আন্তর্জাতিক ডেস্ক :
টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় বসা চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে মস্কো পৌঁছেছেন।
স্থানীয় সময় সোমবার (২০ মার্চ) ক্রেমলিন সফরে গেলেন তিনি।
চীন ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সমঝোতায় শান্তি প্রস্তাব দেওয়ার পর শি জিনপিং এই সফর করছেন। গত মাসে, পুতিন চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ইকে মস্কো সফরে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং ইঙ্গিত দেন শি রাশিয়া সফর করবেন।
চীন ও রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ‘বন্ধুত্ব অসীম’ বলে জানান দেয়। রাশিয়া ইউক্রেন আগ্রাসনের কয়েক সপ্তাহ আগে শীতকালীন অলিম্পিকের উদ্বোধনে বেইজিং সফর করছিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। উভয় দেশের শীর্ষ নেতারা তাদের বন্ধুত্ব বজায় রেখেছে। সূত্র: রয়টার্স।
আন্তর্জাতিক ডেস্ক 

























