Dhaka শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ফের বাবা হচ্ছেন অর্জুন রামপাল

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:৪১:১০ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩
  • ১৯৬ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

ফের মা হতে চলেছেন অর্জুন রামপালের বান্ধবী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস! শনিবার (২৯ এপ্রিল) বেবিবাম্পের ফটোশ্যুটের ছবি পোস্ট করেছেন গ্যাব্রিয়েলা। আর তারপরই তার ফের মা হতে চলার খবর ছড়িয়ে পড়ে। ফটোশ্যুটে বাদামী রঙের গাউনে ধরা দিয়েছেন গ্যাব্রিয়েলা। হাত রেখেছেন বেবি বাম্পে। এপর্যন্ত তো ঠিকই ছিল, তবে তার ক্যাপশান ঘিরে কিছুটা সংশয়ে নেট পাড়ার বাসিন্দারা।

দীর্ঘ দিনের প্রেমিকা মডেল ও অভিনেত্রী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়েডসের সঙ্গে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় এই তারকা জুটি। এই দম্পতির আরিক নামে একটি ছেলেও রয়েছে।

নিজের ইনস্টাগ্রামে দুটি ছবি প্রকাশ করেছেন গ্যাব্রিয়েলা। সেখানে দেখা গেছে, বাদামী রংয়ের গাউন পরে আছেন গ্যাব্রিয়েলা। কাঁধে ছড়ানো ঘন কালো চুল। আলতো হাতে স্পর্শ করে রয়েছেন নিজের স্ফীতোদর। ছবি দেখে মনে হচ্ছে সন্তান ধারণের খবর দিতেই নিজেকে নেট দুনিয়ায় এভাবে মেলে ধরেছেন তিনি।

ক্যাপশনে লিখেছেন, ‘বাস্তবতা নাকি এআই?’ তার এই পোস্টে শুভকামনা জানিয়েছেন কাজল আগরওয়াল, মালাইকা অরোরা, মৌনি রায়, অ্যামি জ্যাকসনের মতো ইন্ডাস্ট্রির অনেকেই। পোস্টের প্রতিক্রিয়ায় অর্জুন রামপাল হার্ট ইমোজি এবং একটি দুষ্টু চোখের ইমোজি দিয়েছেন।

অ্যামি জ্যাকসন আনন্দ প্রকাশ করে লেখেন, ‘ওহ আমার প্রেমিকা! আপনি এবং আপনার সুন্দর পরিবারের জন্য অনেক খুশি।’ অভিনেত্রী কাজল আগরওয়াল ও মৌনি রায় লেখেন, ‘অভিনন্দন’। তাদের পাশাপাশি অভিনেত্রী দিব্যা দত্ত, প্রাক্তন অভিনেত্রী অমৃতা অরোরাও শুভেচ্ছা জানিয়েছেন হবু মাকে।

প্রসঙ্গত, ২০১৮ সালে হৃদয়ঘটিত সম্পর্কে জড়ান অর্জুন-গ্যাব্রিয়েলা। ২০১৯ সালে প্রাক্তন স্ত্রী মেহর জেসিয়ার সঙ্গে প্রায় দুই দশকের দাম্পত্য জীবনে ইতি টানেন তিনি। অর্জুন ও জেসিয়ার ঘরে আছে দুই মেয়ে; মাহিকা রামপাল ও ময়রা রামপাল। এদিকে প্রথম স্ত্রীর সঙ্গে লেনাদেনা চুকানোর কয়েক মাস পরই অর্জুন ও গ্যাব্রিয়েলার কোলে আসে তাদের প্রথম সন্তান অ্যারিক। তার তিন বছর পর দ্বিতীয় সন্তান আসতে চলেছে এ জুটির ঘরে। তবে কাগজে কলমে এখনও জীবনসঙ্গী হননি অর্জুন-গ্যাব্রিয়েলা। হৃদয়ের ওপর নির্ভর করেই বেঁধেছেন সংসার।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে নামতে ভোটারদের প্রতি আহ্বান সিইসির

