Dhaka রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:৪৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
  • ১৯৯ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

ব্যাটিং ব্যর্থতা যেন বাংলাদেশের নারী ক্রিকেট দলের ‘ব্র্যান্ড’ হয়ে দাঁড়িয়েছে। বোলিংটা ভালো হলেও ব্যাটিংয়ে নিয়মিত ভুগতে হচ্ছে নিগার সুলতানাদের। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) একমাত্র প্রস্তুতি ম্যাচেও তাদের পুরোনো সেই রোগে ভুগতে দেখা গেছে। দশ নম্বরে নামা অভিজ্ঞ অলরাউন্ডার সালমা খাতুনের ৩২ রানের সুবাদে বাংলাদেশ কোনও মতে ১১৬ রান করতে পেরেছে। জবাবে খেলতে নেমে শ্রীলঙ্কান বোর্ড প্রেসিডেন্ট একাদশ বাংলাদেশের বোলিং তোপে ৮৯ রানে অলআউট হয়েছে। তাতে ২৭ রানের জয় পেয়েছে সফরকারী দল।

কলম্বোর পি সারা ওভালে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশ। ৩৮.১ ওভার ব্যাটিং করে লাল-সবুজ জার্সিধারীরা স্বাগতিকদের ১১৭ রানের লক্ষ্য দেয়। তবে সহজ এই লক্ষ্য টপকাতে পারেনি লঙ্কান বোর্ড প্রেসিডেন্ট একাদশ।

লেগস্পিনার ফাহিমা খাতুন ও বাঁহাতি স্পিনার নাহিদা আক্তারের ঘূর্ণিজাদুতে ছত্রখান হয়েছে লঙ্কানদের ব্যাটিং লাইনআপ। এই দুই স্পিনারের পাশাপাশি পেসার দিশা বিশ্বাসও আলো ছড়িয়েছেন। স্বাগতিক ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ২৪ রান আসে উমাশা থিমেশানির ব্যাট থেকে। আট নম্বরে নেমে মধুশিকা মেথতানন্দ ১৮ রানের ইনিংস খেলেছেন। এর বাইরে লঙ্কান কোনও ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ইনজুরির কারণে শেষ দুই ব্যাটার ব্যাটিংয়ে না নামলে লঙ্কান ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশের ইনিংস ৩৩.৪ ওভারে ৮৯ রানে থেমেছে।

বাংলাদেশের বোলারদের মধ্যে লেগস্পিনার ফাহিমা ২২ রানে নেন চারটি উইকেট। পেসার দিশা ও বাঁহাতি স্পিনার নাহিদা দুটি করে উইকেট নিয়েছেন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ছিল অস্বস্তিকর। দলীয় ৩০ রানের মধ্যে টপ অর্ডারের ৫ ব্যাটারকে হারিয়ে কোণঠাসা বাংলাদেশকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেছেন লতা মণ্ডল ও নাহিদা আক্তার। দু’জন মিলে ৪৫ বল খেললেও খুব বেশি অবদান রাখতে পারেননি। লতা ১২ বলে ৬ রান করে আউট হওয়ার পর নাহিদা ৩৩ বলে ৯ রান করে আউট হয়েছেন। এর আগে অধিনায়ক কেবল (১১) দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পেরেছিলেন। ৩১ বলে ১৭ রান করে রিতু মনি যখন আউট হন, বাংলাদেশের রান তখন ৬৮। দশম উইকেটে সালমা খাতুন ও জাহানারার ৪৮ রানের জুটিতে বাংলাদেশ দল কোনও রকমে একশো ছাড়িয়েছে। সালমা ৬০ বলে ৩২ রান করে আউট হলেও জাহানারা ৩৮ বলে ১৬ রানে অপরাজিত ছিলেন। সবমিলিয়ে ৩৮.১ ওভারে ১১৬ রান করে থামে বাংলাদেশ।

লঙ্কান বোলারদের মধ্যে মধুশিকা মেথতানন্দ ও থারুকা শেহান দুটি করে উইকেট নিয়েছেন।

প্রস্তুতি ম্যাচ বলেই হয়তো প্রতিপক্ষ শিবির হালকা মেজাজে থেকেছে। তবে মূল ম্যাচে এমন ব্যাটিং পারফরম্যান্স হলে সফরকারীদের কঠিন পরিস্থিতিতেই পড়তে হবে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে কলম্বোতে শনিবার (২৯ এপ্রিল) প্রথম ওয়ানডে মুখোমুখি হবে দুই দল। এরপর ২ এবং ৪ মে অনুষ্ঠিত হবে দ্বিতীয় এবং শেষ ওয়ানডে। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি এসএসসি গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে আগামী ৯, ১১ ও ১২ মে।

 

