-টোয়েন্টি ফরম্যাটেও এক নম্বর টিম। তাদের রেটিং পয়েন্ট বেড়েছে দুটি। ভারত ২৬৭ রেটিং নিয়ে শীর্ষে, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ২৫৯ রেটিং নিয়ে অবস্থান করছে দুইয়ে।

নিউ জিল্যান্ডের অবশ্য উন্নতি হয়েছে সংক্ষিপ্ততম ফরম্যাটটিতে। পাঁচ নম্বর থেকে দুই ধাপ এগিয়ে তারা তিনে অবস্থান করছে। দুইয়ে থাকা ইংল্যান্ডের চেয়ে রেটিংয়েও বেশি দূরে নেই তারা। ২৫৬ রেটিং নিয়ে তারা ইংলিশদের পর অবস্থান করছে। কিউইরা এগিয়ে যাওয়ায় চার আর পাঁচে অবস্থান করছে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা। ছয়ে অবস্থান অস্ট্রেলিয়ার। তার পর অবস্থান করছে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান। নবম স্থানে থাকা বাংলাদেশের রেটিং ২২২।