নিজস্ব প্রতিবেদক :
পাবনার চাটমোহর উপজেলার কাটাখালী এলাকার তেনাচিড়া-গাড়ফা রাস্তার কান্দিপাড়ায় সেতুর মাথায় ধসে যাওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। সেতুর মাথায় ঢালাই ধসে বেরিয়ে পড়েছে রড। এ অবস্থায় এলাকার যাতায়াত ব্যবস্থায় হাজারো মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
কাটাখালী এলাকায় সপ্তাহে দু’দিন হাট বসে। ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের ফসল কিনে ট্রাক ও পিকআপে দেশের বিভিন্ন এলাকায় নিয়ে যান। গুরুত্বপূর্ণ এ রাস্তায় বড় ও মাঝারি যানবাহন চলাচল বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে যানবাহন চালকসহ ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের।
সরেজমিনে দেখা যায়, চাটমোহরের মথুরাপুর ইউনিয়নের তেনাচিড়া মোড় থেকে মথুরাপুর বাজার-আনকুটিয়া-কাটাখালী বাজার-কান্দিপাড়া হয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রায় ১২ কিলোমিটার রাস্তা রয়েছে।
রাস্তাটি নাটোরের গারফা এলাকায় জোনাইল-রাজাপুর সড়কে মিশেছে। এ রাস্তার কান্দিপাড়া এলাকায় প্রায় ৫০ বছর আগে একটি সেতু নির্মাণ করা হয়। কান্দিপাড়ায় সেতুটি ইতোপূর্বে ভেঙেচুরে যাওয়ায় ভোগান্তি থেকে বাঁচতে স্থানীয়রা নিজেদের অর্থায়নে সংস্কারও করেছিলেন। গত কয়েকদিনে ওই সেতু পশ্চিম অংশে ফের ভাঙন দেখা দিয়েছে এবং ক্রমশই তা বৃদ্ধি পাচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে এ সেতুর ওপর দিয়ে পথচারী ও ছোট ছোট যানবাহন কোনো রকমে চলাচল করলেও প্রাইভেটকার, ট্রাক, বাস, অটোভ্যান, পিকআপ, নসিমন, করিমনসহ অন্যান্য যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
এ ব্যাপারে কাটাখালী গ্রামের বাসিন্দা এম.এ আলীম আব্দুল্লাহ বলেন, সেতুর কিছু অংশ ধসে যাওয়ায়, বড় ও মাঝারি যানবাহন চলাচল বন্ধ রয়েছে। কোনো রকমে মানুষ, সাইকেল, মোটরসাইকেল, ভ্যান চলাচল করছে এ সেতুর ওপর দিয়ে। এখানে ছোটখাট দুর্ঘটনা ঘটছে প্রায়শই। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
এ ব্যাপারে ডিবিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম হোসাইন জানান, আমি উপজেলা পরিষদে বিষয়টি উপস্থাপন করেছি। পুরাতন এ স্থানে নতুন সেতু করা দরকার। এছাড়া তেনাচিড়া-গারফা সড়কটি সম্প্রসারণও অতীব জরুরি।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, ভাঙ্গা সেতুটির ব্যাপারে খোঁজ খবর নিতে লোকজন পাঠানো হয়েছে। চলাচলের জন্য সেতুটি জরুরি মেরামতের ব্যবস্থা করা হবে। উর্ব্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। রাস্তাটি সংস্কার ও সম্প্রসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।