Dhaka শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মোদিকে দেখে মোবাইল ছুড়ে মারলেন নারী!

আন্তর্জাতিক ডেস্ক : 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে মোবাইল ফোন ছুড়েছেন বিজেপির এক নারী কর্মী। তবে কোনো খারাপ উদ্দেশ্যে ছিলো না। এমনটাই দাবি করছে কর্ণাটকের পুলিশ।

রোববার (৩০ এপ্রিল) সন্ধ্যায় ভারতের কর্ণাটক রাজ্যে নির্বাচনী প্রচারনার রোড শোয়ে এ ঘটনা ঘটে।

আগামী ১০ মে কর্ণাটকে বিধানসভা নির্বাচন। রোববার মাইসুরুতে নির্বাচনী প্রচারে হাজির হন মোদি। সন্ধ্যায় একটি রোড শোয়ে হুডখোলা গাড়িতে যাচ্ছিলেন তিনি। তার সাথে ছিলেন সাবেক মন্ত্রী কে এস ইশওয়ারাপ্পাসহ ভারতীয় জনতা পার্টি (বিজেপি) একাধিক নেতা।

সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, কর্ণাটক পুলিশের তরফে জানানো হয়েছে যে ওই নারীর কোনো খারাপ উদ্দেশ্য ছিলো না। কর্ণাটক বিধানসভা নির্বাচনের আগে রোববার (৩০ এপ্রিল) রাতে মাইসুরুতে একটি মেগা রোডশো চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার সমর্থকদের দিকে হাত নাড়ছিলেন তখন ঘটনাটি ঘটে। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) সদস্যরা সেই মহিলাকে ফোন ফিরিয়ে দিয়েছেন বলে দাবি করেছে কর্ণাটক পুলিশ।

পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, সেই বিষয়টি নজর এড়ায়নি প্রধানমন্ত্রী মোদির। দ্রুত এসপিজির কম্যান্ডোদের জানান তিনি। সংবাদসংস্থা এএনআইয়ের টুইট করা ভিডিয়োয় দেখা গিয়েছে যে মোদির গাড়িতে দু’জন এসপিজি কম্যান্ডো ছিলেন।

সংবাদসংস্থা এএনআইয়ের টুইট করা ভিডিওতে দেখা যায়, একটি ছোট টেম্পো সাজিয়ে রোড শোয়ের আয়োজন করা হয়। সঙ্গে নিরাপত্তা বাহিনীর দু’জন সদস্য ছিলেন। আর দু’জন বিজেপি নেতা ছিলেন ওই গাড়িতে।

ভিডিওতে আরও দেখা যায়, মোদির গাড়ি একটি রাস্তা ধরে যাচ্ছে। রাস্তার দুই ধারে প্রচুর মানুষ দাঁড়িয়ে। অনেকে মোদির গাড়ি লক্ষ্য করে ফুল ছুড়তে থাকেন। এরমধ্যেই হুট করে মোদির গাড়ির লক্ষ্য করে একটি মোবাইল ছোড়া হয়। সেই সময় জনতার উদ্দেশে হাত নাড়াচ্ছিলেন মোদি। ঠিক হাতের সামনে দিয়ে মোবাইল বেরিয়ে যায়।

কর্ণাটক পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল (আইন-শৃঙ্খলা) অলোক কুমার বলেন, যে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব থাকে এসপিজি। ওই নারী একজন বিজেপি কর্মী। তাকে ফোন ফেরত দিয়ে দেন এসপিজি কম্যান্ডোরা। (ওই অনুষ্ঠানের) উত্তেজনার বশে তিনি ফোন ছুড়ে দেন। তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না।

পুরো ঘটনার জেরে মোদির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। মাসকয়েক আগে এই কর্ণাটকেই রোড শোয়ের সময় মোদির নিরাপত্তা বলয় ভেঙে এক ব্যক্তি ঢুকে পড়েছিলো।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে নামতে ভোটারদের প্রতি আহ্বান সিইসির

মোদিকে দেখে মোবাইল ছুড়ে মারলেন নারী!

