Dhaka শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নতুন বছরের শুরুতে দুর্ঘটনার শিকার মিমি

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:০৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩
  • ২০১ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

নতুন বছরের শুরুটা একদম ভালো হল না টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর। শুক্রবার (১৪ এপ্রিল) রাতে যখন সবাই নতুন বছরকে স্বাগত জানাতে ব্যস্ত, তখনই দুর্ঘটনার শিকার টলি অভিনেত্রী। এটি কোনো সিনেমার ঘটনা না, বাস্তবেই শারীরিকভাবে আহত হয়েছেন মিমি। ঘটনাটি সামাজিক মাধ্যমে জানিয়েছেন তিনি।

চৈত্রের শেষ দিনে যখন সবাই ব্যস্ত নতুন বছরের কেনাকাটা করতে ঠিক তখনই নায়িকার বাড়িতে ঘটেছে অঘটন। মাটিতে ছোপ ছোপ রক্তের দাগ। ইনস্টাগ্রাম স্টোরিতে ভিডিও শেয়ার করেছেন মিমি, যা দেখে শিউরে উঠল ভক্তরা। সংক্রান্তির দিনে কী এমন ঘটল মিমির সঙ্গে?

ছোট্ট ভিডিওতে দেখা যাচ্ছে, মিমির ঘরের সাদা মেঝেতে পড়ে চাপ চাপ রক্ত। বরফ ভর্তি সাদা বাটিও লাল হয়ে গিয়েছে। নায়িকার হাতের আঙুল দিয়ে গলগল করে রক্ত ঝরছে, যা দেখতে সত্যি আঁতকে উঠবেন। ভিডিও ক্যাপশনে মিমি লিখেছেন, ‘আর এটা ঘটে গেলচিয়ার্স’।

এর আগে মিমি ইনস্টাগ্রামে আম খাওয়ার ছবি দিয়েছিলেন। লোভনীয় আমের ছবি দেখে অনেকেই মন্তব্য করেছিলেন, ‘এই আম দেখেই খেতে ইচ্ছে করছে।’ এরপরই মিমি কাটা হাতের ছবি দেন।

ছবি দেখে বোঝা যাচ্ছে, তার আঙুল এমনভাবই কেটেছে যে ক্ষত অনেকটা গভীর। রক্ত যেন বন্ধ হতেই চাইছে না। শেষে বরফে আঙুল ডুবিয়ে বসেছিলেন নায়িকা। এমন ছবি দেখে মন খারাপ মিমির ভক্তদের।

তবে কি চৈত্রের গরমে আম কাটতে গিয়ে হাত কেটেছে মিমির? সেই ছবিই কি ভাগ করে নিয়েছেন নেট দুনিয়ায়? এ বিষয়ে কিছু জানাননি অভিনেত্রী।

দীর্ঘ সময় ধরেই রক্তপাতের যন্ত্রণা সহ্য় করতে হয়েছে। শেষে আঙুলে বরফ চেপে যন্ত্রণা লাঘবের চেষ্টায় মিমি। নববর্ষের শুরুটা এমনভাবে হবে তা দুঃস্বপ্নেও ভাবেননি মিমি, তার এই দশা দেখে মন খারাপ অনুরাগীদেরও।

সবে ‘রক্তবীজ’-এর শুটিং শেষ করেছেন মিমি। এই সিনেমার সুবাদে ফের একবার শিবপ্রসাদ-নন্দিতার সিনেমাতে এই টলি সুন্দরী। এর আগে ‘পোস্ত’ সিনেমাতে এবং তার হিন্দি সংস্করণেও (মুক্তির অপেক্ষায়) ‘উইন্ডোজ’-এর সঙ্গে কাজ করেছেন মিমি। দু-দিন আগেই ‘রক্তবীজ’-এর শুটিং শেষ করেছেন মিমি-আবিররা।

হ্যাঁ, এই সিনেমাতে মিমির সঙ্গে দেখা মিলবে আবির চট্টোপাধ্যায়ের। দুর্গাপূজায় মুক্তি পাবে ‘রক্তবীজ’। বক্স অফিসে মিমির শেষ রিলিজ ছিল ‘খেলা যখন’। আজকাল খুব বেছে বেছে কাজ করেন মিমি। ‘রক্তবীজ’ নিয়ে উত্তেজিত নায়িকা, তার কথায় ‘ওয়ার্ল্ড ক্লাস সিনেমা নিয়ে হাজির হচ্ছি’।

 

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে নামতে ভোটারদের প্রতি আহ্বান সিইসির

