Dhaka রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ফের চেলসিকে হারিয়ে শেষ চারে রিয়াল

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৫:২৫:০২ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
  • ২০০ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

কোয়ার্টারের প্রথম লেগ জিতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে বেশ এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচটি চেলসি রিয়ালের মাঠেই খেলেছিল। তবে স্বাভাবিকভাবেই নিজেদের মাঠে তারা প্রত্যাবর্তনের গল্প লিখতে পারতো। কিন্তু হয়েছে তার উল্টো। যেখানে রিয়ালের জন্য ড্র কিংবা ১ গোল ব্যবধানে হারলেও সেমিতে ওঠার সহজ সমীকরণ ছিল, উল্টো ২-০ গোলে জয় নিয়ে রাজার মতোই তারা শিরোপা অর্জনের দিকে এগিয়ে গেল। এদিন জোড়া গোল করেছেন ব্রাজিল ফরোয়ার্ড রদ্রিগো। দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানের জয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠেছে কার্লো আনচেলত্তির শীর্ষরা।

মঙ্গলবার (১৮ এপ্রিল) চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে রিয়াল। ম্যাচের ২০ মিনিটে গোলের সুযোগ হাতছাড়া করে রিয়াল। দানি কারভাহালের কাছ থেকে বল পেয়ে দ্রুত গতির শট নিয়েছিলেন রদ্রিগো। কিন্তু চেলসির পোস্টের গা ঘেঁষে চলে যায় ব্রাজিলিয়ান রদ্রিগোর শটটি।

dhakapost

এরপর ম্যাচের ৩২ মিনিটে কারভাহালের কাছ থেকে বল পেয়ে চেলসির গোলমুখে শট নেন রিয়ালের লুকা মড্রিচ। সেটি কর্ণারের বিনিময়ে রক্ষা করেন চেলসির গোলরক্ষক কেপা আরিসাবালাগা।

প্রথমার্ধের শেষ মিনিটে রিয়ালকে গোল হজম থেকে রক্ষা করেন গোলরক্ষক থিবো কোর্তোয়ার। ডি বক্স থেকে চেলসির মার্ক কোরেইয়ার শট দারুণ দক্ষতায় ডান দিকে ঝাপিয়ে রক্ষা করেন কোর্তোয়া। শেষ পর্যন্ত গোলশুন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে শুরু থেকেই নিজেদের গুছিয়ে নিয়ে খেলতে থাকা রিয়াল গোলের দেখা পায়। ম্যাচের ৫৮ মিনিটে ডান দিক দিয়ে বল নিয়ে রদ্রিগোকে যোগান দেন ভিনিসিয়াস। বল পেয়ে গোল করতে ভুল করেননি রদ্রিগো। ১-০ গোলে এগিয়ে যায় রিয়াল। আর এই গোল করেই দর্শকদের চমকে দেন তিনি। সাধারণত গোল করার পর হাঁটু গেড়ে স্লাইড মেরে উদযাপন করেন করেন রদ্রিগো।

ফের চেলসিকে হারিয়ে শেষ চারে রিয়াল

তবে এই দিন গোল করার পর রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ‘সিউউউউউউ’ উদযাপন করেন এই ব্রাজিলিয়ান। এরপর ম্যাচে সমতা ফেরাতে আক্রমণের ধার বাড়িয়েও রিয়ালের রক্ষণদূর্গ ভাঙ্গতে পারেনি চেলসি। উল্টো ম্যাচের ৮০ মিনিটে দ্বিতীয় গোল হজম করে চেলসি।

ভিনিসিয়াসের কাছ থেকে বল পেয়ে চেলসির বিপদ সীমানায় প্রবেশ করেন মিডফিল্ডার ভালভার্দে। ডান প্রান্তে থাকা রদ্রিগোকে বল পাস দেন তিনি। বল নিয়ে বুদ্ধিমত্তার সাথে দ্বিতীয় গোল আদায় করে রদ্রিগো। রদ্রিগোর জোড়া গোলেই ২-০ ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে রিয়াল।

এই জয়ে সর্বোচ্চ ১৪টি চ্যাম্পিয়নস লিগ জেতা আনচেলত্তির দল আরেকটি শিরোপা জয়ের স্বপ্ন দেখতেই পারে। দুই লেগ মিলিয়ে রিয়ালের জয় ৪-০ গোলে। এর আগে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম লেগে ২ বা তার বেশি গোলে এগিয়ে থাকা ১৯ বারের ১৮টিতেই পরের পর্বে গেছে রিয়াল। একই ফল তারা আবারও ফিরিয়ে আনল।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জোর করে চাপিয়ে দেয়া শিক্ষা সম্ভাবনা নষ্ট করে দেয় : হাসনাত আব্দুল্লাহ

