আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের এক স্কুলে বন্দুকধারীর গুলিতে ৩ শিশুসহ ৬ জন নিহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে ২৮ বছর বয়সী ওই বন্দুকধারীও নিহত হন। বন্দুকধারী স্কুলটির প্রাক্তন শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।
দেশটির স্থানীয় সময় সোমবার (২৭ মার্চ) সকালে দ্য কোভিন্যান্ট স্কুলে বন্দুক হামলাটি চালানো হয়। এটি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রাণঘাতী বন্দুক হামলাগুলোর মধ্যে অন্যতম।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, স্কুলটি একটি প্রাইভেট খ্রিস্টান স্কুল। যেখানে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়ানো হতো। স্কুলটিতে ২০০ জনের মতো শিক্ষার্থী ছিল, যাদের বয়স ১১ বা ১২ বছরের মধ্যে।
মারা যাওয়া ৬ জন হলেন- এভলিন ডিকহাউস (৯), হ্যালি স্ক্রাগস (৯), উইলিয়াম কিনি (৯), সিনথিয়া পিক (৬১), ক্যাথরিন কুন্স (৬০) ও মাইক হিল (৬১)।
পুলিশ জানিয়েছে, বন্দুকধারী ওই নারীর কাছে দুটি অ্যাসল্ট-টাইপ রাইফেল ও একটি পিস্তল ছিল। সোমবার সকাল ১০টা ১৩ মিনিটে গুলির সংবাদ পায় পুলিশ। ওই নারী স্কুলের লবির মতো স্থানে এলোপাথাড়ি গুলি চালিয়েছিল। তার কাছে পুরো স্কুলের ম্যাপ ছিল। সকাল ১০টা ২৭ মিনিটে ওই নারী পুলিশের গুলিতে নিহত হয়। তিনি ওই স্কুলের সাবেক শিক্ষার্থী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
Bystander video captured the moments when students in Nashville were escorted by police following a shooting at Covenant School.https://t.co/nLWGnacUGo pic.twitter.com/KKljlyZyBj
— The Associated Press (@AP) March 27, 2023
যুক্তরাষ্ট্রে নারীদের এমন গুলি চালানোর ঘটনা বিরল। ওই নারী কীভাবে স্কুলের ভেতরে প্রবেশ করেছিল তা এখনো জানা যায়নি। বন্দুক হামলার ঘটনা ১৪ মিনিট স্থায়ী হয়েছিল।
প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘটনাকে ‘পরিবারের সবচেয়ে খারাপ দুঃস্বপ্ন’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, বন্দুক সহিংসতা বন্ধ করতে আমাদের আরও কিছু করতে হবে।
মেট্রোপলিটন ন্যাশভিল পুলিশ বিভাগ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীর বয়স ২৮ বছর। তিনি ওই এলাকার বাসিন্দা। নাম অড্রি হেল। ঘটনার পরই তাকে গুলি করে হত্যা করেছে পুলিশ।
কভেন্যান্ট স্কুল হলো একটি বেসরকারি খ্রিস্টান স্কুল, যা ২০০১ সালে কভেন্যান্ট প্রেসবিটারিয়ান চার্চের একটি মন্ত্রণালয় হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি এই বছর যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত স্কুল বা বিশ্ববিদ্যালয়ে ১৯তম গুলির ঘটনা।
২০২৩ সালে যুক্তরাষ্ট্রে স্কুলে এখন পর্যন্ত ৮৯টি গুলির ঘটনা ঘটেছে। এর আগে গত বছর যুক্তরাষ্ট্রজুড়ে ৩০৩টি এমন ঘটনা ঘটেছিলো। সূত্র: এনবিসি নিউজ, রয়টার্স।