প্রকাশের সময় : ১২:৩০:৪২ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে মোবাইল ফোন ছুড়েছেন বিজেপির এক নারী কর্মী। তবে কোনো খারাপ উদ্দেশ্যে ছিলো না। এমনটাই দাবি করছে কর্ণাটকের পুলিশ।

রোববার (৩০ এপ্রিল) সন্ধ্যায় ভারতের কর্ণাটক রাজ্যে নির্বাচনী প্রচারনার রোড শোয়ে এ ঘটনা ঘটে।

আগামী ১০ মে কর্ণাটকে বিধানসভা নির্বাচন। রোববার মাইসুরুতে নির্বাচনী প্রচারে হাজির হন মোদি। সন্ধ্যায় একটি রোড শোয়ে হুডখোলা গাড়িতে যাচ্ছিলেন তিনি। তার সাথে ছিলেন সাবেক মন্ত্রী কে এস ইশওয়ারাপ্পাসহ ভারতীয় জনতা পার্টি (বিজেপি) একাধিক নেতা।

সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, কর্ণাটক পুলিশের তরফে জানানো হয়েছে যে ওই নারীর কোনো খারাপ উদ্দেশ্য ছিলো না। কর্ণাটক বিধানসভা নির্বাচনের আগে রোববার (৩০ এপ্রিল) রাতে মাইসুরুতে একটি মেগা রোডশো চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার সমর্থকদের দিকে হাত নাড়ছিলেন তখন ঘটনাটি ঘটে। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) সদস্যরা সেই মহিলাকে ফোন ফিরিয়ে দিয়েছেন বলে দাবি করেছে কর্ণাটক পুলিশ।

পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, সেই বিষয়টি নজর এড়ায়নি প্রধানমন্ত্রী মোদির। দ্রুত এসপিজির কম্যান্ডোদের জানান তিনি। সংবাদসংস্থা এএনআইয়ের টুইট করা ভিডিয়োয় দেখা গিয়েছে যে মোদির গাড়িতে দু’জন এসপিজি কম্যান্ডো ছিলেন।

সংবাদসংস্থা এএনআইয়ের টুইট করা ভিডিওতে দেখা যায়, একটি ছোট টেম্পো সাজিয়ে রোড শোয়ের আয়োজন করা হয়। সঙ্গে নিরাপত্তা বাহিনীর দু’জন সদস্য ছিলেন। আর দু’জন বিজেপি নেতা ছিলেন ওই গাড়িতে।

ভিডিওতে আরও দেখা যায়, মোদির গাড়ি একটি রাস্তা ধরে যাচ্ছে। রাস্তার দুই ধারে প্রচুর মানুষ দাঁড়িয়ে। অনেকে মোদির গাড়ি লক্ষ্য করে ফুল ছুড়তে থাকেন। এরমধ্যেই হুট করে মোদির গাড়ির লক্ষ্য করে একটি মোবাইল ছোড়া হয়। সেই সময় জনতার উদ্দেশে হাত নাড়াচ্ছিলেন মোদি। ঠিক হাতের সামনে দিয়ে মোবাইল বেরিয়ে যায়।

কর্ণাটক পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল (আইন-শৃঙ্খলা) অলোক কুমার বলেন, যে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব থাকে এসপিজি। ওই নারী একজন বিজেপি কর্মী। তাকে ফোন ফেরত দিয়ে দেন এসপিজি কম্যান্ডোরা। (ওই অনুষ্ঠানের) উত্তেজনার বশে তিনি ফোন ছুড়ে দেন। তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না।

পুরো ঘটনার জেরে মোদির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। মাসকয়েক আগে এই কর্ণাটকেই রোড শোয়ের সময় মোদির নিরাপত্তা বলয় ভেঙে এক ব্যক্তি ঢুকে পড়েছিলো।