ফের চেলসিকে হারিয়ে শেষ চারে রিয়াল

প্রকাশের সময় : ০৫:২৫:০২ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

কোয়ার্টারের প্রথম লেগ জিতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে বেশ এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচটি চেলসি রিয়ালের মাঠেই খেলেছিল। তবে স্বাভাবিকভাবেই নিজেদের মাঠে তারা প্রত্যাবর্তনের গল্প লিখতে পারতো। কিন্তু হয়েছে তার উল্টো। যেখানে রিয়ালের জন্য ড্র কিংবা ১ গোল ব্যবধানে হারলেও সেমিতে ওঠার সহজ সমীকরণ ছিল, উল্টো ২-০ গোলে জয় নিয়ে রাজার মতোই তারা শিরোপা অর্জনের দিকে এগিয়ে গেল। এদিন জোড়া গোল করেছেন ব্রাজিল ফরোয়ার্ড রদ্রিগো। দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানের জয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠেছে কার্লো আনচেলত্তির শীর্ষরা।

মঙ্গলবার (১৮ এপ্রিল) চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে রিয়াল। ম্যাচের ২০ মিনিটে গোলের সুযোগ হাতছাড়া করে রিয়াল। দানি কারভাহালের কাছ থেকে বল পেয়ে দ্রুত গতির শট নিয়েছিলেন রদ্রিগো। কিন্তু চেলসির পোস্টের গা ঘেঁষে চলে যায় ব্রাজিলিয়ান রদ্রিগোর শটটি।

dhakapost

এরপর ম্যাচের ৩২ মিনিটে কারভাহালের কাছ থেকে বল পেয়ে চেলসির গোলমুখে শট নেন রিয়ালের লুকা মড্রিচ। সেটি কর্ণারের বিনিময়ে রক্ষা করেন চেলসির গোলরক্ষক কেপা আরিসাবালাগা।

প্রথমার্ধের শেষ মিনিটে রিয়ালকে গোল হজম থেকে রক্ষা করেন গোলরক্ষক থিবো কোর্তোয়ার। ডি বক্স থেকে চেলসির মার্ক কোরেইয়ার শট দারুণ দক্ষতায় ডান দিকে ঝাপিয়ে রক্ষা করেন কোর্তোয়া। শেষ পর্যন্ত গোলশুন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে শুরু থেকেই নিজেদের গুছিয়ে নিয়ে খেলতে থাকা রিয়াল গোলের দেখা পায়। ম্যাচের ৫৮ মিনিটে ডান দিক দিয়ে বল নিয়ে রদ্রিগোকে যোগান দেন ভিনিসিয়াস। বল পেয়ে গোল করতে ভুল করেননি রদ্রিগো। ১-০ গোলে এগিয়ে যায় রিয়াল। আর এই গোল করেই দর্শকদের চমকে দেন তিনি। সাধারণত গোল করার পর হাঁটু গেড়ে স্লাইড মেরে উদযাপন করেন করেন রদ্রিগো।

ফের চেলসিকে হারিয়ে শেষ চারে রিয়াল

তবে এই দিন গোল করার পর রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ‘সিউউউউউউ’ উদযাপন করেন এই ব্রাজিলিয়ান। এরপর ম্যাচে সমতা ফেরাতে আক্রমণের ধার বাড়িয়েও রিয়ালের রক্ষণদূর্গ ভাঙ্গতে পারেনি চেলসি। উল্টো ম্যাচের ৮০ মিনিটে দ্বিতীয় গোল হজম করে চেলসি।

ভিনিসিয়াসের কাছ থেকে বল পেয়ে চেলসির বিপদ সীমানায় প্রবেশ করেন মিডফিল্ডার ভালভার্দে। ডান প্রান্তে থাকা রদ্রিগোকে বল পাস দেন তিনি। বল নিয়ে বুদ্ধিমত্তার সাথে দ্বিতীয় গোল আদায় করে রদ্রিগো। রদ্রিগোর জোড়া গোলেই ২-০ ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে রিয়াল।

এই জয়ে সর্বোচ্চ ১৪টি চ্যাম্পিয়নস লিগ জেতা আনচেলত্তির দল আরেকটি শিরোপা জয়ের স্বপ্ন দেখতেই পারে। দুই লেগ মিলিয়ে রিয়ালের জয় ৪-০ গোলে। এর আগে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম লেগে ২ বা তার বেশি গোলে এগিয়ে থাকা ১৯ বারের ১৮টিতেই পরের পর্বে গেছে রিয়াল। একই ফল তারা আবারও ফিরিয়ে আনল।