Dhaka রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা টেস্ট থেকে ছিটকে গেলেন তাসকিন

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:৫২:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩
  • ২২২ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

সোমবার (৩ এপ্রিল) ২৮ বছর পূর্ণ হয়েছে পেসার তাসকিন আহমেদের। নিজের জন্মদিনেই বড় ধাক্কা খেলেন তিনি। ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ছিলেন তিনি। তবে একমাত্র টেস্টে এই ইনফর্ম পেসারকে পাচ্ছে না দল। চোটের কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে মঙ্গলবার (৪ এপ্রিল) শুরু হতে যাওয়া একমাত্র টেস্ট থেকে ছিটকে গেছেন এই পেসার।

চোটের কারণে সোমবার (৩ এপ্রিল) সকালে দলের সঙ্গে অনুশীলনেও ছিলেন না। বিসিবি সূত্রে জানা গেছে, তাসকিন সাইড স্ট্রেইনে ভুগছেন। পুরোপুরি সুস্থ হতে তার দুই সপ্তাহের মতো সময় লাগবে।

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সময় থেকেই সাইড স্ট্রেইনে ভুগছিলেন তাসকিন। আশায় ছিলেন টেস্ট ম্যাচের আগেই হয়তো সুস্থ হয়ে উঠবেন। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় সোমবার অনুশীলন করেননি। মূলত ঢাকা টেস্টে খেলার মতো অবস্থানে নেই বলেই দর্শক হয়ে পড়েছেন।

তার ছিটকে যাওয়া দলের জন্যও বড় দুঃসংবাদ। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ৮ উইকেট শিকার করে সিরিজ সেরা হয়েছেন। ওয়ানডে সিরিজেও দারুণ ছন্দে ছিলেন। ২ ইনিংসে বল করে ৫ উইকেট শিকার করেছেন। তাই আশা করা হচ্ছিল, টেস্টেও হয়তো পেস আক্রমণের নেতৃত্ব দেবেন তিনি। সেটি না হওয়ায় বিকল্প পথে হাঁটতে হবে স্বাগতিকদের।

তাসকিন এই চোটের কারণে টেস্ট ক্রিকেটে নিয়মিত হতে পারছেন না। গত বছর ডিসেম্বরে ভারতের বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে এই ফরম্যাটে ফিরেছেন। তার আগে দলের বাইরে ছিলেন ৭ মাস।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জোর করে চাপিয়ে দেয়া শিক্ষা সম্ভাবনা নষ্ট করে দেয় : হাসনাত আব্দুল্লাহ

ঢাকা টেস্ট থেকে ছিটকে গেলেন তাসকিন

প্রকাশের সময় : ০৪:৫২:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

সোমবার (৩ এপ্রিল) ২৮ বছর পূর্ণ হয়েছে পেসার তাসকিন আহমেদের। নিজের জন্মদিনেই বড় ধাক্কা খেলেন তিনি। ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ছিলেন তিনি। তবে একমাত্র টেস্টে এই ইনফর্ম পেসারকে পাচ্ছে না দল। চোটের কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে মঙ্গলবার (৪ এপ্রিল) শুরু হতে যাওয়া একমাত্র টেস্ট থেকে ছিটকে গেছেন এই পেসার।

চোটের কারণে সোমবার (৩ এপ্রিল) সকালে দলের সঙ্গে অনুশীলনেও ছিলেন না। বিসিবি সূত্রে জানা গেছে, তাসকিন সাইড স্ট্রেইনে ভুগছেন। পুরোপুরি সুস্থ হতে তার দুই সপ্তাহের মতো সময় লাগবে।

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সময় থেকেই সাইড স্ট্রেইনে ভুগছিলেন তাসকিন। আশায় ছিলেন টেস্ট ম্যাচের আগেই হয়তো সুস্থ হয়ে উঠবেন। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় সোমবার অনুশীলন করেননি। মূলত ঢাকা টেস্টে খেলার মতো অবস্থানে নেই বলেই দর্শক হয়ে পড়েছেন।

তার ছিটকে যাওয়া দলের জন্যও বড় দুঃসংবাদ। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ৮ উইকেট শিকার করে সিরিজ সেরা হয়েছেন। ওয়ানডে সিরিজেও দারুণ ছন্দে ছিলেন। ২ ইনিংসে বল করে ৫ উইকেট শিকার করেছেন। তাই আশা করা হচ্ছিল, টেস্টেও হয়তো পেস আক্রমণের নেতৃত্ব দেবেন তিনি। সেটি না হওয়ায় বিকল্প পথে হাঁটতে হবে স্বাগতিকদের।

তাসকিন এই চোটের কারণে টেস্ট ক্রিকেটে নিয়মিত হতে পারছেন না। গত বছর ডিসেম্বরে ভারতের বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে এই ফরম্যাটে ফিরেছেন। তার আগে দলের বাইরে ছিলেন ৭ মাস।