Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

গন্তব্য পৌঁছার আগে ডুবে গেলো লবণবোঝাই ৫ ট্রলার

নিজস্ব প্রতিবেদক : 

কুতুবদিয়া, মহেশখালী, বাঁশখালী থেকে লবণ নিয়ে চট্টগ্রামে যাওয়ার সময় পাঁচটি ট্রলার ডুবে সাগরে ৭ হাজার মণ লবণ তলিয়ে গেছে। এ ঘটনায় ২৪ শ্রমিক উদ্ধার হলেও এক শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন উদ্ধার হওয়া এক মাঝি।

রোববার (১৯ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের খোর্দ্দ গহিরা এলাকায় বঙ্গোপসাগরে ট্রলারডুবির এ ঘটনা ঘটেছে।

নিখোঁজ শ্রমিক নেছার (২৭) বাঁশখালী উপজেলা ছনুয়া ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের রহমানের বাড়ির নাগু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মো. মোরশেদ জানান, সকাল ৯টার দিকে হঠাৎ করে সমুদ্রে কয়েকজনকে সাঁতার কাটতে দেখতে পেয়ে আমরা ট্রলার নিয়ে গিয়ে তাদের উদ্ধার করি।

ট্রলারডুবি এমবি জাহাঙ্গীর ট্রলারের মাঝি মোহাম্মদ বেলাল উদ্দিন জানান, লবন নিয়ে চট্টগ্রাম যাওয়ার পথে সকাল ৯টার দিকে হঠাৎ তীব্র বাতাসের কারণে লবনবহনকারী ট্রলারগুলো সাগরে তলিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা নৌকা নিয়ে এসে আমাদের উদ্ধার করে। তবে আমাদের একজন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন।

কোস্ট গার্ড সাঙ্গু স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার (সিসি) তাজুল ইসলাম বলেন, স্থানীয়দের সহযোগিতায় কোস্ট গার্ড ও নৌ পুলিশ তাদের উদ্ধার করেছে। তবে নিখোঁজ হওয়ার বিষয়টি এখনও জানা যায়নি। আর দুটি ট্রলার ভাসমান দেখা গেলেও বাকি তিনটি উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

গন্তব্য পৌঁছার আগে ডুবে গেলো লবণবোঝাই ৫ ট্রলার

প্রকাশের সময় : ০৪:১২:৪২ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

কুতুবদিয়া, মহেশখালী, বাঁশখালী থেকে লবণ নিয়ে চট্টগ্রামে যাওয়ার সময় পাঁচটি ট্রলার ডুবে সাগরে ৭ হাজার মণ লবণ তলিয়ে গেছে। এ ঘটনায় ২৪ শ্রমিক উদ্ধার হলেও এক শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন উদ্ধার হওয়া এক মাঝি।

রোববার (১৯ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের খোর্দ্দ গহিরা এলাকায় বঙ্গোপসাগরে ট্রলারডুবির এ ঘটনা ঘটেছে।

নিখোঁজ শ্রমিক নেছার (২৭) বাঁশখালী উপজেলা ছনুয়া ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের রহমানের বাড়ির নাগু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মো. মোরশেদ জানান, সকাল ৯টার দিকে হঠাৎ করে সমুদ্রে কয়েকজনকে সাঁতার কাটতে দেখতে পেয়ে আমরা ট্রলার নিয়ে গিয়ে তাদের উদ্ধার করি।

ট্রলারডুবি এমবি জাহাঙ্গীর ট্রলারের মাঝি মোহাম্মদ বেলাল উদ্দিন জানান, লবন নিয়ে চট্টগ্রাম যাওয়ার পথে সকাল ৯টার দিকে হঠাৎ তীব্র বাতাসের কারণে লবনবহনকারী ট্রলারগুলো সাগরে তলিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা নৌকা নিয়ে এসে আমাদের উদ্ধার করে। তবে আমাদের একজন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন।

কোস্ট গার্ড সাঙ্গু স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার (সিসি) তাজুল ইসলাম বলেন, স্থানীয়দের সহযোগিতায় কোস্ট গার্ড ও নৌ পুলিশ তাদের উদ্ধার করেছে। তবে নিখোঁজ হওয়ার বিষয়টি এখনও জানা যায়নি। আর দুটি ট্রলার ভাসমান দেখা গেলেও বাকি তিনটি উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।