নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর শ্যামপুরের ফরিদাবাদ পোস্তগোলায় দ্রুতগামী ট্রাকের চাপায় মো. কুরবান হোসেন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় সামান্য আহত হয়েছেন মোটরসাইকেলের বাকি দুই আরোহী।
শনিবার (১৯ মার্চ) দিবাগত রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে রাত আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার কোলকাঠি গ্রামের আব্দুল হক ব্যাপারীর ছেলে কুরবান। বর্তমানে শ্যাপুরের ফরিদাবাদ এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি। নিহতের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
নিহতের ভাই মো. সাদিকুর রহমান বলেন, আমার ভাই ব্যাবসায়ী। লেদ মেশিনের ব্যবসা রয়েছে। নিজের প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন। পথে শ্যামপুরের পোস্তগোলা মাদরাসার সামনে একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।