Dhaka বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ফটোগ্রাফার তৌসিফের প্রেমে তিশা!

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:২০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩
  • ২২০ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব-তানজিন তিশা। একাধিক নাটক-টেলিফিল্মে জুটি বেঁধে অভিনয় করেছেন তারা। ঈদুল ফিতর উপলক্ষে ফের জুটি বাঁধলেন তারা। ‘তোমার হতে চাই’ শিরোনামের নাটকে দেখা যাবে এই জুটিকে। এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন।

ছবি তোলার একটি স্টুডিওকে ঘিরে এগিয়েছে নাটকটির গল্প। যার মালিক ফটোগ্রাফার রাব্বী। তার স্টুডিওতে পাসপোর্ট সাইজের ছবি তুলতে যায় মহল্লার মেয়ে অবনী। এরপর নাটকের গল্প আগাতে থাকে নানা চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে।

নাটকের একটি দৃশ্যে তৌসিফ ও তিশা

এখানে রাব্বী চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব আর অবনী চরিত্রে তানজিন তিশা।

নির্মাতা জাকারিয়া সৌখিন বলেন, পাড়ায়-মহল্লায় ছবি তোলার স্টুডিও ঘিরে এমন অসংখ্য প্রেমের গল্প হতো আগে। কালের বিবর্তনে এখন ছবিঘর প্রায় বিলুপ্তির পথে। আমি চেষ্টা করেছি ৯০ দশকের সেই স্টুডিও কেন্দ্রিক প্রেমময় ঘটনার রেশ তুলে ধরতে। যেন দর্শকরা নস্টালজিক হয়ে ওঠেন।

নাটকটি প্রযোজনা করেছেন এস কে সাহেদ আলী। ঈদুল ফিতরে সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ত্রয়োদশ সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট

ফটোগ্রাফার তৌসিফের প্রেমে তিশা!

প্রকাশের সময় : ০৮:২০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩

বিনোদন ডেস্ক : 

ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব-তানজিন তিশা। একাধিক নাটক-টেলিফিল্মে জুটি বেঁধে অভিনয় করেছেন তারা। ঈদুল ফিতর উপলক্ষে ফের জুটি বাঁধলেন তারা। ‘তোমার হতে চাই’ শিরোনামের নাটকে দেখা যাবে এই জুটিকে। এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন।

ছবি তোলার একটি স্টুডিওকে ঘিরে এগিয়েছে নাটকটির গল্প। যার মালিক ফটোগ্রাফার রাব্বী। তার স্টুডিওতে পাসপোর্ট সাইজের ছবি তুলতে যায় মহল্লার মেয়ে অবনী। এরপর নাটকের গল্প আগাতে থাকে নানা চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে।

নাটকের একটি দৃশ্যে তৌসিফ ও তিশা

এখানে রাব্বী চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব আর অবনী চরিত্রে তানজিন তিশা।

নির্মাতা জাকারিয়া সৌখিন বলেন, পাড়ায়-মহল্লায় ছবি তোলার স্টুডিও ঘিরে এমন অসংখ্য প্রেমের গল্প হতো আগে। কালের বিবর্তনে এখন ছবিঘর প্রায় বিলুপ্তির পথে। আমি চেষ্টা করেছি ৯০ দশকের সেই স্টুডিও কেন্দ্রিক প্রেমময় ঘটনার রেশ তুলে ধরতে। যেন দর্শকরা নস্টালজিক হয়ে ওঠেন।

নাটকটি প্রযোজনা করেছেন এস কে সাহেদ আলী। ঈদুল ফিতরে সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি।