নিজস্ব প্রতিবেদক :
খয়রাবাদ,কীর্তনখোলা,সুগন্ধা নদীবেষ্টিত ১২ দশমিক ৫০ বর্গ মাইল আয়োতনে ৯টি ওয়ার্ড নিয়ে ঘঠিত ঝালকাঠির নলছিটি উপজেলার ৯নং দপদপিয়া ইউনিয়ন পরিষদ। বরিশালের সিটি করপোরেশনের দক্ষিণ শেষ প্রান্তে ও বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন হওয়ায় ইউনিয়নটি বেশ গুরুত্ব রয়েছে অনেকের কাছে।
অতি গুরুত্বপূর্ণ ওই ইউনিয়নটির অধিকাংশ সড়কেরই বেহাল দশা। এতে করে চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে সড়কগুলো। কাগজ কলমে ইউনিয়নের ৬০টি পাকা ও ৪০টি কাচা রাস্তার কথা উল্লেখ থাকলেও পাকা সড়কের অস্তিত্ব সংকট রয়েছে। যা কিছু পাকা রাস্তা রয়েছে তার কিছু কিছু স্থান ভেঙে দেবেও গেছে।
৯টি ওয়ার্ডে প্রায় জায়গায়ই সড়কের অবস্থা খুবই খারাপ, দীর্ঘ দিন সড়কের মেরামত কাজ না হওয়ায় সড়কগুলো অস্থিত্বহীন হয়ে পরায় মানুষের দূর্ভোগ বেড়েছে লাগামহীন। অসুস্থ রোগীসহ স্কুলের ছাত্র ছাত্রীদের বেশির ভাগ ভোগান্তি পোহাতে হয়। একটু বৃষ্টি হলেই ইউনিয়নের অনেক সড়ক হাটু সমান পানিতে ডুবে যায়। এখানের বেশির ভাগ আনাছে কানাছের সড়কের এমনই চিত্র।
এছাড়া যা কিছু রাস্তা রয়েছে তাও বিভিন্ন স্থান ভেঙে গেছে। এখনো সাকোঁ (চার) দিয়ে পারাপার হতে অনেক স্থানে। এসব এলাকায় বর্ষা মৌসুমে ভোগান্তি বেড়ে যায় বহুগুণ। সুগন্ধা নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে একটু পানি বৃদ্ধি হলেই প্লাবিত হয় অনেক গ্রাম।
৪নং ওয়ার্ডের বাসিন্দা রুস্তুম আলি খা বলেন, নরউত্তমপুর হইতে গোহালকাঠি প্রধান সড়কটি দীর্ঘ ১০ বছরেও মেরামত হয়নি হেরিংবনের রাস্তাটির বিভিন্ন স্থানের ইট না থাকায় চলাচলের অনুপযোগী হয়ে পরেছে।
গোহালকাঠি গ্রামের সাব্বির বলেন, আমাদের এলাকার ছোট বড় বেশির ভাগ রাস্তারই খারাপ অবস্থা একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যায়। আমাদের গোহালকাঠি হতে কান্ডপাশা ক্লিনিকের প্রধান রাস্তাটির খুব খারাপ যা জন দুর্ভোগ সৃষ্টি করেছে।
দপদপিয়া ইউনিয়ন পরিষোদ চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধা বলেন, পরিষদের আওতায় যে সকল কাচা মাটির রাস্তা রয়েছে সেগুলো ৪০ দিনের কর্মসূচির আওতায় মেরামত করা হচ্ছে ।আর বাকি যে রাস্তা গুলো তৈরি বা নির্মাণ করা প্রয়োজন সে গুলোর তালিকা আমরা ঊর্ধতন কর্মকর্তাদেরকাছে পাঠিয়েছি।