রাজধানীর সিদ্দিকবাজারে ক্যাফে কুইন ভবনে বিস্ফোরণে মুন্সীগঞ্জের দুজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। গুরুতর আহত হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন আরও একজন। তার অবস্থাও আশঙ্কাজনক।
নিহতরা হলেন মহিউদ্দিন আখন্দ (৫০) ও আবু জাফর সিদ্দিক তারেক। তাদের মধ্যে মহিউদ্দিন মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের সৈয়দপুর এলাকার বাসিন্দা। তিনি ভবনের নিচতলায় একটি স্যানিটারির দোকানে ম্যানেজার হিসেবে কাজ করতেন। বিস্ফোরণের সময় তিনি দোকানেই বসা ছিলেন বলে তার ভাতিজা হামিদুর রহমান জানিয়েছেন। জানা গেছে, মহিউদ্দিন ও তারেক দুজনেই রাজধানীর কদমতলী থানাধীন দনিয়া এলাকায় থাকতেন।
মহিউদ্দিনের ভাতিজা হামিদুর রহমান জানান, বুধবার সকাল ৭টার দিকে আধারার সৈয়দপুর আল আমিন দাখিল মাদ্রাসা মাঠে জানাজা শেষে সামাজিক কবরস্থানে মহিউদ্দিন আখন্দের লাশ দাফন করা হয়েছে।
স্বজনরা জানিয়েছেন, নিহত দুজনের মধ্যে একজন ৭ মার্চ মঙ্গলবার বিকেলে ভবনটিতে স্যানিটারি পণ্য কিনতে গিয়ে দ্বিতীয় তলায় ক্যাফে কুইন রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিলেন। মঙ্গলবার রাতেই ভবন থেকে নিহতদের মরদেহ উদ্ধার এবং আইনি প্রক্রিয়া শেষে রাত ৩টার দিকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।