Dhaka শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

১৮ এপ্রিল থেকে বেনাপোল এক্সপ্রেসে যুক্ত হচ্ছে ১২টি নতুন বগি

নিজস্ব প্রতিবেদক : 

যশোর বেনাপোল-ঢাকা রেলপথে চলাচলকারী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে যুক্ত হচ্ছে চীন থেকে আমদানি করা ১২টি নতুন কোচ। অত্যাধুনিক সুবিধাসংবলিত এ বগি নিয়ে ১৮ এপ্রিল থেকে বেনাপোল-ঢাকা রুটে চলাচল করবে ট্রেনটি। ভারতগামীসহ এই অঞ্চলের যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে ইদ উপহার হিসেবে এই বগি সংযুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) রেলওয়ের (পশ্চিম) সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. আব্দুল আওয়াল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদ্য আমদানিকৃত চাইনিজ কোচ আন্তঃনগর বেনাপোল এক্সপ্রেস এবং নীলসাগর এক্সপ্রেস ট্রেনে প্রতিস্থাপনের অনুমোদন করা হয়েছে। বেনাপোল থেকে ১৮ এপ্রিল এবং চিলাহাটি থেকে ১৭ এপ্রিল ট্রেনের মাধ্যমে তা কার্যকর হবে।

জানা যায়, ভারতগামী যাত্রীসহ এই অঞ্চলের যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে ২০১৯ সালের ১৭ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেনাপোল-ঢাকা রুটে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেন। উন্নত সুযোগ-সুবিধাসহ নতুন রেল কোচ দিয়ে এই সেবা চালু ছিল। করোনার কারণে দেড় বছর বন্ধ থাকার পর ২০২১ সালের ২ ডিসেম্বর ট্রেনটি চালু হলেও বদলে যায় সেসব কোচ। তার বদলে পুরোনো বগি দিয়ে বেনাপোল এক্সপ্রেস যাত্রা শুরু করে। বিষয়টি যশোরবাসী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে অবশেষে প্রায় দেড় বছর পর আবারও উন্নত সুযোগ-সুবিধা সম্বলিত কোচ ফিরে পাচ্ছে বেনাপোল এক্সপ্রেস।

বেনাপোল রেলওয়ের স্টেশনমাস্টার সাইদুজ্জামান বলেন, ইদ উপহার হিসেবে বেনাপোল এক্সপ্রেসে চাইনিজ কোচ যুক্ত হচ্ছে। পদ্মা সেতুতে পরীক্ষামূলক যাত্রায় এই কোচগুলো ব্যবহার করা হয়েছে। উন্নতমানের কোচ সংযুক্ত করার ফলে ভারতে যাতায়াতকারী ৫ হাজারসহ এই অঞ্চলের যাত্রীদের ট্রেন ভ্রমণ অত্যন্ত আরামদায়ক হবে।

তিনি বলেন, বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি বর্তমানে ১০টি পুরোনো বগি নিয়ে চলছে। এগুলোর বদলে এখন ১২টি নতুন বগি যুক্ত হচ্ছে। এতে দুটি এসি চেয়ারকোচ, একটি এসি কেবিনসহ নামাজের ঘর ও খাবারের বগি থাকবে। এর ফলে ৮৮৪ আসনের ট্রেনটিতে যাতায়াত আরও আরামদায়ক হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মোহাম্মদপুরের সহকারী পুলিশ কমিশনারসহ ৩ কর্মকর্তা প্রত্যাহার

১৮ এপ্রিল থেকে বেনাপোল এক্সপ্রেসে যুক্ত হচ্ছে ১২টি নতুন বগি

প্রকাশের সময় : ০২:৩৮:২০ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

যশোর বেনাপোল-ঢাকা রেলপথে চলাচলকারী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে যুক্ত হচ্ছে চীন থেকে আমদানি করা ১২টি নতুন কোচ। অত্যাধুনিক সুবিধাসংবলিত এ বগি নিয়ে ১৮ এপ্রিল থেকে বেনাপোল-ঢাকা রুটে চলাচল করবে ট্রেনটি। ভারতগামীসহ এই অঞ্চলের যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে ইদ উপহার হিসেবে এই বগি সংযুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) রেলওয়ের (পশ্চিম) সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. আব্দুল আওয়াল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদ্য আমদানিকৃত চাইনিজ কোচ আন্তঃনগর বেনাপোল এক্সপ্রেস এবং নীলসাগর এক্সপ্রেস ট্রেনে প্রতিস্থাপনের অনুমোদন করা হয়েছে। বেনাপোল থেকে ১৮ এপ্রিল এবং চিলাহাটি থেকে ১৭ এপ্রিল ট্রেনের মাধ্যমে তা কার্যকর হবে।

জানা যায়, ভারতগামী যাত্রীসহ এই অঞ্চলের যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে ২০১৯ সালের ১৭ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেনাপোল-ঢাকা রুটে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেন। উন্নত সুযোগ-সুবিধাসহ নতুন রেল কোচ দিয়ে এই সেবা চালু ছিল। করোনার কারণে দেড় বছর বন্ধ থাকার পর ২০২১ সালের ২ ডিসেম্বর ট্রেনটি চালু হলেও বদলে যায় সেসব কোচ। তার বদলে পুরোনো বগি দিয়ে বেনাপোল এক্সপ্রেস যাত্রা শুরু করে। বিষয়টি যশোরবাসী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে অবশেষে প্রায় দেড় বছর পর আবারও উন্নত সুযোগ-সুবিধা সম্বলিত কোচ ফিরে পাচ্ছে বেনাপোল এক্সপ্রেস।

বেনাপোল রেলওয়ের স্টেশনমাস্টার সাইদুজ্জামান বলেন, ইদ উপহার হিসেবে বেনাপোল এক্সপ্রেসে চাইনিজ কোচ যুক্ত হচ্ছে। পদ্মা সেতুতে পরীক্ষামূলক যাত্রায় এই কোচগুলো ব্যবহার করা হয়েছে। উন্নতমানের কোচ সংযুক্ত করার ফলে ভারতে যাতায়াতকারী ৫ হাজারসহ এই অঞ্চলের যাত্রীদের ট্রেন ভ্রমণ অত্যন্ত আরামদায়ক হবে।

তিনি বলেন, বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি বর্তমানে ১০টি পুরোনো বগি নিয়ে চলছে। এগুলোর বদলে এখন ১২টি নতুন বগি যুক্ত হচ্ছে। এতে দুটি এসি চেয়ারকোচ, একটি এসি কেবিনসহ নামাজের ঘর ও খাবারের বগি থাকবে। এর ফলে ৮৮৪ আসনের ট্রেনটিতে যাতায়াত আরও আরামদায়ক হবে।