Dhaka শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

এবারেও চাঁদরাতে আসছে জেমসের গান

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:৫১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩
  • ১৯৮ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

গেল রোজার ঈদ ভক্তদের সুখবর দেন নগর বাউল’খ্যাত ব্যান্ড তারকা জেমস। প্রায় এক যুগ পর প্রকাশ করেন নতুন গান ‘আই লাভ ইউ’। গানটি প্রকাশের পরই জেমস ভক্তের মাঝে বাঁধভাঙ্গা উল্লাস লক্ষ্য করা যায়। আর মুহূর্তের মধ্যেই তাদের মন জয় করে নেয় ‘আই লাভ ইউ’। জেমস ভক্তের অপেক্ষায় ছিল আবার কবে আসবে প্রিয় শিল্পীর নতুন গান।

অবশেষে অপেক্ষার পালা শেষ হলো এই ঈদে প্রকাশ হবে জেমস এর নতুন গান। এবারও প্রযোজনা প্রতিষ্ঠান বসুন্ধরা ডিজিটালের ব্যানারে আসছে গানটি। গানের কথা যৌথভাবে লিখেছেন জেমস ও বিশু। সুর-সংগীত জেমস।

এর আগে ২০২২ সালে বসুন্ধরা ডিজিটালের ব্যানারে প্রকাশ হয়েছিল জেমসের ‘আই লাভ ইউ’। গানটি গায়কের সঙ্গে যৌথভাবে লিখেছিলেন বিশু। প্রখ্যাত এই গীতিকার প্রয়াত হয়েছেন সম্প্রতি।

তবে এবারের প্রকাশ হতে যাওয়া গান কে লিখেছেন তা জানা যায়নি। গানের নাম কি সেটা জানা যায়নি। গানের নাম ভক্তদের জন্য সারপ্রাইজ হিসেবে রাখা হয়েছে বলে জেমসের ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন।

তিনি বলেন, গেল বছরের রোজার ঈদেও জেমসের গানটি ছিল ভক্তদের জন্য চমক। সেই ধারাবাহিকতা রাখা হয়েছে এবারেও। আশা করি জেমস ভক্তরা গানটি গ্রহণ করবেন।

নগর বাউল’খ্যাত এই ব্যান্ড তারকা বলেন, ভক্তদের কথা দিয়েছিলাম এখন থেকে উৎসবে তাদের নতুন গান উপহার দেব। সে কথা রাখতে নতুন গান বাধলাম। আশা করি এই গানটি সবার ভালো লাগবে।

আগামী ১৭ তারিখ আনুষ্ঠানিকভাবে গানের শিরোনাম ও সব বিষয় নিয়ে কথা বলবেন জেমস।

পুরো নাম ফারুক মাহফুজ আনাম জেমস। ছোট থেকেই হয়তো বাউন্ডুলেপনা পেয়ে বসেছিল তাকে। উত্তরবঙ্গের এই ছেলে নওগাঁর পত্নীতলায় জন্মগ্রহণ করেন। বাবা ছিলেন সরকারি চাকরিজীবী, সেই সূত্রে ছোটবেলা থেকেই দেশের বিভিন্ন জেলায় বাবার সঙ্গেই ঘুরে বেড়াতে হতো।

বাবা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারমান হলেন আর তাকেও থাকতে হলো চট্টগ্রামে, সেখান থেকে মাথায় উঁকি দিল নতুন পাগলামি। আর এই পাগলামিই আজ তাকে বিশ্বের মাঝে তুলে ধরেছে। মানুষ চেনে তাঁকে রকস্টার জেমস নামে।

দেশের ব্যান্ড মিউজিক ইন্ডাস্ট্রিতে দীর্ঘ সময় ধরে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন জেমস। তার মধ্যে উল্লেখযোগ্য ‘তারায় তারায়’, ‘লেইস ফিতা লেইস’, ‘সুলতানা বিবিয়ানা’, ‘হতেও পারে এই দেখা শেষ দেখা’, ‘কবিতা তুমি স্বপ্নচারিণী’, ‘দুষ্টু ছেলের দল’, ‘দিদিমণি’, ‘দুঃখিনী দুঃখ করোনা’, ‘তোর সব কিছুতে নয় ছয়’, ‘বাবা কত দিন দেখি না তোমায়’, ‘গুরু ঘর বানাইলা কী দিয়া’, ‘লিখতে পারি না কোনো গান’, ‘এক নদী যমুনা’, ‘মা’, ‘বাংলাদেশ’ ইত্যাদি।

বাংলা গানের পাশাপাশি হিন্দি গানেও দর্শক মাতিয়েছেন জেমস। পুরস্কারের ঝুলিতে রয়েছে জাতীয় চলচ্চিত্রসহ একাধিক সম্মাননা।

 

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে নামতে ভোটারদের প্রতি আহ্বান সিইসির

