Dhaka সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

অনুশীলনে চোট পেয়ে হাসপাতালে মিরাজ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:৩০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩
  • ২৩৪ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

শনিবার (১৮ মার্চ) থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে। এর আগে শুক্রবার (১৭ মার্চ) সকালে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলনে গা গরমের জন্য ফুটবল খেলছিল বাংলাদেশ দল। এসময় চোট পেয়েছেন বাংলাদেশের অফ স্পিনার মেহেদি হাসান মিরাজ। চোট গুরুতর হওয়ায় সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

মাঠে অনুশীলনের সময় পেসার হাসান মাহমুদের একটি কিক হঠাৎ করে এসে লাগে মিরাজের মুখে। এরপর মুখে হাত দিয়ে মাঠেই বসে পড়েন এই অলরাউন্ডার। ফিজিও বাইজিদুল ইসলাম এসে কিছুক্ষণ দেখাশোনা করেন, পরে মিরাজকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

জানা যায়, চোখে চোট পাওয়া মিরাজকে নিতে হয়েছে হাসপাতালে। সেখানে সিটি স্ক্যান করা হয় মিরাজকে। যদিও আশার খবর হচ্ছে, তার চোখে কোনো সমস্যা দেখা যায়নি। মিরাজ খেলবেন কি না, এটা এখনো নিশ্চিত নয়। তবে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, সিরিয়াস কিছু হয়নি তার। এরপরও অপেক্ষা করতে হবে চোখের চিকিৎসকের রিপোর্টের জন্য।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ওর চোখে ফুটবল লেগেছে। আমরা ওর সিটি স্ক্যান করেছি। রিপোর্ট ভালো এসেছে। চোখের ডাক্তার দেখানো হয়েছে। চোখে রক্ত জমে আছে। তবে রিপোর্ট পাওয়ার পরই বোঝা যাবে ওর পরিস্থিতি।

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বৃহস্পতিবার (১৬ মার্চ) দলের সঙ্গে সিলেটে আসেন মিরাজ।  বিশ্রাম নিয়ে শুক্রবার (১৭ মার্চ) সকালে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন এই অলরাউন্ডার।

এদিকে চোটের কবলে পড়ে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়ে গিয়েছিলেন জাকির হাসান। বা হাঁতের বৃদ্ধাআঙ্গুলে অনুশীলনের সময় ব্যথা পান জাকির তাতেই আইরিশ সিরিজ শেষ সিলেটের এই ক্রিকেটারের। এদিকে জাকিরের বদলি হিসেবে প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা পেয়েছেন রনি তালুকদার।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

মুন্সীগঞ্জে-৩ : স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিনের মনোনয়নপত্র বৈধ

অনুশীলনে চোট পেয়ে হাসপাতালে মিরাজ

প্রকাশের সময় : ০৩:৩০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

শনিবার (১৮ মার্চ) থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে। এর আগে শুক্রবার (১৭ মার্চ) সকালে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলনে গা গরমের জন্য ফুটবল খেলছিল বাংলাদেশ দল। এসময় চোট পেয়েছেন বাংলাদেশের অফ স্পিনার মেহেদি হাসান মিরাজ। চোট গুরুতর হওয়ায় সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

মাঠে অনুশীলনের সময় পেসার হাসান মাহমুদের একটি কিক হঠাৎ করে এসে লাগে মিরাজের মুখে। এরপর মুখে হাত দিয়ে মাঠেই বসে পড়েন এই অলরাউন্ডার। ফিজিও বাইজিদুল ইসলাম এসে কিছুক্ষণ দেখাশোনা করেন, পরে মিরাজকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

জানা যায়, চোখে চোট পাওয়া মিরাজকে নিতে হয়েছে হাসপাতালে। সেখানে সিটি স্ক্যান করা হয় মিরাজকে। যদিও আশার খবর হচ্ছে, তার চোখে কোনো সমস্যা দেখা যায়নি। মিরাজ খেলবেন কি না, এটা এখনো নিশ্চিত নয়। তবে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, সিরিয়াস কিছু হয়নি তার। এরপরও অপেক্ষা করতে হবে চোখের চিকিৎসকের রিপোর্টের জন্য।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ওর চোখে ফুটবল লেগেছে। আমরা ওর সিটি স্ক্যান করেছি। রিপোর্ট ভালো এসেছে। চোখের ডাক্তার দেখানো হয়েছে। চোখে রক্ত জমে আছে। তবে রিপোর্ট পাওয়ার পরই বোঝা যাবে ওর পরিস্থিতি।

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বৃহস্পতিবার (১৬ মার্চ) দলের সঙ্গে সিলেটে আসেন মিরাজ।  বিশ্রাম নিয়ে শুক্রবার (১৭ মার্চ) সকালে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন এই অলরাউন্ডার।

এদিকে চোটের কবলে পড়ে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়ে গিয়েছিলেন জাকির হাসান। বা হাঁতের বৃদ্ধাআঙ্গুলে অনুশীলনের সময় ব্যথা পান জাকির তাতেই আইরিশ সিরিজ শেষ সিলেটের এই ক্রিকেটারের। এদিকে জাকিরের বদলি হিসেবে প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা পেয়েছেন রনি তালুকদার।