Dhaka শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বেড়ায় কালভার্ট ভেঙে ছয় গ্রামের মানুষের দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক : 

বেড়া উপজেলার আমিনপুর-মজিববাঁধ সড়কের সন্নাসীবাঁধা কালভার্ট অতিরিক্ত সিমেন্ট বোঝাই ট্রাকের ভারে ভেঙে পড়েছে। কালভার্টটি ভেঙে যাওয়ায় ছয় গ্রামের মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছে। বিকল্পপথে যাতায়াত করায় তাদের সময় ও অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে।

এলাকাবাসী জানিয়েছে, আমিনপুর থানার চকভরিয়া, সন্নাসীবাঁধা, দয়ারামপুর, চকবন্দী, ধোপাখোলা গ্রামের হাজার হাজার অধিবাসী সন্নাসীবাধা এ কালভার্ট পার হয়ে প্রতিদিন কাশিনাথপুর হয়ে জেলা শহর পাবনাসহ বিভিন্ন এলাকায় যাতায়াত করে আসছে।

গত সোমবার সকালে সিমেন্ট বোঝাই এক ট্রাক কালভার্ট পার হওয়া মাত্রই তা ভেঙে পড়ে। কালভার্ট ভেঙ্গে পড়ায় তারা সোজা পথে কম খরচে উৎপাদিত ফসল হাট বাজারে বিক্রি করতে পারছেন না। জাতসাকিনী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. তরিকুল ইসলাম রতন জানান তাদের এ সড়ক পার হয়ে প্রতিদিন হাট বাজার করতে হয়। এখন কালভার্ট ভেঙ্গে যাওয়ায় তাদের মুজিব বাঁধ হয়ে নগরবাড়ী বা বাঁধেরহাটের রাস্তা ব্যবহার করতে হচ্ছে। যা তাদের জন্য ব্যয়বহুল।

অতি দ্রুত কালভার্টটি নির্মাণ করা না হলে কৃষকদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে বলেও তিনি জানান। চকবন্দি গ্রামের কৃষক রহমত আলী জানান গম, রসুন পেঁয়াজ তোলার ভর মৌসুমে কালভার্ট ভেঙ্গে পড়ায় তাদের মারাত্মক সংকট সৃষ্টি করেছে।

জাতসাকিনী ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, কালভার্টটি ভেঙে পড়ার সংবাদ শুনেই আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। আপাতত বাঁশের মাচা বানিয়ে মানুষের চলাচলের ব্যবস্থা করা হচ্ছে।

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ইতোমধ্যে এলজিইডির প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আশা করছি দ্রুত চলাচল স্বাভাবিক হবে। এ বিষয়ে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সবুর আলী জানান, আমিনপুর-মুজিববাঁধ সড়কের কালভার্টটি ভেঙে পড়েছে শুনে আমি তাৎক্ষণিক প্রকৌশলীকে সেখানে পাঠিয়েছি। মেরামতের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বেড়ায় কালভার্ট ভেঙে ছয় গ্রামের মানুষের দুর্ভোগ

প্রকাশের সময় : ০৭:৪২:০১ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

বেড়া উপজেলার আমিনপুর-মজিববাঁধ সড়কের সন্নাসীবাঁধা কালভার্ট অতিরিক্ত সিমেন্ট বোঝাই ট্রাকের ভারে ভেঙে পড়েছে। কালভার্টটি ভেঙে যাওয়ায় ছয় গ্রামের মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছে। বিকল্পপথে যাতায়াত করায় তাদের সময় ও অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে।

এলাকাবাসী জানিয়েছে, আমিনপুর থানার চকভরিয়া, সন্নাসীবাঁধা, দয়ারামপুর, চকবন্দী, ধোপাখোলা গ্রামের হাজার হাজার অধিবাসী সন্নাসীবাধা এ কালভার্ট পার হয়ে প্রতিদিন কাশিনাথপুর হয়ে জেলা শহর পাবনাসহ বিভিন্ন এলাকায় যাতায়াত করে আসছে।

গত সোমবার সকালে সিমেন্ট বোঝাই এক ট্রাক কালভার্ট পার হওয়া মাত্রই তা ভেঙে পড়ে। কালভার্ট ভেঙ্গে পড়ায় তারা সোজা পথে কম খরচে উৎপাদিত ফসল হাট বাজারে বিক্রি করতে পারছেন না। জাতসাকিনী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. তরিকুল ইসলাম রতন জানান তাদের এ সড়ক পার হয়ে প্রতিদিন হাট বাজার করতে হয়। এখন কালভার্ট ভেঙ্গে যাওয়ায় তাদের মুজিব বাঁধ হয়ে নগরবাড়ী বা বাঁধেরহাটের রাস্তা ব্যবহার করতে হচ্ছে। যা তাদের জন্য ব্যয়বহুল।

অতি দ্রুত কালভার্টটি নির্মাণ করা না হলে কৃষকদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে বলেও তিনি জানান। চকবন্দি গ্রামের কৃষক রহমত আলী জানান গম, রসুন পেঁয়াজ তোলার ভর মৌসুমে কালভার্ট ভেঙ্গে পড়ায় তাদের মারাত্মক সংকট সৃষ্টি করেছে।

জাতসাকিনী ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, কালভার্টটি ভেঙে পড়ার সংবাদ শুনেই আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। আপাতত বাঁশের মাচা বানিয়ে মানুষের চলাচলের ব্যবস্থা করা হচ্ছে।

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ইতোমধ্যে এলজিইডির প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আশা করছি দ্রুত চলাচল স্বাভাবিক হবে। এ বিষয়ে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সবুর আলী জানান, আমিনপুর-মুজিববাঁধ সড়কের কালভার্টটি ভেঙে পড়েছে শুনে আমি তাৎক্ষণিক প্রকৌশলীকে সেখানে পাঠিয়েছি। মেরামতের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছি।