নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজের মাঝপথে সিলেট থেকে ঢাকায় উড়ে এসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শুভেচ্ছাদূত হলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।
মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে বিমানের বলাকা কার্যালয়ে এক অনুষ্ঠানে তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয়। এসময় বিমানের প্রচারণায় অংশ নিতে চুক্তিপত্রে স্বাক্ষর করেন টাইগার টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তাফা কামাল উদ্দীন, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম এবং বিমানের পরিচালকরা।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক-জনসংযোগ তাহেরা খন্দকার জানান, ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান-এর সঙ্গে ব্র্যান্ডিং ইস্যুতে চুক্তিবদ্ধ হয়েছে বিমান। এ উপলক্ষ্যে বিমানের প্রধান কার্যালয় বলাকায় দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়।
সে সময় ছোটবেলার প্রসঙ্গ টেনে সাকিব বলেন, ‘শৈশবে পাইলট হতে চেতাম, ডাক্তারও হতে চেয়েছি। ইঞ্জিনিয়ারও হতে চেয়েছি, আল্টিমেটলি ক্রিকেটে শেষ হয়েছে। আমি মনে করি এখন বিমানের সঙ্গে আছি, আমি আমার সর্বোচ্চ প্রচার বা প্রসারের চেষ্টা করব।’
এরপর তার কাছে জানতে চাওয়া হয় এতকিছু কি করে পারেন। সাকিবের অকপট জবাব, যে পারে সে সবই পারে।
মাঠে দারুণ ছন্দে আছেন সাকিব। তার নেতৃত্বে প্রথমবারের মতো ইংল্যান্ডকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এছাড়া আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে ৯৩ রানের অনবদ্য এক ইনিংস উপহার দিয়েছেন সাকিব। যদিও মাঠের বাইরে নানা বিতর্ক পিছু ছাড়ছে না তার।
এদিকে বৃহস্পতিবার (২৩ মার্চ) সিরিজের শেষ ওয়ানডেতে লড়বে বাংলাদেশ দল। ইতোমধ্যে আইরিশদের বিপক্ষে প্রথম ওয়ানডে জিতে সিরিজে এগিয়ে রয়েছে টাইগাররা। তবে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।