Dhaka শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বিরল বার্ড ফ্লুতে প্রথম মানুষের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : 

এইচ৩এন৮ বার্ড ফ্লুতে চীনে এক নারীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই প্রথম ভাইরাসটির সংক্রমণে কোনো মানুষের মৃত্যু হলো। তবে ভাইরাসের এই স্ট্রেনটি মানুষের মধ্যে সংক্রামক নয় বলেই আশ্বস্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাছাড়া এই স্ট্রেনটি সচরাচর মানুষের দেহে দেখা যায় না বলেও জানানো হয়েছে।

বুধবার (১২ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে ডব্লিউএইচও জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডংর ৫৬ বছর বয়সী এই নারী হচ্ছেন তৃতীয় ব্যক্তি যিনি এভিয়ান ইনফ্লুয়েঞ্জার এইচথ্রিএনএইট সাব-ভ্যারিয়েন্টে সংক্রামিত হয়েছেন। এই সাব-ভ্যারিয়েন্টে আক্রান্তের সবকয়টি ঘটনা চীনের। গত বছর দুজন আক্রান্ত হয়েছিলেন, তবে তারা মারা যাননি।

তবে এর আগে দু’জন আক্রান্ত হলেও মৃত্যু এই প্রথম। তবে ওই নারীর মৃত্যু সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে তার শরীরে সংক্রমণের একাধিক লক্ষণ দেখা গিয়েছিল বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।

মানুষের মধ্যে সেভাবে না ছড়ালেও এইচ৩এন৮ ভাইরাসটি পাখিদের মধ্যে খুবই সাধারণ। অন্য স্তন্যপায়ী প্রাণীদেরও এই ভাইরাসে সংক্রমিত হওয়ার কথা জানা গেছে। কিন্তু মানুষ থেকে মানুষের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা খুবই কম।

ডিব্লিউএইচও জানিয়েছে, স্থানীয় থেকে আন্তর্জাতিক পর্যায়ে এই ভাইরাসটিকে নিয়ে তাই আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে নামতে ভোটারদের প্রতি আহ্বান সিইসির

বিরল বার্ড ফ্লুতে প্রথম মানুষের মৃত্যু

প্রকাশের সময় : ০৯:৩২:১৯ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

এইচ৩এন৮ বার্ড ফ্লুতে চীনে এক নারীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই প্রথম ভাইরাসটির সংক্রমণে কোনো মানুষের মৃত্যু হলো। তবে ভাইরাসের এই স্ট্রেনটি মানুষের মধ্যে সংক্রামক নয় বলেই আশ্বস্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাছাড়া এই স্ট্রেনটি সচরাচর মানুষের দেহে দেখা যায় না বলেও জানানো হয়েছে।

বুধবার (১২ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে ডব্লিউএইচও জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডংর ৫৬ বছর বয়সী এই নারী হচ্ছেন তৃতীয় ব্যক্তি যিনি এভিয়ান ইনফ্লুয়েঞ্জার এইচথ্রিএনএইট সাব-ভ্যারিয়েন্টে সংক্রামিত হয়েছেন। এই সাব-ভ্যারিয়েন্টে আক্রান্তের সবকয়টি ঘটনা চীনের। গত বছর দুজন আক্রান্ত হয়েছিলেন, তবে তারা মারা যাননি।

তবে এর আগে দু’জন আক্রান্ত হলেও মৃত্যু এই প্রথম। তবে ওই নারীর মৃত্যু সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে তার শরীরে সংক্রমণের একাধিক লক্ষণ দেখা গিয়েছিল বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।

মানুষের মধ্যে সেভাবে না ছড়ালেও এইচ৩এন৮ ভাইরাসটি পাখিদের মধ্যে খুবই সাধারণ। অন্য স্তন্যপায়ী প্রাণীদেরও এই ভাইরাসে সংক্রমিত হওয়ার কথা জানা গেছে। কিন্তু মানুষ থেকে মানুষের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা খুবই কম।

ডিব্লিউএইচও জানিয়েছে, স্থানীয় থেকে আন্তর্জাতিক পর্যায়ে এই ভাইরাসটিকে নিয়ে তাই আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই।