Dhaka শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ট্রেনের ছাদে উঠেছে মানুষ, নামিয়ে দিচ্ছে পুলিশ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১১:০৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩
  • ২৪১ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

ঈদুল ফিতরকে সামনে রেখে প্রথম দিকে নিয়ম মেনে যাত্রা করলেও বৃহস্পতিবার (২০ এপ্রিল) থেকে সেই নিয়ম আর ধরে রাখতে পারেনি রেলওয়ে। টিকিট চেকপোস্ট ভেঙ্গে হুড়মুড় করে স্টেশনে প্রবেশ করেছে বিনা টিকিটের যাত্রীরা। উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীও তাদের বাধা দিতে ব্যর্থ হয়। এতে পঞ্চগড়মুখী ট্রেন দুটি বিলম্বে স্টেশন ত্যাগ করে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে কমলাপুর রেলস্টেশনে দেখা যায় তিন নম্বর প্লাটফরমে টেন এসে দাঁড়ালে হুমড়ি খেয়ে পড়ে যাত্রীরা। উঠে পড়ে ট্রেনের ছাদে। তাদেরকে ছাদ থেকে নামাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলেন, ‘প্রথমে টিকিট ছাড়া মানুষেরা ভিড় জমাতে শুরু করে। তাদের বারবার সরিয়ে দিলেও ভিড় বাড়ে থাকে। একসময় সব বিনা টিকিটের যাত্রী এক সঙ্গে ধাক্কাধাক্কি করে ভেতরে প্রবেশ করতে শুরু করে। এতগুলো মানুষকে সামাল দেওয়া আমাদের জন্য মুশকিল হয়ে উঠেছিল।

স্টেশনের প্রবেশ মুখেই দেওয়া হয়েছে বাঁশের বেড়া। সেই বেড়া দিয়ে সারিবদ্ধভাবে দাঁড়াচ্ছে মানুষ। সেখানে এক দফা টিকিট চেক করা হচ্ছে। সেখান থেকে আরেকটু সামনে দিয়ে আরেক দফা চেক করা হচ্ছে। এরপর কেচি গেটে ঢুকতেই আরেকবার টিকিট চেক করা হচ্ছে। যাদের টিকিটের সাথে এনআইডি পাওয়া যাচ্ছে না তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। হ্যান্ডমাইকসহ স্টেশনের মাইকে বারবার বলা হচ্ছে টিকিট ছাড়া যেন কেউ না আসে।

এদিকে বিনা টিকিটের যাত্রীদের দৌরাত্ম্যে টিকিট আছে এমন যাত্রীরা ভোগান্তিতে পড়েছে। বিনা টিকিটের অনেক যাত্রী টিকিটধারী যাত্রীর আসনে বসে পড়ে। অতিরিক্ত ভিড়ের কারণে নিজের আসন পর্যন্ত যেতেও পারেননি তাদের অনেকে, ঠাঁই নিতে হয়েছে বগির গেটের কাছে।

এ বিষয়ে ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারওয়ার বলেন, এত সংখ্যক মানুষ যখন মরিয়া হয়ে উঠে তাদের কীভাবে সামাল দেওয়া যায়? আমাদের আইনশৃঙ্খলা বাহিনীরও তো সীমাবদ্ধতা রয়েছে। চাইলেই তো অ্যাকশনে যাওয়া যায় না এতগুলো মানুষের বিরুদ্ধে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে নামতে ভোটারদের প্রতি আহ্বান সিইসির

ট্রেনের ছাদে উঠেছে মানুষ, নামিয়ে দিচ্ছে পুলিশ

প্রকাশের সময় : ১১:০৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

ঈদুল ফিতরকে সামনে রেখে প্রথম দিকে নিয়ম মেনে যাত্রা করলেও বৃহস্পতিবার (২০ এপ্রিল) থেকে সেই নিয়ম আর ধরে রাখতে পারেনি রেলওয়ে। টিকিট চেকপোস্ট ভেঙ্গে হুড়মুড় করে স্টেশনে প্রবেশ করেছে বিনা টিকিটের যাত্রীরা। উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীও তাদের বাধা দিতে ব্যর্থ হয়। এতে পঞ্চগড়মুখী ট্রেন দুটি বিলম্বে স্টেশন ত্যাগ করে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে কমলাপুর রেলস্টেশনে দেখা যায় তিন নম্বর প্লাটফরমে টেন এসে দাঁড়ালে হুমড়ি খেয়ে পড়ে যাত্রীরা। উঠে পড়ে ট্রেনের ছাদে। তাদেরকে ছাদ থেকে নামাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলেন, ‘প্রথমে টিকিট ছাড়া মানুষেরা ভিড় জমাতে শুরু করে। তাদের বারবার সরিয়ে দিলেও ভিড় বাড়ে থাকে। একসময় সব বিনা টিকিটের যাত্রী এক সঙ্গে ধাক্কাধাক্কি করে ভেতরে প্রবেশ করতে শুরু করে। এতগুলো মানুষকে সামাল দেওয়া আমাদের জন্য মুশকিল হয়ে উঠেছিল।

স্টেশনের প্রবেশ মুখেই দেওয়া হয়েছে বাঁশের বেড়া। সেই বেড়া দিয়ে সারিবদ্ধভাবে দাঁড়াচ্ছে মানুষ। সেখানে এক দফা টিকিট চেক করা হচ্ছে। সেখান থেকে আরেকটু সামনে দিয়ে আরেক দফা চেক করা হচ্ছে। এরপর কেচি গেটে ঢুকতেই আরেকবার টিকিট চেক করা হচ্ছে। যাদের টিকিটের সাথে এনআইডি পাওয়া যাচ্ছে না তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। হ্যান্ডমাইকসহ স্টেশনের মাইকে বারবার বলা হচ্ছে টিকিট ছাড়া যেন কেউ না আসে।

এদিকে বিনা টিকিটের যাত্রীদের দৌরাত্ম্যে টিকিট আছে এমন যাত্রীরা ভোগান্তিতে পড়েছে। বিনা টিকিটের অনেক যাত্রী টিকিটধারী যাত্রীর আসনে বসে পড়ে। অতিরিক্ত ভিড়ের কারণে নিজের আসন পর্যন্ত যেতেও পারেননি তাদের অনেকে, ঠাঁই নিতে হয়েছে বগির গেটের কাছে।

এ বিষয়ে ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারওয়ার বলেন, এত সংখ্যক মানুষ যখন মরিয়া হয়ে উঠে তাদের কীভাবে সামাল দেওয়া যায়? আমাদের আইনশৃঙ্খলা বাহিনীরও তো সীমাবদ্ধতা রয়েছে। চাইলেই তো অ্যাকশনে যাওয়া যায় না এতগুলো মানুষের বিরুদ্ধে।