Dhaka সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপ ফাইনালের সেই গ্লাভস বিক্রি করলেন মার্তিনেস

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:১২:৪৩ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩
  • ২৩৩ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

কাতার বিশ্বকাপের পুরোটা জুড়েই দুর্দান্ত ছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। বিশেষ করে ফাইনাল ম্যাচে তার এক অনন্য রূপ দেখেছে ফুটবল ভক্তরা। সেখানে যে গ্লাভস পড়ে ফরাসিদের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়ে ছিলেন মার্টিনেজ, সেই গ্লাভস এবার নিলামে বিক্রি করেছেন এই আর্জেন্টাইন গোলরক্ষক।

লাল ও হালকা সাদা রংয়ের এই গ্লাভস জোড়া নিজের কাছে স্মারক হিসেবে রেখে দেওয়ার কথা। কিন্তু আর্জেন্টিনার ‘দিবু’ নামেও পরিচিত এই গোলকিপার তা করেননি। তিনি ভেবেছেন ক্যানসার আক্রান্ত শিশুদের কথা, তাই সেই গ্লাভস জোড়া নিলামে তুলেছিলেন তিনি।

শুক্রবার (১০ মার্চ) সেই নিলামে গ্লাভস জোড়া ৪৫ হাজার ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৭ লাখ ১৯ হাজার টাকা) বিক্রি হয়েছে। আর্জেন্টিনার গ্রারাহান হাসপাতালের ক্যানসার ওয়ার্ডের শিশুদের জন্য এই টাকা ব্যয় করা হবে।

ফরাসি সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, কাতার বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে মার্টিনেজ যে গ্লাভস জোড়া পরেছিলেন, তা নিলামে ৪৫ হাজার ডলারে বিক্রি হয়েছে। আর্জেন্টিনার গ্রারাহান হাসপাতালের ক্যানসার ওয়ার্ডের শিশুদের জন্য টাকাটা প্রদান করা হবে। নিলামে তোলার সময় ইংল্যান্ড থেকে ভিডিও কলে যুক্ত ছিলেন মার্টিনেজ।

আর্জেন্টিনার পেডিয়াট্রিক ফাউন্ডেশন তাদের ইনস্টাগ্রামে বিষয়টি নিশ্চিত করেছে। জানিয়েছে, গ্রারাহানের শিশুদের সাহায্যের জন্য মার্টিনেজের গ্লাভস ৪৫ হাজার ডলারে বিক্রি হয়েছে।

নিলাম চলাকালীন সময়ে মার্টিনেজ বলেছেন, গ্লাভস জোড়া দান করে সাহায্যের সুযোগ পাওয়ায় দ্বিতীয়বার আর চিন্তা করিনি। কারণ এতে ছেলেদের কল্যাণ হবে। বিশ্বকাপ ফাইনাল প্রতিদিন খেলা যায় না। এটা বিশেষ। কিন্তু বাড়িতে ফ্রেম করে বাঁধিয়ে রাখার চেয়ে এটা শিশুদের কাজে লাগলে সেটা অনেক বেশি কাজের হয়।

এর আগে গত ফেব্রুয়ারিতে গ্লাভস জোড়া নিলামে তোলার ঘোষণা দিয়েছিলেন মার্টিনেজ। তখন গ্লাভসে অটোগ্রাফও দেন তিনি।

এর আগে কাতারে বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচ থেকে ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার গোলবারের নিচে অতন্দ্র প্রহরী হয়ে ছিলেন মার্টিনেজ। এমনকি ফাইনালে ফরাসিদের হারিয়ে তিন যুগের শিরোপা খরা কাটাতে এই গোলরক্ষকের ভূমিকা ছিল অভাবনীয়।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

মুন্সীগঞ্জে-৩ : স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিনের মনোনয়নপত্র বৈধ

বিশ্বকাপ ফাইনালের সেই গ্লাভস বিক্রি করলেন মার্তিনেস

প্রকাশের সময় : ০১:১২:৪৩ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

কাতার বিশ্বকাপের পুরোটা জুড়েই দুর্দান্ত ছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। বিশেষ করে ফাইনাল ম্যাচে তার এক অনন্য রূপ দেখেছে ফুটবল ভক্তরা। সেখানে যে গ্লাভস পড়ে ফরাসিদের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়ে ছিলেন মার্টিনেজ, সেই গ্লাভস এবার নিলামে বিক্রি করেছেন এই আর্জেন্টাইন গোলরক্ষক।

লাল ও হালকা সাদা রংয়ের এই গ্লাভস জোড়া নিজের কাছে স্মারক হিসেবে রেখে দেওয়ার কথা। কিন্তু আর্জেন্টিনার ‘দিবু’ নামেও পরিচিত এই গোলকিপার তা করেননি। তিনি ভেবেছেন ক্যানসার আক্রান্ত শিশুদের কথা, তাই সেই গ্লাভস জোড়া নিলামে তুলেছিলেন তিনি।

শুক্রবার (১০ মার্চ) সেই নিলামে গ্লাভস জোড়া ৪৫ হাজার ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৭ লাখ ১৯ হাজার টাকা) বিক্রি হয়েছে। আর্জেন্টিনার গ্রারাহান হাসপাতালের ক্যানসার ওয়ার্ডের শিশুদের জন্য এই টাকা ব্যয় করা হবে।

ফরাসি সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, কাতার বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে মার্টিনেজ যে গ্লাভস জোড়া পরেছিলেন, তা নিলামে ৪৫ হাজার ডলারে বিক্রি হয়েছে। আর্জেন্টিনার গ্রারাহান হাসপাতালের ক্যানসার ওয়ার্ডের শিশুদের জন্য টাকাটা প্রদান করা হবে। নিলামে তোলার সময় ইংল্যান্ড থেকে ভিডিও কলে যুক্ত ছিলেন মার্টিনেজ।

আর্জেন্টিনার পেডিয়াট্রিক ফাউন্ডেশন তাদের ইনস্টাগ্রামে বিষয়টি নিশ্চিত করেছে। জানিয়েছে, গ্রারাহানের শিশুদের সাহায্যের জন্য মার্টিনেজের গ্লাভস ৪৫ হাজার ডলারে বিক্রি হয়েছে।

নিলাম চলাকালীন সময়ে মার্টিনেজ বলেছেন, গ্লাভস জোড়া দান করে সাহায্যের সুযোগ পাওয়ায় দ্বিতীয়বার আর চিন্তা করিনি। কারণ এতে ছেলেদের কল্যাণ হবে। বিশ্বকাপ ফাইনাল প্রতিদিন খেলা যায় না। এটা বিশেষ। কিন্তু বাড়িতে ফ্রেম করে বাঁধিয়ে রাখার চেয়ে এটা শিশুদের কাজে লাগলে সেটা অনেক বেশি কাজের হয়।

এর আগে গত ফেব্রুয়ারিতে গ্লাভস জোড়া নিলামে তোলার ঘোষণা দিয়েছিলেন মার্টিনেজ। তখন গ্লাভসে অটোগ্রাফও দেন তিনি।

এর আগে কাতারে বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচ থেকে ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার গোলবারের নিচে অতন্দ্র প্রহরী হয়ে ছিলেন মার্টিনেজ। এমনকি ফাইনালে ফরাসিদের হারিয়ে তিন যুগের শিরোপা খরা কাটাতে এই গোলরক্ষকের ভূমিকা ছিল অভাবনীয়।