নিজস্ব প্রতিবেদক :
শনিবার (১১ মার্চ) সারাদেশের সব সাংগঠনিক মহানগর ও জেলা পর্যায়ে মানববন্ধন করবে বিএনপি। এরই অংশ হিসেবে রাজধানীতে দুটি স্থানে এই কর্মসূচি পালন করবে বিএনপি। আবদুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী পর্যন্ত এ মানববন্ধন বিস্তৃত হবে। এ বিষয়ে সহায়তা চেয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে (ডিএমপি) চিঠি দিয়েছে দলটি।
বুধবার (৮ মার্চ) বিকেলে ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে দেওয়া এক চিঠিতে এ কর্মসূচির কথা জানিয়ে তার জন্য অনুমতি চেয়েছে বিএনপি।
চিঠিতে বলা হয়, ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে আবদুল্লাহপুরের টঙ্গী ব্রিজ থেকে শুরু হয়ে বিমানবন্দর-যমুনা ফিউচার পার্ক, বাড্ডা, রামপুরা আবুল হোটেল হয়ে মালিবাগ রেলগেট পর্যন্ত মানববন্ধনটি বিস্তৃত হবে।
চিঠিতে আরও বলা হয়, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত একই দিন আরেকটি মানববন্ধন মালিবাগ রেলগেট থেকে শুরু হয়ে শান্তিনগর, কাকরাইল, নয়াপল্টন, ফকিরাপুল, আরামবাগ, মতিঝিল শাপলা চত্বর, টিকাটুলি হয়ে যাত্রাবাড়ী পর্যন্ত বিস্তৃত হবে।
এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানববন্ধন কর্মসূচিকে সফল করতে সর্বস্তরের জনগণ এবং বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের অনুরোধ জানিয়েছেন।
গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদ ও যুগপৎ আন্দোলনের ১০ দফা দাবিতে আগামী ১১ মার্চ দেশের সব মহানগর ও জেলায় এ কর্মসূচি পালন করবে বিএনপি। একই কর্মসূচি পৃথকভাবে ঘোষণা দিয়েছে বিএনপির সমমনা দল ও জোটও। গত বছরের ২৪ ডিসেম্বর থেকে যুগপৎ আন্দোলনের নানা কর্মসূচি পালন করে আসছে তারা।