ফের বাবা হচ্ছেন অর্জুন রামপাল

প্রকাশের সময় : ০১:৪১:১০ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩

বিনোদন ডেস্ক : 

ফের মা হতে চলেছেন অর্জুন রামপালের বান্ধবী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস! শনিবার (২৯ এপ্রিল) বেবিবাম্পের ফটোশ্যুটের ছবি পোস্ট করেছেন গ্যাব্রিয়েলা। আর তারপরই তার ফের মা হতে চলার খবর ছড়িয়ে পড়ে। ফটোশ্যুটে বাদামী রঙের গাউনে ধরা দিয়েছেন গ্যাব্রিয়েলা। হাত রেখেছেন বেবি বাম্পে। এপর্যন্ত তো ঠিকই ছিল, তবে তার ক্যাপশান ঘিরে কিছুটা সংশয়ে নেট পাড়ার বাসিন্দারা।

দীর্ঘ দিনের প্রেমিকা মডেল ও অভিনেত্রী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়েডসের সঙ্গে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় এই তারকা জুটি। এই দম্পতির আরিক নামে একটি ছেলেও রয়েছে।

নিজের ইনস্টাগ্রামে দুটি ছবি প্রকাশ করেছেন গ্যাব্রিয়েলা। সেখানে দেখা গেছে, বাদামী রংয়ের গাউন পরে আছেন গ্যাব্রিয়েলা। কাঁধে ছড়ানো ঘন কালো চুল। আলতো হাতে স্পর্শ করে রয়েছেন নিজের স্ফীতোদর। ছবি দেখে মনে হচ্ছে সন্তান ধারণের খবর দিতেই নিজেকে নেট দুনিয়ায় এভাবে মেলে ধরেছেন তিনি।

ক্যাপশনে লিখেছেন, ‘বাস্তবতা নাকি এআই?’ তার এই পোস্টে শুভকামনা জানিয়েছেন কাজল আগরওয়াল, মালাইকা অরোরা, মৌনি রায়, অ্যামি জ্যাকসনের মতো ইন্ডাস্ট্রির অনেকেই। পোস্টের প্রতিক্রিয়ায় অর্জুন রামপাল হার্ট ইমোজি এবং একটি দুষ্টু চোখের ইমোজি দিয়েছেন।

অ্যামি জ্যাকসন আনন্দ প্রকাশ করে লেখেন, ‘ওহ আমার প্রেমিকা! আপনি এবং আপনার সুন্দর পরিবারের জন্য অনেক খুশি।’ অভিনেত্রী কাজল আগরওয়াল ও মৌনি রায় লেখেন, ‘অভিনন্দন’। তাদের পাশাপাশি অভিনেত্রী দিব্যা দত্ত, প্রাক্তন অভিনেত্রী অমৃতা অরোরাও শুভেচ্ছা জানিয়েছেন হবু মাকে।

প্রসঙ্গত, ২০১৮ সালে হৃদয়ঘটিত সম্পর্কে জড়ান অর্জুন-গ্যাব্রিয়েলা। ২০১৯ সালে প্রাক্তন স্ত্রী মেহর জেসিয়ার সঙ্গে প্রায় দুই দশকের দাম্পত্য জীবনে ইতি টানেন তিনি। অর্জুন ও জেসিয়ার ঘরে আছে দুই মেয়ে; মাহিকা রামপাল ও ময়রা রামপাল। এদিকে প্রথম স্ত্রীর সঙ্গে লেনাদেনা চুকানোর কয়েক মাস পরই অর্জুন ও গ্যাব্রিয়েলার কোলে আসে তাদের প্রথম সন্তান অ্যারিক। তার তিন বছর পর দ্বিতীয় সন্তান আসতে চলেছে এ জুটির ঘরে। তবে কাগজে কলমে এখনও জীবনসঙ্গী হননি অর্জুন-গ্যাব্রিয়েলা। হৃদয়ের ওপর নির্ভর করেই বেঁধেছেন সংসার।