বিনোদন ডেস্ক :
নেটফ্লিক্সের ‘জম্বি ডিটেকটিভ’ সিরিজে অভিনয় করে পরিচিতি পাওয়া দক্ষিণ কোরিয়ার তরুণ মডেল ও অভিনেত্রী ইয়াং চাই-ইয়ালের। নিজের অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া গেছে তাকে। মাত্র ২৬ বছর বয়সে তার জীবনাবসান হলো। নিউ ইয়র্ক পোস্ট এ খবর প্রকাশ করেছে।
মঙ্গলবার (১০ এপ্রিল) অভিনেত্রী ইয়াং চাই-ইয়ালকের মৃত্যুর খবর জানান তারই ম্যানেজমেন্ট কোম্পানি। যদিও ‘জম্বি ডিটেকটিভ’খ্যাত এই অভিনেত্রীর মৃত্যুর কারণ জানা যায়নি।
‘ওয়েডিং ইমপসিবল’ নামে নির্মাণাধীন একটি সিনেমায় অভিনয় করছিলেন চাই–ইয়াল; সিনেমার দৃশ্যধারণ শেষ হওয়ার আগেই তাঁর মৃত্যুর খবর এল। তাঁর মৃত্যুতে আগামীকাল পর্যন্ত সিনেমার দৃশ্যধারণ স্থগিত ঘোষণা করেছে সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান।
মৃত্যুর দুই দিন আগে তাঁর ইনস্টাগ্রামের শেষ পোস্টটি ছড়িয়ে পড়েছে। সেই ছবির ক্যাপশনে চাই–ইয়াল লিখেছেন, ‘লেটস স্মাইল’। পোস্টটিতে অনেকেই মন্তব্যের ঘরে শোক জানিয়েছেন।
২০১৬ সালে ‘ডেভিলস রানওয়ে’ নামের একটি টিভি শোতে প্রথমবার দেখা গেছে চাই-ইয়ালকে; পাশাপাশি মডেলিংয়েও নিয়মিত ছিলেন তিনি। ২০১৮ সালে ‘ডিপ’ সিনেমা দিয়ে অভিনয়ে নাম লেখান চাই–ইয়াল। দুই বছর পর নেটফ্লিক্সের সিরিজ ‘জম্বি ডিটেকটিভ’–এ অভিনয় করে প্রচারের আলোয় আসেন চাই-ইয়াল। পরে ‘আই হ্যাভ নট ডান মাই বেস্ট ইয়েট’সহ বেশ কয়েকটি সিরিজে অভিনয় করেছেন তিনি।