Dhaka সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

দোয়ারাবাজারে কাঁচা সংযোগ সড়কে ঝুঁকিপূর্ণ সেতু!

নিজস্ব প্রতিবেদক : 

দীর্ঘদিন ধরে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার-পশ্চিম বাংলাবাজার কাঁচা সড়কটির বেহাল দশা। সড়কের বাঘমারা নরখাই খালের ওপর যে সেতু নির্মিত হয়েছে, তার গোড়া থেকে মাটি সরে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সেতুটি। ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী।

প্রায় চার কিলোমিটার দীর্ঘ সড়কটি পাকা না হওয়ায় বর্ষায় কাদা আর শুকনো মৌসুমে ধুলায় ভরে যায়। সে সময় সড়কটিতে পথ চলতে পথচারী ও যাত্রীদের প্রাণ ওষ্ঠাগত হওয়ার উপক্রম হয়। অথচ ১৫টি গ্রামের মানুষ এ সড়ক ব্যবহার করে। এ সড়ক দিয়ে প্রতিদিনই বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভোগান্তি নিয়ে যাতায়াত করছে। সেই সঙ্গে রয়েছে ঝুঁকিপূর্ণ সেতু পার হওয়ার বিড়ম্বনা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এডিপির অর্থায়নে ১৯৯৪-৯৫ অর্থবছরে উপজেলার বোগলাবাজার-পশ্চিম বাংলাবাজার সংযোগ সড়ক এলাকায় বাঘমারা নরখাই খালের ওপর প্রায় ২২ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করে উপজেলা পরিষদ। কিন্তু সেতুর সংযোগ সড়কটি কাঁচাই থেকে যায়। সেই কাঁচা সংযোগ সড়কের মাটি সরতে সরতে সেতুটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠলেও কর্তৃপক্ষ নির্বিকার।

বোগলাবাজার ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান মুঠোফোনে জানান, বাঘমারা এলাকায় বেহাল সড়ক ও ঝুঁকিপূর্ণ সেতু নিয়ে আমরা উদ্বিগ্ন। যাতায়াত ও পণ্য পরিবহনের সুবিধার্থে সড়ক ও সেতু জরুরিভাবে মেরামত করা প্রয়োজন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ভালুকায় ঘর থেকে মা ও দুই সন্তানের গলাকাটা লাশ উদ্ধার

দোয়ারাবাজারে কাঁচা সংযোগ সড়কে ঝুঁকিপূর্ণ সেতু!

প্রকাশের সময় : ১২:৫০:৪০ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

দীর্ঘদিন ধরে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার-পশ্চিম বাংলাবাজার কাঁচা সড়কটির বেহাল দশা। সড়কের বাঘমারা নরখাই খালের ওপর যে সেতু নির্মিত হয়েছে, তার গোড়া থেকে মাটি সরে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সেতুটি। ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী।

প্রায় চার কিলোমিটার দীর্ঘ সড়কটি পাকা না হওয়ায় বর্ষায় কাদা আর শুকনো মৌসুমে ধুলায় ভরে যায়। সে সময় সড়কটিতে পথ চলতে পথচারী ও যাত্রীদের প্রাণ ওষ্ঠাগত হওয়ার উপক্রম হয়। অথচ ১৫টি গ্রামের মানুষ এ সড়ক ব্যবহার করে। এ সড়ক দিয়ে প্রতিদিনই বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভোগান্তি নিয়ে যাতায়াত করছে। সেই সঙ্গে রয়েছে ঝুঁকিপূর্ণ সেতু পার হওয়ার বিড়ম্বনা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এডিপির অর্থায়নে ১৯৯৪-৯৫ অর্থবছরে উপজেলার বোগলাবাজার-পশ্চিম বাংলাবাজার সংযোগ সড়ক এলাকায় বাঘমারা নরখাই খালের ওপর প্রায় ২২ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করে উপজেলা পরিষদ। কিন্তু সেতুর সংযোগ সড়কটি কাঁচাই থেকে যায়। সেই কাঁচা সংযোগ সড়কের মাটি সরতে সরতে সেতুটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠলেও কর্তৃপক্ষ নির্বিকার।

বোগলাবাজার ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান মুঠোফোনে জানান, বাঘমারা এলাকায় বেহাল সড়ক ও ঝুঁকিপূর্ণ সেতু নিয়ে আমরা উদ্বিগ্ন। যাতায়াত ও পণ্য পরিবহনের সুবিধার্থে সড়ক ও সেতু জরুরিভাবে মেরামত করা প্রয়োজন।