Dhaka শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ে করলেন সালমান মুক্তাদির

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:৩৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩
  • ২০৬ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

ইউটিউবার থেকে তারকা হয়ে ওঠা সালমান মুক্তাদির সবসময় আলোচনায় থেকেছেন একাধিক প্রেম নিয়ে। প্লে-বয় তকমাটা তার নামের সঙ্গে জুড়ে গিয়েছিল পাকাপাকিভাবে। যদিও এসব নিয়ে কখনও মাথা ঘামাননি তিনি। বরং নিজের মতো করে জীবনটা উপভোগ করে গেছেন। কেউ কিছু বলতে গেলে তাকে পাল্টা দু-চার কথা শুনিয়ে দিয়েছেন।

তবে এবার প্লে-বয় ইমেজ থেকে বেরিয়ে আসলেন সালমান। থিতু হলেন এক নারীতে। গেল রোববার (৩০ এপ্রিল) বিয়ে করেছেন তিনি। সামাজিক মাধ্যমে নিজেই এই তথ্য জানিয়েছেন এই ইউটিউবার-অভিনেতা।

মঙ্গলবার (২ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এ তথ্য জানিয়েছেন তিনি

স্ত্রীর সঙ্গে কয়েকটি ছবি ঘনিষ্ঠ ছবিও প্রকাশ করেছেন সালমান। সেসব ছবির ক্যাপশনে লিখেছেন, বাকিটা জীবনের জন্য আমার প্রিয় স্ত্রী। তবে স্ত্রীর পরিচয় প্রকাশ করেননি তিনি।

এদিকে ছবিগুলোর মন্তব্যের ঘরে শুভকামনা জানাচ্ছেন সালমানের অনুরাগীরা। দুজনের সুন্দর ভবিষ্যৎ কামনা করছেন তারা। তবে কেউ কেউ এটা বিশ্বাস করতে পারছেন না। এর পেছনে অবশ্য কারণও আছে। ভিডিওতে সাধারণত অনুরাগীদের বোকা বানানোর জন্য প্রাঙ্ক বা মজা করে থাকেন। এই বিয়ের ছবিগুলো তেমনই প্রাঙ্ক কি না—সন্দেহ তাদের।

সত্যিই যদি সালমান বিয়ে করেন, তাহলে অনেক তরুণীর মন ভাঙলেন তিনি! কারণ, একাধিক নারীতে আসক্ত থাকলেও তার প্রতি তরুণীদের ভালোবাসা ছিল অন্যরকম।

সালমানের এই পোস্টে তার ঘনিষ্ঠজন, কনটেন্ট ক্রিয়েটররা শুভেচ্ছা-ভালোবাসা জানিয়েছেন। উপস্থাপক রাফসান সাবাব লিখেছেন, যন্ত্রণাগ্রস্থ তোমার মন-মাথা দেখা থেকে সুদর্শনা সঙ্গীর দ্বারা তোমার হৃদয় জয় করে নেওয়া দেখছি, এর চেয়ে বেশি খুশির কিছু হতে পারে না। এটা নতুন এক গল্পের সূচনা হোক। ভালোবাসা, শান্তি আর আনন্দে থাকো। শুভেচ্ছা দুজনকে।

কনটেন্ট ক্রিয়েটর ও শিক্ষক আয়মান সাদিক বলেছেন, আমি কখনও ভাবিনি এই দিনটি দেখবো। তোমাদের আনন্দিত দেখে খুব ভালো লাগছে। দুজনের সুখি-শান্তিপূর্ণ এক যাত্রার জন্য শুভকামনা রইলো।

উল্লেখ্য, সালমান মুক্তাদিরের ইউটিউব চ্যানেলের নাম ‘সালমান দ্য ব্রাউনফিশ’। ২০১২ সাল থেকে তিনি কনটেন্ট বানিয়ে আসছেন। ১৬ লাখের বেশি সাবস্ক্রাইবার রয়েছে তার চ্যানেলটিতে। ইউটিউব জগতে দেশের সফলতম কনটেন্ট ক্রিয়েটর তিনি। বলা হয়, তার নির্মিত কনটেন্ট দেখে কিংবা তাকে অনুসরণ করেই দেশে ইউটিউব-ফেসবুক কনটেন্ট ক্রিয়েশনের জোয়ার এসেছে। এজন্য অনেকে তাকে এই প্ল্যাটফর্মের ‘কিং’ বলে অভিহিত করেন। সালমান বেশ কিছু নাটকেও অভিনয় করেছেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে নামতে ভোটারদের প্রতি আহ্বান সিইসির

