Dhaka রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে তিনটি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) মতিঝিল বিভাগ।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দিনগত রাতে দক্ষিণ বেগুনবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার (১৭ মার্চ) ডিএমপির মিডিয়া শাখা থেকে এ তথ্য জানানো হয়।

গ্রেফতাররা হলেন- মো. মামুন ও মো. রহিম। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

ডিবি মতিঝিল বিভাগের সহকারী কমিশনার (এসি) এস এম হাসান সিদ্দিকী জানান, চক্রের সদস্যরা দক্ষিণ বেগুনবাড়ি এলাকার আজমীর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে চোরাই মোটরসাইকেল বিক্রির জন্য অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মামুন ও রহিমকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতাররা দীর্ঘদিন ধরে ঢাকার বিভিন্ন এলাকায় কৌশলে মোটরসাইকেলের মাস্টার চাবি দিয়ে ও লক ভেঙে চুরি করে বিক্রি করে আসছিলেন। তাদের নামে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

২৪ দফা ইশতেহার ঘোষণা করলো এনসিপি

রাজধানীতে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২

প্রকাশের সময় : ০৪:২৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে তিনটি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) মতিঝিল বিভাগ।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দিনগত রাতে দক্ষিণ বেগুনবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার (১৭ মার্চ) ডিএমপির মিডিয়া শাখা থেকে এ তথ্য জানানো হয়।

গ্রেফতাররা হলেন- মো. মামুন ও মো. রহিম। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

ডিবি মতিঝিল বিভাগের সহকারী কমিশনার (এসি) এস এম হাসান সিদ্দিকী জানান, চক্রের সদস্যরা দক্ষিণ বেগুনবাড়ি এলাকার আজমীর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে চোরাই মোটরসাইকেল বিক্রির জন্য অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মামুন ও রহিমকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতাররা দীর্ঘদিন ধরে ঢাকার বিভিন্ন এলাকায় কৌশলে মোটরসাইকেলের মাস্টার চাবি দিয়ে ও লক ভেঙে চুরি করে বিক্রি করে আসছিলেন। তাদের নামে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।