নিজস্ব প্রতিবেদক :
ঢাকা থেকে শিলিগুড়ি রুটের মিতালী এক্সপ্রেসের চলাচল ১৮ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত এবং কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেসের চলাচল ২০ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) রেলপথ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মো. শরিফুল আলম সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বন্ধন এক্সপ্রেস খুলনা থেকে কলকাতা যায়। এই ট্রেনটির যাতায়াত বন্ধ হবে না। ট্রেনের ঈদ টিকেট বিক্রি হবে শুধু অনলাইনে, কাউন্টারে কোনো টিকেট পাওয়া যাবে না।
তবে আন্তঃদেশীয় বন্ধন এক্সপ্রেস ট্রেন যথারীতি চলাচল করবে বলে জানায় রেলপথ মন্ত্রণালয়।