বিয়ে করলেন সালমান মুক্তাদির

প্রকাশের সময় : ০১:৩৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩

বিনোদন ডেস্ক : 

ইউটিউবার থেকে তারকা হয়ে ওঠা সালমান মুক্তাদির সবসময় আলোচনায় থেকেছেন একাধিক প্রেম নিয়ে। প্লে-বয় তকমাটা তার নামের সঙ্গে জুড়ে গিয়েছিল পাকাপাকিভাবে। যদিও এসব নিয়ে কখনও মাথা ঘামাননি তিনি। বরং নিজের মতো করে জীবনটা উপভোগ করে গেছেন। কেউ কিছু বলতে গেলে তাকে পাল্টা দু-চার কথা শুনিয়ে দিয়েছেন।

তবে এবার প্লে-বয় ইমেজ থেকে বেরিয়ে আসলেন সালমান। থিতু হলেন এক নারীতে। গেল রোববার (৩০ এপ্রিল) বিয়ে করেছেন তিনি। সামাজিক মাধ্যমে নিজেই এই তথ্য জানিয়েছেন এই ইউটিউবার-অভিনেতা।

মঙ্গলবার (২ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এ তথ্য জানিয়েছেন তিনি

স্ত্রীর সঙ্গে কয়েকটি ছবি ঘনিষ্ঠ ছবিও প্রকাশ করেছেন সালমান। সেসব ছবির ক্যাপশনে লিখেছেন, বাকিটা জীবনের জন্য আমার প্রিয় স্ত্রী। তবে স্ত্রীর পরিচয় প্রকাশ করেননি তিনি।

এদিকে ছবিগুলোর মন্তব্যের ঘরে শুভকামনা জানাচ্ছেন সালমানের অনুরাগীরা। দুজনের সুন্দর ভবিষ্যৎ কামনা করছেন তারা। তবে কেউ কেউ এটা বিশ্বাস করতে পারছেন না। এর পেছনে অবশ্য কারণও আছে। ভিডিওতে সাধারণত অনুরাগীদের বোকা বানানোর জন্য প্রাঙ্ক বা মজা করে থাকেন। এই বিয়ের ছবিগুলো তেমনই প্রাঙ্ক কি না—সন্দেহ তাদের।

সত্যিই যদি সালমান বিয়ে করেন, তাহলে অনেক তরুণীর মন ভাঙলেন তিনি! কারণ, একাধিক নারীতে আসক্ত থাকলেও তার প্রতি তরুণীদের ভালোবাসা ছিল অন্যরকম।

সালমানের এই পোস্টে তার ঘনিষ্ঠজন, কনটেন্ট ক্রিয়েটররা শুভেচ্ছা-ভালোবাসা জানিয়েছেন। উপস্থাপক রাফসান সাবাব লিখেছেন, যন্ত্রণাগ্রস্থ তোমার মন-মাথা দেখা থেকে সুদর্শনা সঙ্গীর দ্বারা তোমার হৃদয় জয় করে নেওয়া দেখছি, এর চেয়ে বেশি খুশির কিছু হতে পারে না। এটা নতুন এক গল্পের সূচনা হোক। ভালোবাসা, শান্তি আর আনন্দে থাকো। শুভেচ্ছা দুজনকে।

কনটেন্ট ক্রিয়েটর ও শিক্ষক আয়মান সাদিক বলেছেন, আমি কখনও ভাবিনি এই দিনটি দেখবো। তোমাদের আনন্দিত দেখে খুব ভালো লাগছে। দুজনের সুখি-শান্তিপূর্ণ এক যাত্রার জন্য শুভকামনা রইলো।

উল্লেখ্য, সালমান মুক্তাদিরের ইউটিউব চ্যানেলের নাম ‘সালমান দ্য ব্রাউনফিশ’। ২০১২ সাল থেকে তিনি কনটেন্ট বানিয়ে আসছেন। ১৬ লাখের বেশি সাবস্ক্রাইবার রয়েছে তার চ্যানেলটিতে। ইউটিউব জগতে দেশের সফলতম কনটেন্ট ক্রিয়েটর তিনি। বলা হয়, তার নির্মিত কনটেন্ট দেখে কিংবা তাকে অনুসরণ করেই দেশে ইউটিউব-ফেসবুক কনটেন্ট ক্রিয়েশনের জোয়ার এসেছে। এজন্য অনেকে তাকে এই প্ল্যাটফর্মের ‘কিং’ বলে অভিহিত করেন। সালমান বেশ কিছু নাটকেও অভিনয় করেছেন।