Dhaka মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে ক্লাস শুরু করতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৭:৪৮:১৯ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০
  • ২৩০ জন দেখেছেন

অনলাইনে ক্লাস শুরু করতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

আগামী ১৫ জুলাই থেকে অনলাইনে ক্লাস শুরু করতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ জুন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস গ্রহণ করার বিষয়ে এক ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত হয়। সভায় অনলাইনের ক্লাসের বিষয়ে বেশ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহ হলো- আগামী ১৫ জুলাই হতে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ অনলাইন ক্লাস শুরু করবে। অনলাইন ক্লাসের ভিডিওসমূহ ইউটিউব/ফেসবুক প্ল্যাটফর্মেও আপলোড করতে হবে যেন শিক্ষার্থীরা যেকোন সময়ে তা দেখতে পারে। অনলাইন শিক্ষা কার্যক্রম শুধু ক্লাস পরিচালনার মধ্যে সীমিত থাকবে। মিডটার্ম কিংবা ফাইনাল পরীক্ষা অনলাইনে নেয়া যাবে না। তবে এসাইনমেন্ট অনলাইনে নেয়া যাবে।

যদি কোন সেমিস্টারের ক্লাস ইতিমধ্যে শেষ হয়ে থাকে তাহলে পরবর্তী সেমিস্টারের ক্লাস শুরু করতে পারবেন। প্রত্যেক বিভাগ স্ব স্ব একাডেমিক কমিটির মিটিংয়ের মাধ্যমে অনলাইন ক্লাসের রুটিন তৈরি করে শিক্ষার্থীদের জানানোর ব্যবস্থা করবেন।

বিভাগীয় প্রধানগণ প্রত্যেক সেমিস্টারের জন্য একজন শিক্ষককে দায়িত্ব প্রদান করে যে সকল শিক্ষার্থীর স্মার্টফোন নেই এবং যারা ইন্টারনেট সুবিধা বঞ্চিত তাদের তালিকা করবেন। আর্থিকভাবে অস্বচ্ছল ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সফট লোন/ গ্রান্টস এর আওতায় এনে স্মার্টফোন ও ইন্টারনেট সুবিধা প্রদান করা যায় কী-না তা পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির পরামর্শ মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনলাইন ক্লাস পরিচালনার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল সর্বাত্মক সহযোগিতা করবে বলেও সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

অন্য একটি পৃথক বিজ্ঞপ্তি সূত্রে জানানো হয়, অতি প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম সম্পাদন, ল্যাবরেটরি, সেমিনার-লাইব্রেরিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাদি সংরক্ষণের স্বার্থে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ আগামী ৬ জুলাই (সোমবার) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সীমিত পরিসরে খোলা থাকবে।

অনার্স শেষ বর্ষের যাদের ক্লাস শেষ তারা মাস্টার্সের ক্লাস শুরু করতে পারবে কী-না এমন প্রশ্ন করা হলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড.আবু তাহের বলেন, ‘যাদের অনার্সের শেষ বর্ষের ক্লাস শেষ তারা মাস্টার্সের ক্লাস শুরু করতে পারবেন।’

উল্লেখ্য, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করার পর গত ১৮ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অনলাইনে ক্লাস শুরু করতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

প্রকাশের সময় : ০৭:৪৮:১৯ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০

আগামী ১৫ জুলাই থেকে অনলাইনে ক্লাস শুরু করতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ জুন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস গ্রহণ করার বিষয়ে এক ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত হয়। সভায় অনলাইনের ক্লাসের বিষয়ে বেশ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহ হলো- আগামী ১৫ জুলাই হতে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ অনলাইন ক্লাস শুরু করবে। অনলাইন ক্লাসের ভিডিওসমূহ ইউটিউব/ফেসবুক প্ল্যাটফর্মেও আপলোড করতে হবে যেন শিক্ষার্থীরা যেকোন সময়ে তা দেখতে পারে। অনলাইন শিক্ষা কার্যক্রম শুধু ক্লাস পরিচালনার মধ্যে সীমিত থাকবে। মিডটার্ম কিংবা ফাইনাল পরীক্ষা অনলাইনে নেয়া যাবে না। তবে এসাইনমেন্ট অনলাইনে নেয়া যাবে।

যদি কোন সেমিস্টারের ক্লাস ইতিমধ্যে শেষ হয়ে থাকে তাহলে পরবর্তী সেমিস্টারের ক্লাস শুরু করতে পারবেন। প্রত্যেক বিভাগ স্ব স্ব একাডেমিক কমিটির মিটিংয়ের মাধ্যমে অনলাইন ক্লাসের রুটিন তৈরি করে শিক্ষার্থীদের জানানোর ব্যবস্থা করবেন।

বিভাগীয় প্রধানগণ প্রত্যেক সেমিস্টারের জন্য একজন শিক্ষককে দায়িত্ব প্রদান করে যে সকল শিক্ষার্থীর স্মার্টফোন নেই এবং যারা ইন্টারনেট সুবিধা বঞ্চিত তাদের তালিকা করবেন। আর্থিকভাবে অস্বচ্ছল ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সফট লোন/ গ্রান্টস এর আওতায় এনে স্মার্টফোন ও ইন্টারনেট সুবিধা প্রদান করা যায় কী-না তা পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির পরামর্শ মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনলাইন ক্লাস পরিচালনার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল সর্বাত্মক সহযোগিতা করবে বলেও সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

অন্য একটি পৃথক বিজ্ঞপ্তি সূত্রে জানানো হয়, অতি প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম সম্পাদন, ল্যাবরেটরি, সেমিনার-লাইব্রেরিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাদি সংরক্ষণের স্বার্থে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ আগামী ৬ জুলাই (সোমবার) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সীমিত পরিসরে খোলা থাকবে।

অনার্স শেষ বর্ষের যাদের ক্লাস শেষ তারা মাস্টার্সের ক্লাস শুরু করতে পারবে কী-না এমন প্রশ্ন করা হলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড.আবু তাহের বলেন, ‘যাদের অনার্সের শেষ বর্ষের ক্লাস শেষ তারা মাস্টার্সের ক্লাস শুরু করতে পারবেন।’

উল্লেখ্য, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করার পর গত ১৮ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।