বিনোদন ডেস্ক :
বলিউড অভিনেতা অনিল কাপুর জীবনের ৬৬ বসন্তে এসেও পুরোপুরি ফিট। এখনো নিয়মিত শরীরচর্চা করেন তিনি। শুধু তাই নয়, মাইনাস ১১০ ডিগ্রির বাঙ্কারে ঢুকেও শারীরিক কসরত করে রীতিমতো ঘাম ঝরাচ্ছেন তিনি! অভিনেতার পরনে রয়েছে একটি শর্টস এবং মুখে অক্সিজেন মাস্ক।
ক্যাপশনে অভিনেতা লিখেছেন, চল্লিশের দুষ্টুমির দিন শেষ। ৬০ বছরে সেক্সি হয়ে ওঠার সময়। ফাইটার মোড অন।
পোস্টটি শেয়ার করার সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতার পরিবারের সদস্যরা। ভিডিওতে অনিলের স্ত্রী সুনীতা কাপুরও লাভ ইমোজি দিয়েছেন। এমনকি এই বয়সে এসে বাবার এমন উদ্দীপনা দেখে ভালোবাসা জানিয়েছেন ছোট মেয়ে রিয়াও।
কপিল শর্মা, নীতু কাপুর, কার্তিক আরিয়ান, জ্যাকি শ্রফ, হুমা কুরেশি, বিপাশা বসু, শিল্পা শেঠি, মনীশ পলরা অনিলকে প্রশংসায় ভাসিয়েছেন।
অনিল কাপুরের পরবর্তী সিনেমা ‘ফাইটার’। মূলত এ সিনেমায় অভিনয় এ সিনেমার জন্য নিজেকে এভাবে প্রস্তুত করছেন তিনি। ২০২৪ সালের জানুয়ারিতে সিনেমাটির মুক্তির কথা রয়েছে বলে জানা গেছে।