Dhaka শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

পশ্চিমবঙ্গে তীব্র গরমে ৬ দিন স্কুল বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক : 

গরমে অবস্থা চরম আকার নিয়েছে। তাপমাত্রার পারদ দিন দিন বাড়ছে। এমন অবস্থায় শিক্ষার্থীদের যেন কোনো ভোগান্তি না হয় সে জন্য শিক্ষাপ্রতিষ্ঠান ছয় দিন বন্ধ ঘোষণা করেছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার।

দ্য ওয়ালের খবরে বলা হয়েছে, আগামী ২ মে থেকে গরমের ছুটি হওয়ার কথা ছিল। কিন্তু পরিস্থিতি এতটাই খারাপ যে সোমবার (১৭ এপ্রিল) থেকে শনিবার (২২ এপ্রিল) পর্যন্ত স্কুল বন্ধের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

এক সাক্ষাৎকারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, গরমে বাচ্চারা কষ্ট পাচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে আগামী সপ্তাহে এমন পরিস্থিতি থাকবে। তাই আগামী সপ্তাহটা ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মমতা বলেন, সব সরকারি এবং বেসরকারি স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করছি ছুটি দিতে। সরকার বিজ্ঞপ্তি জারি করবে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। শহরের সর্বনিম্ন তাপমাত্রা শনিবার ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, তা-ও স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। রোববার তাপমাত্রা ২৯ ডিগ্রি থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

আবহাওয়া দফতর আরো জানিয়েছে, আগামী চারদিন কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি সকল শিক্ষাপ্রতিষ্ঠানও আগামী ৬ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশিকা জারি করবে সরকার।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে নামতে ভোটারদের প্রতি আহ্বান সিইসির

পশ্চিমবঙ্গে তীব্র গরমে ৬ দিন স্কুল বন্ধ

প্রকাশের সময় : ০৪:৩৯:০২ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

গরমে অবস্থা চরম আকার নিয়েছে। তাপমাত্রার পারদ দিন দিন বাড়ছে। এমন অবস্থায় শিক্ষার্থীদের যেন কোনো ভোগান্তি না হয় সে জন্য শিক্ষাপ্রতিষ্ঠান ছয় দিন বন্ধ ঘোষণা করেছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার।

দ্য ওয়ালের খবরে বলা হয়েছে, আগামী ২ মে থেকে গরমের ছুটি হওয়ার কথা ছিল। কিন্তু পরিস্থিতি এতটাই খারাপ যে সোমবার (১৭ এপ্রিল) থেকে শনিবার (২২ এপ্রিল) পর্যন্ত স্কুল বন্ধের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

এক সাক্ষাৎকারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, গরমে বাচ্চারা কষ্ট পাচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে আগামী সপ্তাহে এমন পরিস্থিতি থাকবে। তাই আগামী সপ্তাহটা ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মমতা বলেন, সব সরকারি এবং বেসরকারি স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করছি ছুটি দিতে। সরকার বিজ্ঞপ্তি জারি করবে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। শহরের সর্বনিম্ন তাপমাত্রা শনিবার ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, তা-ও স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। রোববার তাপমাত্রা ২৯ ডিগ্রি থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

আবহাওয়া দফতর আরো জানিয়েছে, আগামী চারদিন কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি সকল শিক্ষাপ্রতিষ্ঠানও আগামী ৬ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশিকা জারি করবে সরকার।