স্পোর্টস ডেস্ক :
একাদশে ফিরেই ব্যাট হাতে ঝড় তুললেন রহমুল্লাহ গুরবাজ। শেষদিকে আন্দ্রে রাসেলও রাখলেন দারুণ ভূমিকা। তাতে ভর করে লড়াকু সংগ্রহ পেয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু শেষ পর্যন্ত তাদের ঝড় ম্লান করে গুজরাট টাইটান্সকে জয় এনে দিলেন বিজয় শঙ্কর ও ডেভিড মিলার। ঘরের মাঠে হারতে হয়েছে ৭ উইকেটের বড় ব্যবধানে। ৯ ম্যাচে এটা নাইটদের ৬ষ্ঠ হার।
শনিবার (২৯ এপ্রিল) কলকাতার ইডেন গার্ডেনে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৭৯ রান তোলে কলকাতা। নারায়ণ জগদীশন (১৯) যথারীতি বড় স্কোর করতে ব্যর্থ। তবে একাদশে ফিরে রহমানুল্লাহ গুরবাজ খেলেন ৩৯ বলে ৮১ রানের বিস্ফোরক ইনিংস। ২০৭.৬৯ স্ট্রাইকরেটের ইনিংসে ছিল ৫টি চার এবং ৭টি ছক্কার মার।
শেষ দিকে আন্দ্রে রাসেল ১৯ বলে ৩৪ রান করেন। রিংকু সিং করেন ২০ বলে ১৯! এছাড়া আর কেউ উল্লেখযোগ্য স্কোর গড়তে পারেননি। ৩৩ রানে ৩ উইকেট নেন মোহাম্মদ শামি।
রান তাড়ায় নেমে গুজরাট টাইটান্সকে বিস্ফোরক শুরু এনে দেন ঋদ্ধিমান সাহা এবং শুভমান গিল। ৪১ রানের উদ্বোধনী জুটি ভাঙে ঋদ্ধিমানের (১০) বিদায়ে। তবে শুভমান ৩৫ বলে ৪৯ রানের কার্যকর ইনিংস উপহার দেন। তিনে নেমে অধিনায়ক হার্দিক পান্ডিয়া খেলেন ২০ বলে ২৬ রানের ইনিংস।
এরপর ৮৭ রানের অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটিতে গুজরাটকে জয়ের বন্দরে পৌঁছে দেন বিজয় শংকর এবং ডেভিড মিলার (১৮ বলে ৩২)। দুজনের মধ্যে বিজয় শংকর ২৪ বলে ২ চার ৫ ছক্কায় ৫১* রান করেন। আর মিলার খেলেন ১৮ বলে ২টি করে চার-ছক্কায় ৩২* রানের ইনিংস।
৮ ম্যাচে ৬ষ্ঠ জয়ে শীর্ষে গুজরাট টাইটান্স।
কেকেআরের বিপক্ষে দুর্দান্ত এই জয়ে ৮ ম্যাচে ৬ষ্ঠ জয়ে পয়েন্ট টেবিলেও শীর্ষে উঠে গেছে গুজরাট টাইটান্স। ৮ ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে অন্যদের চেয়ে এগিয়ে রইলো হার্দিক পান্ডিয়ার দল। সমান ম্যাচে ১০ পয়েন্ট করে রয়েছে তিন দলের। রাজস্থান রয়্যালস, লখনৌ সুপার জায়ান্টস এবং চেন্নাই সুপার কিংস।