Dhaka মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বৃষ্টিতে বাংলাদেশ-শ্রীলঙ্কার দ্বিতীয় ম্যাচটিও পরিত্যক্ত

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:৪০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩
  • ১৮৮ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে বল গড়ালেও ফল পায়নি বাংলাদেশ। বৃষ্টির কারণে ভেসে গিয়েছিলো সেই ম্যাচ। এবার কোনো বল না হয়েই বাংলাদেশ ও শ্রীলঙ্কার দ্বিতীয় নারী ওয়ানডে ম্যাচটিও পরিত্যক্ত হলো বৃষ্টিতে।

মঙ্গলবার (২ মে) কলম্বোর পি সারা ওভালে বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিটে মাঠে নামার কথা ছিলো নিগার সুলতানা জ্যোতির দলের। তবে বৃষ্টির কবলে পড়ে আর মাঠে নামা হয়নি টাইগ্রেসদের।

একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি মাঠে গড়ানোর কথা ৪ মে। সেটিই এখন সিরিজ নির্ধারণী ম্যাচ হবে।

সোমবার (১ মে) রাত থেকেই শুরু হয়েছিল এ বৃষ্টি। যা চলছিল আজ সকাল নাগাদ। মাঠের চার পাশেই থৈ থৈ করছিল পানি, ক্রিকেটাররা হোটেল থেকেই আসতে পারেননি মাঠে। একসময় বৃষ্টি না থামায় এবং মাঠ খেলার উপযোগী তৈরী না হওয়ায় দ্বিতীয় ওয়ানডেকে পরিত্যক্ত করতে বাধ্য হন ম্যাচ রেফরি। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে কোনো বলই গড়ায়নি মাঠে।

এর আগে বৃষ্টির কারণে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচও পরিত্যক্ত হয়েছিল। সেই ম্যাচে কলম্বোর পি সারা ওভালে প্রথম ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমেছিল স্বাগতিক শ্রীলঙ্কা। ৩৬.৪ ওভারে ৬ উইকেটে তারা ১৫২ রান করার পর ঝমঝমিয়ে নামে বৃষ্টি।

ওই ম্যাচ আর শুরু করা যায়নি। ফলে শেষতক পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। দ্বিতীয় ওয়ানডে শুরুর আগে থেকেই বৃষ্টি ছিল। ফলে টসও হয়নি। এক বল না হয়েই শেষ হয়েছে অপেক্ষা।

প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ নারী দল। এই সিরিজটি আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত।

ওয়ানডে সিরিজ শেষে আছে টি-টোয়েন্টি সিরিজ। ৯ মে থেকে শুরু হবে এই সিরিজ। বাকি দুটি ম্যাচ হবে ১১ ও ১২ মে। ম্যাচগুলো হবে কলম্বোর সিংহলীজ স্পোর্টস ক্লাব মাঠে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মাদ্রিদ অধ্যায় শেষ করে মদ্রিচ এখন ইতালির ক্লাবে

বৃষ্টিতে বাংলাদেশ-শ্রীলঙ্কার দ্বিতীয় ম্যাচটিও পরিত্যক্ত

প্রকাশের সময় : ০৪:৪০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে বল গড়ালেও ফল পায়নি বাংলাদেশ। বৃষ্টির কারণে ভেসে গিয়েছিলো সেই ম্যাচ। এবার কোনো বল না হয়েই বাংলাদেশ ও শ্রীলঙ্কার দ্বিতীয় নারী ওয়ানডে ম্যাচটিও পরিত্যক্ত হলো বৃষ্টিতে।

মঙ্গলবার (২ মে) কলম্বোর পি সারা ওভালে বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিটে মাঠে নামার কথা ছিলো নিগার সুলতানা জ্যোতির দলের। তবে বৃষ্টির কবলে পড়ে আর মাঠে নামা হয়নি টাইগ্রেসদের।

একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি মাঠে গড়ানোর কথা ৪ মে। সেটিই এখন সিরিজ নির্ধারণী ম্যাচ হবে।

সোমবার (১ মে) রাত থেকেই শুরু হয়েছিল এ বৃষ্টি। যা চলছিল আজ সকাল নাগাদ। মাঠের চার পাশেই থৈ থৈ করছিল পানি, ক্রিকেটাররা হোটেল থেকেই আসতে পারেননি মাঠে। একসময় বৃষ্টি না থামায় এবং মাঠ খেলার উপযোগী তৈরী না হওয়ায় দ্বিতীয় ওয়ানডেকে পরিত্যক্ত করতে বাধ্য হন ম্যাচ রেফরি। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে কোনো বলই গড়ায়নি মাঠে।

এর আগে বৃষ্টির কারণে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচও পরিত্যক্ত হয়েছিল। সেই ম্যাচে কলম্বোর পি সারা ওভালে প্রথম ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমেছিল স্বাগতিক শ্রীলঙ্কা। ৩৬.৪ ওভারে ৬ উইকেটে তারা ১৫২ রান করার পর ঝমঝমিয়ে নামে বৃষ্টি।

ওই ম্যাচ আর শুরু করা যায়নি। ফলে শেষতক পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। দ্বিতীয় ওয়ানডে শুরুর আগে থেকেই বৃষ্টি ছিল। ফলে টসও হয়নি। এক বল না হয়েই শেষ হয়েছে অপেক্ষা।

প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ নারী দল। এই সিরিজটি আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত।

ওয়ানডে সিরিজ শেষে আছে টি-টোয়েন্টি সিরিজ। ৯ মে থেকে শুরু হবে এই সিরিজ। বাকি দুটি ম্যাচ হবে ১১ ও ১২ মে। ম্যাচগুলো হবে কলম্বোর সিংহলীজ স্পোর্টস ক্লাব মাঠে।