Dhaka বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বলিউড শাহেনশাহ ভালো নেই

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:০৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩
  • ২০৪ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

ভালো নেই বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। তার পায়ের পাতার নিচে ক্যালাসের ভেতর ফোসকা পড়েছে। এর কারণে অসহ্য যন্ত্রণায় ভুগছেন বিগ বি। পায়ের পাতা মাটিতে ফেলতে পারছেন না, একরকম হাঁটাচলা বন্ধ। নিজের ব্লগে এই হেলথ আপডেট শেয়ার করেছেন শাহেনশাহ।

‘আঘাত সারতে বেশ সময় লাগবে’- একথা নিজেই জানিয়েছিলেন অমিতাভ। তবে এবার নতুন এক রোগ দেখা দিয়েছে তার শরীরে। এর ফলে তার চলাফেরা প্রায় বন্ধ। অবস্থা এমন যে, মাটিতে পা ফলতে পারছেন না।

সম্প্রতি অভিনেতা নিজের ব্লগে স্বাস্থ্যের অবস্থা জানিয়ে লেখেন, পাঁজরের যন্ত্রণা ছিলই। পায়ের নিচে গুঁফো হয়েছে, অভিনেতার কথায়, ক্যালাস। যার ফলে অসহ্য যন্ত্রণা পোহাতে হচ্ছে তাকে।

পায়ের পাতায় বা হাতের তালুর চামড়া শুষ্ক হয়ে গিয়ে কড়ার মতো দেখতে হয়ে যায়। যদিও রোগটা খুব জটিল না হলেও যন্ত্রণা হয় অসহ্য।

অমিতাভের ক্ষেত্রে এই ক্যালাসের ভিতরে ফোস্কা তৈরি হয়েছে, যার ফলে বেজায় কষ্ট পেতে হচ্ছে তাকে। অবস্থা এমন হয় যে, রাতেই বাড়িতে চিকিৎসক ডাকতে হয়। তবে এত যন্ত্রণার মধ্যেই আত্মবিশ্বাসী অমিতাভ। নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, আপনাদের সবার শুভেচ্ছার জন্য ধন্যাবাদ, খুব শিগগির সুস্থ হয়ে উঠব, ফের র‌্যাম্পে দেখা হবে।

এদিকে বিউড বাদশার অসুস্থার কথা শুনে তার ভক্ত-অনুরাগীদের মন খারাপ। সবাই তার সুস্থতা কামনা করছেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে নামতে ভোটারদের প্রতি আহ্বান সিইসির

বলিউড শাহেনশাহ ভালো নেই

প্রকাশের সময় : ০৪:০৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩

বিনোদন ডেস্ক : 

ভালো নেই বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। তার পায়ের পাতার নিচে ক্যালাসের ভেতর ফোসকা পড়েছে। এর কারণে অসহ্য যন্ত্রণায় ভুগছেন বিগ বি। পায়ের পাতা মাটিতে ফেলতে পারছেন না, একরকম হাঁটাচলা বন্ধ। নিজের ব্লগে এই হেলথ আপডেট শেয়ার করেছেন শাহেনশাহ।

‘আঘাত সারতে বেশ সময় লাগবে’- একথা নিজেই জানিয়েছিলেন অমিতাভ। তবে এবার নতুন এক রোগ দেখা দিয়েছে তার শরীরে। এর ফলে তার চলাফেরা প্রায় বন্ধ। অবস্থা এমন যে, মাটিতে পা ফলতে পারছেন না।

সম্প্রতি অভিনেতা নিজের ব্লগে স্বাস্থ্যের অবস্থা জানিয়ে লেখেন, পাঁজরের যন্ত্রণা ছিলই। পায়ের নিচে গুঁফো হয়েছে, অভিনেতার কথায়, ক্যালাস। যার ফলে অসহ্য যন্ত্রণা পোহাতে হচ্ছে তাকে।

পায়ের পাতায় বা হাতের তালুর চামড়া শুষ্ক হয়ে গিয়ে কড়ার মতো দেখতে হয়ে যায়। যদিও রোগটা খুব জটিল না হলেও যন্ত্রণা হয় অসহ্য।

অমিতাভের ক্ষেত্রে এই ক্যালাসের ভিতরে ফোস্কা তৈরি হয়েছে, যার ফলে বেজায় কষ্ট পেতে হচ্ছে তাকে। অবস্থা এমন হয় যে, রাতেই বাড়িতে চিকিৎসক ডাকতে হয়। তবে এত যন্ত্রণার মধ্যেই আত্মবিশ্বাসী অমিতাভ। নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, আপনাদের সবার শুভেচ্ছার জন্য ধন্যাবাদ, খুব শিগগির সুস্থ হয়ে উঠব, ফের র‌্যাম্পে দেখা হবে।

এদিকে বিউড বাদশার অসুস্থার কথা শুনে তার ভক্ত-অনুরাগীদের মন খারাপ। সবাই তার সুস্থতা কামনা করছেন।