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

জোর করে চাপিয়ে দেয়া শিক্ষা সম্ভাবনা নষ্ট করে দেয় : হাসনাত আব্দুল্লাহ

প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ

প্রকাশের সময় : ০৭:৪৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

ব্যাটিং ব্যর্থতা যেন বাংলাদেশের নারী ক্রিকেট দলের ‘ব্র্যান্ড’ হয়ে দাঁড়িয়েছে। বোলিংটা ভালো হলেও ব্যাটিংয়ে নিয়মিত ভুগতে হচ্ছে নিগার সুলতানাদের। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) একমাত্র প্রস্তুতি ম্যাচেও তাদের পুরোনো সেই রোগে ভুগতে দেখা গেছে। দশ নম্বরে নামা অভিজ্ঞ অলরাউন্ডার সালমা খাতুনের ৩২ রানের সুবাদে বাংলাদেশ কোনও মতে ১১৬ রান করতে পেরেছে। জবাবে খেলতে নেমে শ্রীলঙ্কান বোর্ড প্রেসিডেন্ট একাদশ বাংলাদেশের বোলিং তোপে ৮৯ রানে অলআউট হয়েছে। তাতে ২৭ রানের জয় পেয়েছে সফরকারী দল।

কলম্বোর পি সারা ওভালে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশ। ৩৮.১ ওভার ব্যাটিং করে লাল-সবুজ জার্সিধারীরা স্বাগতিকদের ১১৭ রানের লক্ষ্য দেয়। তবে সহজ এই লক্ষ্য টপকাতে পারেনি লঙ্কান বোর্ড প্রেসিডেন্ট একাদশ।

লেগস্পিনার ফাহিমা খাতুন ও বাঁহাতি স্পিনার নাহিদা আক্তারের ঘূর্ণিজাদুতে ছত্রখান হয়েছে লঙ্কানদের ব্যাটিং লাইনআপ। এই দুই স্পিনারের পাশাপাশি পেসার দিশা বিশ্বাসও আলো ছড়িয়েছেন। স্বাগতিক ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ২৪ রান আসে উমাশা থিমেশানির ব্যাট থেকে। আট নম্বরে নেমে মধুশিকা মেথতানন্দ ১৮ রানের ইনিংস খেলেছেন। এর বাইরে লঙ্কান কোনও ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ইনজুরির কারণে শেষ দুই ব্যাটার ব্যাটিংয়ে না নামলে লঙ্কান ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশের ইনিংস ৩৩.৪ ওভারে ৮৯ রানে থেমেছে।

বাংলাদেশের বোলারদের মধ্যে লেগস্পিনার ফাহিমা ২২ রানে নেন চারটি উইকেট। পেসার দিশা ও বাঁহাতি স্পিনার নাহিদা দুটি করে উইকেট নিয়েছেন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ছিল অস্বস্তিকর। দলীয় ৩০ রানের মধ্যে টপ অর্ডারের ৫ ব্যাটারকে হারিয়ে কোণঠাসা বাংলাদেশকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেছেন লতা মণ্ডল ও নাহিদা আক্তার। দু’জন মিলে ৪৫ বল খেললেও খুব বেশি অবদান রাখতে পারেননি। লতা ১২ বলে ৬ রান করে আউট হওয়ার পর নাহিদা ৩৩ বলে ৯ রান করে আউট হয়েছেন। এর আগে অধিনায়ক কেবল (১১) দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পেরেছিলেন। ৩১ বলে ১৭ রান করে রিতু মনি যখন আউট হন, বাংলাদেশের রান তখন ৬৮। দশম উইকেটে সালমা খাতুন ও জাহানারার ৪৮ রানের জুটিতে বাংলাদেশ দল কোনও রকমে একশো ছাড়িয়েছে। সালমা ৬০ বলে ৩২ রান করে আউট হলেও জাহানারা ৩৮ বলে ১৬ রানে অপরাজিত ছিলেন। সবমিলিয়ে ৩৮.১ ওভারে ১১৬ রান করে থামে বাংলাদেশ।

লঙ্কান বোলারদের মধ্যে মধুশিকা মেথতানন্দ ও থারুকা শেহান দুটি করে উইকেট নিয়েছেন।

প্রস্তুতি ম্যাচ বলেই হয়তো প্রতিপক্ষ শিবির হালকা মেজাজে থেকেছে। তবে মূল ম্যাচে এমন ব্যাটিং পারফরম্যান্স হলে সফরকারীদের কঠিন পরিস্থিতিতেই পড়তে হবে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে কলম্বোতে শনিবার (২৯ এপ্রিল) প্রথম ওয়ানডে মুখোমুখি হবে দুই দল। এরপর ২ এবং ৪ মে অনুষ্ঠিত হবে দ্বিতীয় এবং শেষ ওয়ানডে। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি এসএসসি গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে আগামী ৯, ১১ ও ১২ মে।