বিনোদন ডেস্ক :
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিতের মা স্নেহলতা দীক্ষিত মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯১ বছর।
রোববার (১২ মার্চ) মুম্বাইয়ে নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
যৌথ এক বিবৃতিতে মাধুরী দীক্ষিত ও তার স্বামী ডা. শ্রীরাম নেনে জানিয়েছেন, আজ সকালে মুম্বাইয়ের বাসায় আমাদের প্রিয় স্নেহলতা দীক্ষিত মারা গেছেন।
টাইমস নাউ এক প্রতিবেদনে জানিয়েছে, আজ সকাল সাড়ে ৮টায় মারা গেছেন স্নেহলতা দীক্ষিত। তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। আজ বিকাল ৩টায় ওরলি শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে।
চার ভাইবোন মাধুরীরা। চার ভাইবোনের মধ্যে সবচেয়ে ছোট মাধুরী। অভিনেত্রী দুই দিদি এবং এক দাদা আছে। এক সাক্ষাৎকারে মাধুরী জানিয়েছিলেন, সিনেমায় কাজ করার পরও ঘর এলোমেলো করার জন্য মায়ের কাছে প্রচুর বকা খেয়েছি। এভাবেই বড় হয়েছি। এখনো বকা খাই, তবুও একই রয়ে গিয়েছি।
গত বছর মায়ের নব্বইতম জন্মদিন উদযাপন করেন মাধুরী দীক্ষিত। পুরোনো কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছিলেন, শুভ জন্মদিন। অনেকে বলে একজন মেয়ের ভালো বন্ধু তার মা। এ কথা সঠিক নয়। কারণ আপনি আমার জন্য সবকিছু করেছেন। আপনি আমাকে যে শিক্ষা দিয়েছেন, এটা আপনার কাছ থেকে সবচেয়ে বড় উপহার। আমি সবসময় আপনার সুস্বাস্থ্য ও আনন্দিত থাকুন সেটা কামনা করি।
২০১৩ সালে মাধুরীর সঙ্গে ‘গুলাব গ্যাং’-এর জন্য একটি গান রেকর্ড করতে মেয়ে মাধুরীর সঙ্গে যোগ দিয়েছিলেন স্নেহলতা দীক্ষিতও। সেই ঘটনার কথা স্মরণ করে অনুভব সিনহা আইএএনএসকে বলেছিলেন, সিনেমায় একটি গান গাওয়ার জন্য যখন আমরা মাধুরীর সঙ্গে যোগাযোগ করি, অভিনেত্রী রাজি হয়ে যান। রেকর্ডিংয়ে অভিনেত্রী তার মাকে সঙ্গে নিয়ে এসেছিলেন। এরপরই জানতে পারি অভিনেত্রীর মা-ও খুব ভালো গান গায়। তার মাকে জিজ্ঞেস করলাম, গান গাইবেন কিনা। অবশেষে, আমরা মাধুরী এবং তার মা দুজনকেই ছবির জন্য একটি গান গেয়েছিলেন।