Dhaka সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

জামিন পেলেন রাহুল গান্ধী, সাজা স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক : 

ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর ফৌজদারি মানহানির মামলায় হওয়ায় ২ বছরের সাজা স্থগিত করেছে আদালত। পাশাপাশি এই মামলায় তাকে জামিন দিয়েছেন বিচারক।

সোমবার (৩ এপ্রিল) সেই মামলায় তার জামিনের মেয়াদ বাড়ানোর নির্দেশ দিয়েছে আদালত। আপিল শুনানির দিন ঠিক হয়েছে ১৩ এপ্রিল। শুনানির পর তার সাজার বিষয়ে সিদ্ধান্ত হবে। এ ছাড়া রাহুলের বিরুদ্ধে যে বিজেপি বিধায়ক মানহানির অভিযোগ দায়ের করেছিলেন তাকে ১০ এপ্রিলের মধ্যে বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছেন আদালত।

২০১৯ সালের একটি নির্বাচনি সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপাধি সম্পর্কে মন্তব্য করার জন্য গুজরাট রাজ্যের একটি আদালত তাকে দুই বছরের কারাদণ্ড দেয়। কংগ্রেস নেতাকেও পরে এমপি হিসেবে অযোগ্য ঘোষণা করা হয়।

বিরোধী নেতারা শাসক ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুললেও বিজেপি তা অস্বীকার করে জানায়, মামলায় যথাযথ বিচারিক প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।

সাজা স্থগিত না হওয়া পর্যন্ত বা মামলায় খালাস না পাওয়া পর্যন্ত রাহুল জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না।

বিবিসির খবরে বলা হয়, সোমবার বিকেলে বোন প্রিয়াঙ্কা গান্ধী ও অন্যান্য শীর্ষ কংগ্রেস নেতাদের সঙ্গে নিয়ে সুরাত শহরের আদালতে হাজির হন রাহুল। তার আসাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে ভিড় জমায় কংগ্রেস নেতা-কর্মীরা। তাদের অনেকের হাতে ও টি-শার্টে ‘গণতন্ত্র বাঁচাও’ লেখা।

পুলিশের এক সিনিয়র কর্মকর্তা বলেন, পরিস্থিতি বিবেচনায় সুরাটে বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে।
তবে পরবর্তীতে শুনানিতে রাহুল গান্ধীকে আদালতে হাজির হতে হবে না বলে প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাহুলের রায় যদি পরিবর্তন না হয় তাহলে তিনি এমপি হিসেবে পার্লামেন্টে অযোগ্য থেকে যাবেন এবং আগামী ৮ বছর নির্বাচন করতে পারবেন না।

২০১৯ সালে এক নির্বাচনী প্রচারণার সময় মোদির পদবি নিয়ে মন্তব্য করার কারণে রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা হয়। গত সাধারণ নির্বাচনের আগে ২০১৯ সালে কর্ণাটক রাজ্যে এক নির্বাচনী প্রচারণায় রাহুল বলেছিলেন, সব চোরেরা কেন তাদের পদবিতে মোদি ব্যবহার করে? নিরাভ মোদি, ললিত মোদি, নরেন্দ্র মোদি। সূত্র: বিবিসি, এনডিটিভি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নৌকা তৈরিতেই ফিরছে আগৈলঝাড়ার অর্ধ শতাধিক পরিবারের সচ্ছলতা

জামিন পেলেন রাহুল গান্ধী, সাজা স্থগিত

প্রকাশের সময় : ০৭:৪০:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর ফৌজদারি মানহানির মামলায় হওয়ায় ২ বছরের সাজা স্থগিত করেছে আদালত। পাশাপাশি এই মামলায় তাকে জামিন দিয়েছেন বিচারক।

সোমবার (৩ এপ্রিল) সেই মামলায় তার জামিনের মেয়াদ বাড়ানোর নির্দেশ দিয়েছে আদালত। আপিল শুনানির দিন ঠিক হয়েছে ১৩ এপ্রিল। শুনানির পর তার সাজার বিষয়ে সিদ্ধান্ত হবে। এ ছাড়া রাহুলের বিরুদ্ধে যে বিজেপি বিধায়ক মানহানির অভিযোগ দায়ের করেছিলেন তাকে ১০ এপ্রিলের মধ্যে বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছেন আদালত।

২০১৯ সালের একটি নির্বাচনি সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপাধি সম্পর্কে মন্তব্য করার জন্য গুজরাট রাজ্যের একটি আদালত তাকে দুই বছরের কারাদণ্ড দেয়। কংগ্রেস নেতাকেও পরে এমপি হিসেবে অযোগ্য ঘোষণা করা হয়।

বিরোধী নেতারা শাসক ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুললেও বিজেপি তা অস্বীকার করে জানায়, মামলায় যথাযথ বিচারিক প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।

সাজা স্থগিত না হওয়া পর্যন্ত বা মামলায় খালাস না পাওয়া পর্যন্ত রাহুল জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না।

বিবিসির খবরে বলা হয়, সোমবার বিকেলে বোন প্রিয়াঙ্কা গান্ধী ও অন্যান্য শীর্ষ কংগ্রেস নেতাদের সঙ্গে নিয়ে সুরাত শহরের আদালতে হাজির হন রাহুল। তার আসাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে ভিড় জমায় কংগ্রেস নেতা-কর্মীরা। তাদের অনেকের হাতে ও টি-শার্টে ‘গণতন্ত্র বাঁচাও’ লেখা।

পুলিশের এক সিনিয়র কর্মকর্তা বলেন, পরিস্থিতি বিবেচনায় সুরাটে বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে।
তবে পরবর্তীতে শুনানিতে রাহুল গান্ধীকে আদালতে হাজির হতে হবে না বলে প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাহুলের রায় যদি পরিবর্তন না হয় তাহলে তিনি এমপি হিসেবে পার্লামেন্টে অযোগ্য থেকে যাবেন এবং আগামী ৮ বছর নির্বাচন করতে পারবেন না।

২০১৯ সালে এক নির্বাচনী প্রচারণার সময় মোদির পদবি নিয়ে মন্তব্য করার কারণে রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা হয়। গত সাধারণ নির্বাচনের আগে ২০১৯ সালে কর্ণাটক রাজ্যে এক নির্বাচনী প্রচারণায় রাহুল বলেছিলেন, সব চোরেরা কেন তাদের পদবিতে মোদি ব্যবহার করে? নিরাভ মোদি, ললিত মোদি, নরেন্দ্র মোদি। সূত্র: বিবিসি, এনডিটিভি।