Dhaka মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মেক্সিকোর অভিবাসী আটক কেন্দ্রে আগুনে নিহত ৩৯

আন্তর্জাতিক ডেস্ক : 

যুক্তরাষ্ট্র সীমান্তের কাছে মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সীমান্ত শহর সিউদাদ জুয়ারেজের একটি অভিবাসন আটককেন্দ্র আগুনে অন্তত ৩৯ জনের নিহত হয়েছে। অগ্নিকাণ্ডের এই ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন বলে স্থানীয় সরকারি একাধিক সূত্র নিশ্চিত করেছে।

মঙ্গলবার (২৮ মার্চ) মেক্সিকো কর্তৃপক্ষ এই খবর নিশ্চিত করেছে।

সোমবার (২৭ মার্চ) দেশটির চিহুয়াহুয়া রাজ্য কর্তৃপক্ষের এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র সীমান্ত লাগোয়া ওই অভিবাসন কেন্দ্রে অগ্নিকাণ্ডে হতাহতের এই ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে। রাতের দিকে আগুন লাগার কয়েকঘণ্টা পর সিউদাদ জুয়ারেজ শহরের ওই কেন্দ্রের বাইরে মরদেহগুলো সিলভার পাতের ওপর রাখা হয়েছিল। ঘটনাস্থল থেকে মর্গে অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপন কর্মীদের ভিড় লেগে গিয়েছিল।

কর্তৃপক্ষ বলেছে, যুক্তরাষ্ট্রের টেক্সাসের এল পাসো থেকে সীমান্তের ওপারে মেক্সিকোর সিউদাদ জুয়ারেজের একটি অভিবাসী আটক কেন্দ্রে সোমবার গভীর রাতে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শহরের রাস্তা থেকে ৭১ জন অভিবাসীকে তুলে নিয়ে যাওয়ার পর আইএনএমের অফিসে এই অগ্নিকাণ্ড ঘটে।

ঘটনাস্থল থেকে প্রাপ্ত ভিডিও চিত্রগুলোতে দেখা গেছে, অভিবাসীদের রাখার একটি অবকাঠামোর চারপাশ ধোঁয়ায় ঢেকে গেছে। ওই সময় সেখানে অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপক কর্মী ও লাশ রাখার গাড়ি দেখা গেছে। সেখানে সারিবদ্ধভাবে অনেক লাশ রাখা ছিল।

মেক্সিকোর ন্যাশনাল ইমিগ্রেশন ইনস্টিটিউট এক বিবৃতিতে জানিয়েছে, আগুনে কমপক্ষে ৩৯ জন মারা গেছে। এছাড়া ২৯ জন আহতকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তারা আরও জানিয়েছে, অভিবাসী আটক কেন্দ্রে ৬৮ জন প্রাপ্তবয়স্ক পুরুষকে আটকে রাখা হয়েছিল। তারা মধ্য ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশের নাগরিক।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের অফিস একটি তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলে তদন্তকারীরা রয়েছেন। সূত্র : আল-জাজিরা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নভেম্বরে গণভোট চাওয়া মামার বাড়ির আবদারের মতো : রিজভী

মেক্সিকোর অভিবাসী আটক কেন্দ্রে আগুনে নিহত ৩৯

প্রকাশের সময় : ০৭:১৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

যুক্তরাষ্ট্র সীমান্তের কাছে মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সীমান্ত শহর সিউদাদ জুয়ারেজের একটি অভিবাসন আটককেন্দ্র আগুনে অন্তত ৩৯ জনের নিহত হয়েছে। অগ্নিকাণ্ডের এই ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন বলে স্থানীয় সরকারি একাধিক সূত্র নিশ্চিত করেছে।

মঙ্গলবার (২৮ মার্চ) মেক্সিকো কর্তৃপক্ষ এই খবর নিশ্চিত করেছে।

সোমবার (২৭ মার্চ) দেশটির চিহুয়াহুয়া রাজ্য কর্তৃপক্ষের এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র সীমান্ত লাগোয়া ওই অভিবাসন কেন্দ্রে অগ্নিকাণ্ডে হতাহতের এই ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে। রাতের দিকে আগুন লাগার কয়েকঘণ্টা পর সিউদাদ জুয়ারেজ শহরের ওই কেন্দ্রের বাইরে মরদেহগুলো সিলভার পাতের ওপর রাখা হয়েছিল। ঘটনাস্থল থেকে মর্গে অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপন কর্মীদের ভিড় লেগে গিয়েছিল।

কর্তৃপক্ষ বলেছে, যুক্তরাষ্ট্রের টেক্সাসের এল পাসো থেকে সীমান্তের ওপারে মেক্সিকোর সিউদাদ জুয়ারেজের একটি অভিবাসী আটক কেন্দ্রে সোমবার গভীর রাতে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শহরের রাস্তা থেকে ৭১ জন অভিবাসীকে তুলে নিয়ে যাওয়ার পর আইএনএমের অফিসে এই অগ্নিকাণ্ড ঘটে।

ঘটনাস্থল থেকে প্রাপ্ত ভিডিও চিত্রগুলোতে দেখা গেছে, অভিবাসীদের রাখার একটি অবকাঠামোর চারপাশ ধোঁয়ায় ঢেকে গেছে। ওই সময় সেখানে অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপক কর্মী ও লাশ রাখার গাড়ি দেখা গেছে। সেখানে সারিবদ্ধভাবে অনেক লাশ রাখা ছিল।

মেক্সিকোর ন্যাশনাল ইমিগ্রেশন ইনস্টিটিউট এক বিবৃতিতে জানিয়েছে, আগুনে কমপক্ষে ৩৯ জন মারা গেছে। এছাড়া ২৯ জন আহতকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তারা আরও জানিয়েছে, অভিবাসী আটক কেন্দ্রে ৬৮ জন প্রাপ্তবয়স্ক পুরুষকে আটকে রাখা হয়েছিল। তারা মধ্য ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশের নাগরিক।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের অফিস একটি তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলে তদন্তকারীরা রয়েছেন। সূত্র : আল-জাজিরা।