নতুন বছরের শুরুতে দুর্ঘটনার শিকার মিমি

প্রকাশের সময় : ০৪:০৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩

বিনোদন ডেস্ক : 

নতুন বছরের শুরুটা একদম ভালো হল না টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর। শুক্রবার (১৪ এপ্রিল) রাতে যখন সবাই নতুন বছরকে স্বাগত জানাতে ব্যস্ত, তখনই দুর্ঘটনার শিকার টলি অভিনেত্রী। এটি কোনো সিনেমার ঘটনা না, বাস্তবেই শারীরিকভাবে আহত হয়েছেন মিমি। ঘটনাটি সামাজিক মাধ্যমে জানিয়েছেন তিনি।

চৈত্রের শেষ দিনে যখন সবাই ব্যস্ত নতুন বছরের কেনাকাটা করতে ঠিক তখনই নায়িকার বাড়িতে ঘটেছে অঘটন। মাটিতে ছোপ ছোপ রক্তের দাগ। ইনস্টাগ্রাম স্টোরিতে ভিডিও শেয়ার করেছেন মিমি, যা দেখে শিউরে উঠল ভক্তরা। সংক্রান্তির দিনে কী এমন ঘটল মিমির সঙ্গে?

ছোট্ট ভিডিওতে দেখা যাচ্ছে, মিমির ঘরের সাদা মেঝেতে পড়ে চাপ চাপ রক্ত। বরফ ভর্তি সাদা বাটিও লাল হয়ে গিয়েছে। নায়িকার হাতের আঙুল দিয়ে গলগল করে রক্ত ঝরছে, যা দেখতে সত্যি আঁতকে উঠবেন। ভিডিও ক্যাপশনে মিমি লিখেছেন, ‘আর এটা ঘটে গেলচিয়ার্স’।

এর আগে মিমি ইনস্টাগ্রামে আম খাওয়ার ছবি দিয়েছিলেন। লোভনীয় আমের ছবি দেখে অনেকেই মন্তব্য করেছিলেন, ‘এই আম দেখেই খেতে ইচ্ছে করছে।’ এরপরই মিমি কাটা হাতের ছবি দেন।

ছবি দেখে বোঝা যাচ্ছে, তার আঙুল এমনভাবই কেটেছে যে ক্ষত অনেকটা গভীর। রক্ত যেন বন্ধ হতেই চাইছে না। শেষে বরফে আঙুল ডুবিয়ে বসেছিলেন নায়িকা। এমন ছবি দেখে মন খারাপ মিমির ভক্তদের।

তবে কি চৈত্রের গরমে আম কাটতে গিয়ে হাত কেটেছে মিমির? সেই ছবিই কি ভাগ করে নিয়েছেন নেট দুনিয়ায়? এ বিষয়ে কিছু জানাননি অভিনেত্রী।

দীর্ঘ সময় ধরেই রক্তপাতের যন্ত্রণা সহ্য় করতে হয়েছে। শেষে আঙুলে বরফ চেপে যন্ত্রণা লাঘবের চেষ্টায় মিমি। নববর্ষের শুরুটা এমনভাবে হবে তা দুঃস্বপ্নেও ভাবেননি মিমি, তার এই দশা দেখে মন খারাপ অনুরাগীদেরও।

সবে ‘রক্তবীজ’-এর শুটিং শেষ করেছেন মিমি। এই সিনেমার সুবাদে ফের একবার শিবপ্রসাদ-নন্দিতার সিনেমাতে এই টলি সুন্দরী। এর আগে ‘পোস্ত’ সিনেমাতে এবং তার হিন্দি সংস্করণেও (মুক্তির অপেক্ষায়) ‘উইন্ডোজ’-এর সঙ্গে কাজ করেছেন মিমি। দু-দিন আগেই ‘রক্তবীজ’-এর শুটিং শেষ করেছেন মিমি-আবিররা।

হ্যাঁ, এই সিনেমাতে মিমির সঙ্গে দেখা মিলবে আবির চট্টোপাধ্যায়ের। দুর্গাপূজায় মুক্তি পাবে ‘রক্তবীজ’। বক্স অফিসে মিমির শেষ রিলিজ ছিল ‘খেলা যখন’। আজকাল খুব বেছে বেছে কাজ করেন মিমি। ‘রক্তবীজ’ নিয়ে উত্তেজিত নায়িকা, তার কথায় ‘ওয়ার্ল্ড ক্লাস সিনেমা নিয়ে হাজির হচ্ছি’।