এবারেও চাঁদরাতে আসছে জেমসের গান

প্রকাশের সময় : ০৮:৫১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩

বিনোদন ডেস্ক : 

গেল রোজার ঈদ ভক্তদের সুখবর দেন নগর বাউল’খ্যাত ব্যান্ড তারকা জেমস। প্রায় এক যুগ পর প্রকাশ করেন নতুন গান ‘আই লাভ ইউ’। গানটি প্রকাশের পরই জেমস ভক্তের মাঝে বাঁধভাঙ্গা উল্লাস লক্ষ্য করা যায়। আর মুহূর্তের মধ্যেই তাদের মন জয় করে নেয় ‘আই লাভ ইউ’। জেমস ভক্তের অপেক্ষায় ছিল আবার কবে আসবে প্রিয় শিল্পীর নতুন গান।

অবশেষে অপেক্ষার পালা শেষ হলো এই ঈদে প্রকাশ হবে জেমস এর নতুন গান। এবারও প্রযোজনা প্রতিষ্ঠান বসুন্ধরা ডিজিটালের ব্যানারে আসছে গানটি। গানের কথা যৌথভাবে লিখেছেন জেমস ও বিশু। সুর-সংগীত জেমস।

এর আগে ২০২২ সালে বসুন্ধরা ডিজিটালের ব্যানারে প্রকাশ হয়েছিল জেমসের ‘আই লাভ ইউ’। গানটি গায়কের সঙ্গে যৌথভাবে লিখেছিলেন বিশু। প্রখ্যাত এই গীতিকার প্রয়াত হয়েছেন সম্প্রতি।

তবে এবারের প্রকাশ হতে যাওয়া গান কে লিখেছেন তা জানা যায়নি। গানের নাম কি সেটা জানা যায়নি। গানের নাম ভক্তদের জন্য সারপ্রাইজ হিসেবে রাখা হয়েছে বলে জেমসের ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন।

তিনি বলেন, গেল বছরের রোজার ঈদেও জেমসের গানটি ছিল ভক্তদের জন্য চমক। সেই ধারাবাহিকতা রাখা হয়েছে এবারেও। আশা করি জেমস ভক্তরা গানটি গ্রহণ করবেন।

নগর বাউল’খ্যাত এই ব্যান্ড তারকা বলেন, ভক্তদের কথা দিয়েছিলাম এখন থেকে উৎসবে তাদের নতুন গান উপহার দেব। সে কথা রাখতে নতুন গান বাধলাম। আশা করি এই গানটি সবার ভালো লাগবে।

আগামী ১৭ তারিখ আনুষ্ঠানিকভাবে গানের শিরোনাম ও সব বিষয় নিয়ে কথা বলবেন জেমস।

পুরো নাম ফারুক মাহফুজ আনাম জেমস। ছোট থেকেই হয়তো বাউন্ডুলেপনা পেয়ে বসেছিল তাকে। উত্তরবঙ্গের এই ছেলে নওগাঁর পত্নীতলায় জন্মগ্রহণ করেন। বাবা ছিলেন সরকারি চাকরিজীবী, সেই সূত্রে ছোটবেলা থেকেই দেশের বিভিন্ন জেলায় বাবার সঙ্গেই ঘুরে বেড়াতে হতো।

বাবা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারমান হলেন আর তাকেও থাকতে হলো চট্টগ্রামে, সেখান থেকে মাথায় উঁকি দিল নতুন পাগলামি। আর এই পাগলামিই আজ তাকে বিশ্বের মাঝে তুলে ধরেছে। মানুষ চেনে তাঁকে রকস্টার জেমস নামে।

দেশের ব্যান্ড মিউজিক ইন্ডাস্ট্রিতে দীর্ঘ সময় ধরে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন জেমস। তার মধ্যে উল্লেখযোগ্য ‘তারায় তারায়’, ‘লেইস ফিতা লেইস’, ‘সুলতানা বিবিয়ানা’, ‘হতেও পারে এই দেখা শেষ দেখা’, ‘কবিতা তুমি স্বপ্নচারিণী’, ‘দুষ্টু ছেলের দল’, ‘দিদিমণি’, ‘দুঃখিনী দুঃখ করোনা’, ‘তোর সব কিছুতে নয় ছয়’, ‘বাবা কত দিন দেখি না তোমায়’, ‘গুরু ঘর বানাইলা কী দিয়া’, ‘লিখতে পারি না কোনো গান’, ‘এক নদী যমুনা’, ‘মা’, ‘বাংলাদেশ’ ইত্যাদি।

বাংলা গানের পাশাপাশি হিন্দি গানেও দর্শক মাতিয়েছেন জেমস। পুরস্কারের ঝুলিতে রয়েছে জাতীয় চলচ্চিত্রসহ একাধিক সম্মাননা।