স্পোর্টস ডেস্ক :
আর্জেন্টাইন ফুটবল প্রেম থেকে বাংলাদেশের সঙ্গে এখন বন্ধুত্ব বেড়েই চলছে লাতিন আমেরিকান দেশটির। বিশ্বকাপ জেতার পর সেই দলকে দেশে নিয়ে আসার পরিকল্পনাও রয়েছে বাফুফের।
তৃতীয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি ২০২৩ টুর্নামেন্টে অংশ নিতে লাতিন আমেরিকান দেশটি সকালে ঢাকায় পা রেখেছে। শুক্রবার (১০ মার্চ) সকাল ৮.১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে আর্জেন্টিনা।
১৩ থেকে ২১ মার্চ পল্টনের শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে শুরু হবে ১২ জাতির এই টুর্নামেন্ট। অংশ নেবে বাংলাদেশ, আর্জেন্টিনা, চাইনিজ তাইপে, ইংল্যান্ড, ইন্দোনেশিয়া, ইরাক, কেনিয়া, মালয়েশিয়া, নেপাল, পোল্যান্ড, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। এবারই প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে চাইনিজ তাইপে, থাইল্যান্ড ও আর্জেন্টিনা।
অন অ্যারাইভাল ভিসা প্রক্রিয়া শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি হোটেল ৭১-এ চলে যাবে তারা।
টুর্নামেন্টটির গত আসরেও আর্জেন্টিনার আসার কথা ছিল। কিন্তু কিছু সমস্যার কারণে সেবার আসা হয়নি তাদের। তারা ছাড়াও টুর্নামেন্টে অংশ নেয়া বিদেশি ১১ দলের মধ্যে শনিবার (১১ মার্চ) ৮ দল ও ১৪ মার্চ ইংল্যান্ডের আসার কথা রয়েছে।
২০২১ ও ২০২২ সালে অনুষ্ঠিত প্রথম দুই আসরে ৮টি করে দেশ অংশ নিলেও এবার টুর্নামেন্টের পরিধি বেড়েছে। চারটি দেশ বেশি অংশ নিচ্ছে তৃতীয় আসরে।
আর্জেন্টিনার মধ্য দিয়ে অতিথি দলগুলোর ঢাকায় আসা শুরু হলো। ১২ মার্চ ম্যানেজার্স মিটিংয়ে টুর্নামেন্টের গ্রুপিং, ফিকশ্চার ও ফরম্যাট চূড়ান্ত হবে।
স্পোর্টস ডেস্ক 
























